Nalini Sriharan: ‘ওহ গড, প্লিজ না…’ ৩১ বছর পরও গান্ধী পরিবারের মুখোমুখি হতে নারাজ ‘অনুতপ্ত’ নলিনী

Rajiv Gandhi Assassination Case: শনিবার তামিলনাডুর ভেলোরের জেল থেকে মুক্তি পান নলিনী। তাঁর কাছে জানতে চাওয়া হয়, তিনি রাজীব গান্ধীর স্ত্রী তথা কংগ্রেসের প্রাক্তন সভাপতি সনিয়া গান্ধীর সঙ্গে দেখা করবেন কি না, জবাবে নলিনী বলেন, "ওহ গড, প্লিজ না"।

Nalini Sriharan: 'ওহ গড, প্লিজ না...' ৩১ বছর পরও গান্ধী পরিবারের মুখোমুখি হতে নারাজ 'অনুতপ্ত' নলিনী
নলিনী শ্রীহরণ।
Follow Us:
| Edited By: | Updated on: Nov 13, 2022 | 2:04 PM

নয়া দিল্লি: স্বামীর হত্যার জন্য ক্ষমা করে দিয়েছিলেন, তাঁর সাজা মাফ করে দেওয়ার জন্যও একাধিক আদালতে আর্জি জানিয়েছিলেন কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধী (Sonia Gandhi)। কিন্তু ৩১ বছর পর জেল থেকে বেরিয়ে সেই গান্ধী পরিবারের সঙ্গে দেখা করতে নারাজ নলিনী শ্রীহরণ। তাঁর পরিচয়, তিনি দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা কংগ্রেস নেতা রাজীব গান্ধীর (Rajiv Gandhi) হত্যাকাণ্ডে অভিযুক্তদের মধ্যে একজন। শুক্রবারই সু্প্রিম কোর্টের নির্দেশে ৩১ বছর অবশেষে জেলের বাইরে পা রাখলেন রাজীব গান্ধী হত্য়াকাণ্ডে অন্যতম অভিযুক্ত নলিনী শ্রীহরণ (Nalini Sriharan)। তিন দশক পর মুক্তির স্বাদ পেয়ে স্বাভাবিকভাবেই খুশি নলিনী, স্বামী ও মেয়েকে নিয়ে বিদেশে বসবাস করাই পরিকল্পনা তাঁর। তবে এত বছর পরও সেদিনের ঘটনা ভুলতে পারেননি তিনি। রাজীব গান্ধীর হত্যাকাণ্ডের জন্য তিনি অনুতপ্ত ও গান্ধী পরিবারের জন্য দুঃখিত বলেই জানান নলিনী।

৩১ বছর পর জেল থেকে বের হওয়ার পরই নলিনীর কাছে সকলের প্রথম প্রশ্নই ছিল গান্ধী পরিবারকে নিয়ে। যাবতীয় প্রশ্নের জবাবে নলিনী বলেন, “ওই দিনের বিস্ফোরণে যারা প্রাণ হারিয়েছিলেন, তাদের পরিবারের জন্য আমি দুঃখিত। আমরা বহু বছর এই বিষয় নিয়ে ভেবে কাটিয়েছি এবং আমরা সত্যি অনুতপ্ত। ওনারা (গান্ধী পরিবার ও বিস্ফোরণে মৃতদের পরিবার) নিজেদের প্রিয় মানুষকে হারিয়েছিলেন। আশা করছি ওনারা এই দুঃখ থেকে বেরিয়ে আসতে পারবেন কোনও সময়ে।”

শনিবার তামিলনাডুর ভেলোরের জেল থেকে মুক্তি পান নলিনী। তাঁর কাছে জানতে চাওয়া হয়, তিনি রাজীব গান্ধীর স্ত্রী তথা কংগ্রেসের প্রাক্তন সভাপতি সনিয়া গান্ধীর সঙ্গে দেখা করবেন কি না, জবাবে নলিনী বলেন, “ওহ গড, প্লিজ না”। তিনি বলেন, “৩২ বছর পর, এখনও আমি মুক্তি নিয়ে খুশি নই। আমার স্বামীকে যখন জেলে পাঠানো হয়েছিল, তখন ওর বয়স ২০ বছর ছিল। ৩২ বছর পর আজ সে জেলের বাইরে প্রথম পা রাখল।”

উল্লেখ্য, কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধী রাজীব গান্ধীর হত্যাকাণ্ডের জন্য় নলিনীকে মাফ করে দিয়েছিলেন এবং সাজা মকুবের জন্যও আবেদন জানিয়েছিলেন ২০০৪ সালে।

শনিবার ভেলোরের জেল থেকে বেরিয়েই নলিনী সেন্ট্রাল জেলে যান। সেখানে তাঁর স্বামী ভি শ্রীহরণ ওরফে মুরুগনের সঙ্গে দেখা করেন। তবে শ্রীলঙ্কার নাগরিক হওয়ায় মুরুগনকে বর্তমানে তিরুচিরাপল্লীর একটি বিশেষ উদ্বাস্তু ক্য়াম্পে নিয়ে যাওয়া হয়েছে। নলিনী বলেন, “আমি প্রার্থনা করছি ওঁর (মুরুগন) সঙ্গে যেন ব্রিটেনে বসবাস করা আমার মেয়ের দেখা হয়ে যায়।”

তামিলনাড়ুর প্রাক্তন মুখ্য়মন্ত্রী জে জয়ললিতা ও বর্তমান মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনকেও ধন্যবাদ জানান নলিনী।