Student Election: ছাত্রীদের পা ধরে ভোট চাইছেন কলেজের ছাত্রনেতা! ভিডিয়ো দেখে নেটিজেনরা বলল…
Rajasthan: জানা গিয়েছে, রাজস্থানের ভরতপুর জেলায় ঘটেছে এই ঘটনা। শুক্রবার এই ঘটনার ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।
জয়পুর: কলেজ, বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ইউনিয়নের ভোট। সেই ভোটে প্রার্থী হন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। ভোটে প্রতিদ্বন্দ্বিতা করে জেতার চেষ্টা করেন অনেকেই। সেই ভোট পাওয়ার জন্য প্রতিদ্বন্দ্বী ছাত্রীরা যা করেছেন সেই ঘটনার ভিডিয়ো এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। সেই ভিডিয়ো দেখে বিভিন্ন রকম মন্তব্য করেছেন নেটিজেনরা।
ভিডিয়োয় দেখা যাচ্ছে, কলেজের সামনের রাস্তা দিয়ে ছুটির পর বেরিয়ে যাচ্ছেন ছাত্রীরা। ছাত্রভোটে দাঁড়ানো দুই ছাত্র ছাত্রীদের পা জড়িয়ে ধরছেন। পা জড়িয়ে ধরে ভোটাভিক্ষা করছেন তাঁরা। ছাত্রীরা ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলেও কিছুতেই তাতে রাজি হচ্ছেন না তাঁরা। চিপে ধরে রেখেছেন ছাত্রীদের পা এবং পায়ে নিজেদের মাথা ঠেকাচ্ছেন। অন্য় একজন আবার রাস্তার মধ্যে শুয়েই পড়েছেন। রাস্তায় শুয়ে থেকে হাত জোড় করে সেখান দিয়ে যাওয়া ছাত্র-ছাত্রীদের থেকে ভোট চাইছেন তিনি।
জানা গিয়েছে, রাজস্থানের ভরতপুর জেলায় ঘটেছে এই ঘটনা। শুক্রবার এই ঘটনার ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। তার পর এক লক্ষ বারেরও বেশি দেখা হয়েছে সেটি। তা দেখেন নেটিজেনরা বিভিন্ন মন্তব্য করেছেন। কেউ বলেছেন, “এরা মাটির কাছাকাছি থাকা নেতা। তাই মাটিতে লুটিয়ে পড়েছেন।” কেউ বলেছেন, “ভোটের জন্য এখন নেতারা ছাত্রদের পায়ে পড়ছে। ভোটের পরে ছাত্র-ছাত্রীদের নেতাদের পায়ে পড়তে হবে।” এক জন বলেছেন, “নেতারা পায়ে পড়ে ভোট চাইছেন দেখে ভাল লাগছে। হুমকি দিয়ে ভয় দেখিয়ে ভোট তো চাইছেন না!”
দিন কয়েক আগেই জয়পুরে রাজস্থান বিশ্ববিদ্যালয়ের বাইরে ছাত্রভোটের জন্য বিশাল মিছিলের আয়োজন করেছিলেন ছাত্ররা। যদিও মিছিলের অনুমতি পুলিশের থেকে নেননি তাঁরা। এর পরই এই মিছিলে লাঠি চালিয়েছিল পুলিশ।