Rajya Sabha Election 2022: ফোনেই ‘চুরি’ হতে পারে বিধায়ক! ভয়ে বন্ধ করা হল ইন্টারনেট
Congress: এক সপ্তাহ উদয়পুরের পাঁচতারা রিসর্টে 'বন্দি' থাকার পর গতকালই জয়পুরে ফিরেছেন কংগ্রেস বিধায়করা। তাদের এনে আমের এলাকার হোটেল লীলায় রাখা হয়েছে বলে জানা গিয়েছে।
জয়পুর: আর কিছুক্ষণের অপেক্ষা। তারপরই আজ, শুক্রবার শুরু হবে রাজ্যসভার নির্বাচন। ইতিমধ্যেই রাজনৈতিক দলগুলির মধ্যে নির্বাচন ঘিরে তুমুল চাপানউতোরও শুরু হয়ে গিয়েছে। এর মধ্যে বিধায়কদের নিয়ে সবথেকে বেশি টানাপোড়েন চলছে রাজস্থানে। নির্বাচনের এক সপ্তাহ আগে থেকেই কংগ্রেস ও বিজেপি বিধায়কদের মোটা টাকা খরচ করে রিসর্টে রাখা হয়েছিল। বৃহস্পতিবারই তাদের ফিরিয়ে আনা হয়। তবে কংগ্রেসের বিধায়করা বাড়ি ফিরতে পারেননি। তাদের জয়পুরের একটি হোটেলে ফের বন্দি করে রাখা হয়েছে। বিরোধী দলগুলি যাতে বিধায়কদের সঙ্গে যোগাযোগ করতে না পারে, তার জন্য ওই এলাকার ইন্টারনেট পরিষেবাও বন্ধ করে রাখা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাজ্যসভা নির্বাচনের কারণেই রাজস্থান সরকার বৃহস্পতিবার থেকে জয়পুরের আমের এলাকায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করে রেখেছে। ১২ ঘণ্টা অবধি এই পরিষেবা বন্ধ করে রাখা হবে। আজ সকাল ৯টা থেকে ফের ইন্টারনেট পরিষেবা চালু হবে।
এক সপ্তাহ উদয়পুরের পাঁচতারা রিসর্টে ‘বন্দি’ থাকার পর গতকালই জয়পুরে ফিরেছেন কংগ্রেস বিধায়করা। তাদের এনে আমের এলাকার হোটেল লীলায় রাখা হয়েছে বলে জানা গিয়েছে। বিরোধীদের দাবি, কংগ্রেসের বিধায়করা ওই এলাকায় থাকার কারণেই কংগ্রেস সরকার ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। তবে ভয়েস কল ও ব্রডব্যান্ড পরিষেবা চালু রয়েছে বলেই জানা গিয়েছে।
এই বিষয়ে কংগ্রেস নেতা রঘু শর্মা বলেন, “বিজেপির কাছে এই বার্তাটা স্পষ্ট থাকা উচিত যে এত সহজে কংগ্রেসের একতা ভাঙা সম্ভব নয়। আমরা সবাই একসঙ্গে রয়েছি এবং তিনটি আসনে জয়ী হবই। ভোটগণনা শেষ হলে দেখা যাবে যে কংগ্রেস ১২৬টি ভোটই পেয়েছে।”
মুখ্যমন্ত্রী অশোক গেহলটও একই আত্মবিশ্বাস দেখিয়ে বলেছেন, “আমরা তিনটি আসনেই জয়ী হব। আমরা চাই যে নির্বাচনের এমন ফল হোক যে কেউ জেতার সাহস দেখানোর চেষ্টাও করবে না। আমরা সবাই একজোট হয়ে রয়েছি। বিজেপি ভয় পাচ্ছে। সেই কারণেই নির্বাচন কমিশন, ইডি ও আদালতের দ্বারস্থ হচ্ছে।”
উল্লেখ্য, রাজস্থানের ২০০ সদস্যের রাজ্য়সভায় কংগ্রেসের ১০৮ জন সদস্য রয়েছে। তিনটি আসন জিততে কংগ্রেসের চাই ১২৩টি ভোট। কংগ্রেসের তিনজন প্রার্থী হলেন রণদীপ সূর্যেওয়ালা, মুকুল ওয়াসনিক ও প্রমোদ তিওয়ারি।