Pics: চোখের বাঁধন খুলল বিগ্রহের, কষ্টি পাথরের রামলালার রূপ দেখুন

Ram Idol: ২২ জানুয়ারি বিগ্রহের অভিষেক অনুষ্ঠান সম্পূর্ণ হওয়ার পরই চোখের আবরণ খোলা হবে বলে প্রথমে জানা গিয়েছিল। তবে শেষ পর্যন্ত এদিনই বিগ্রহের আবরণ খুলে ছবি প্রকাশ করল শ্রী রাম জন্মভূমি ট্রাস্ট। তবে বিগ্রহের ছবি প্রকাশ্যে আনলেও কড়া নিরাপত্তা মোতায়েন করা হয়েছে গর্ভগৃহে। উত্তর প্রদেশ পুলিশের কমান্ডোরা মোতায়েন আছেন গর্ভগৃহের দরজায়।

Pics: চোখের বাঁধন খুলল বিগ্রহের, কষ্টি পাথরের রামলালার রূপ দেখুন
অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানের দিকে তাকিয়ে কেবল দেশ নয়, গোটা বিশ্ব। সোমবার দুপুরে মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।Image Credit source: TV9 Bharatvarsh
Follow Us:
| Updated on: Jan 19, 2024 | 7:28 PM

অযোধ্যা: রাম মন্দির উদ্বোধনের আর হাতে গোনা দু-দিন বাকি। ইতিমধ্যে মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করেছে রামের বিগ্রহ। শুক্রবার বিগ্রহের ছবি প্রকাশ করল রাম মন্দির ট্রাস্ট। সকালের দিকে বিগ্রহের চোখে কাপড় বাঁধা ছবি প্রকাশ করলেও বিকালে বিগ্রহের সম্পূর্ণ মূর্তির ছবি প্রকাশিত হল।

কালো কষ্টি পাথরের ৫১ ইঞ্চি লম্বা রামের বিগ্রহটি সোনার তীর ও ধনুক হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছে। বিগ্রহটি ৫ বছরের বালকের মুখের আদলে করা হয়েছে বলে শ্রী রাম জন্মভূমি ট্রাস্টের তরফে জানানো হয়েছে। মহীশূরের শিল্পী অরুণ যোগীরাজের নির্মিত রামলালার বিগ্রহের প্রথম ছবি প্রকাশ্যে আসতেই সেটি ইন্টারনেটে ভাইরাল হয়েছে।

রাম বিগ্রহের প্রথম ছবি।

২২ জানুয়ারি বিগ্রহের অভিষেক অনুষ্ঠান সম্পূর্ণ হওয়ার পরই চোখের আবরণ খোলা হবে বলে প্রথমে জানা গিয়েছিল। তবে শেষ পর্যন্ত এদিনই বিগ্রহের আবরণ খুলে ছবি প্রকাশ করল শ্রী রাম জন্মভূমি ট্রাস্ট। তবে বিগ্রহের ছবি প্রকাশ্যে আনলেও কড়া নিরাপত্তা মোতায়েন করা হয়েছে গর্ভগৃহে। উত্তর প্রদেশ পুলিশের কমান্ডোরা মোতায়েন আছেন গর্ভগৃহের দরজায়।

large image- ram idol (1)

অযোধ্যার রামের বিগ্রহের মূর্তি উন্মোচিত।

অন্যদিকে, নির্দিষ্ট সূচি অনুযায়ী বিগ্রহের অভিষেকের আগে রাম মন্দিরে পুজো-অর্চনা চলছে। সমগ্র অযোধ্যায় চলছে উৎসবের আমেজ। এদিন নদীপথে রাম মন্দিরের প্রস্তুতি ও নিরাপত্তা খতিয়ে দেখেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ২২ জানুয়ারির অনুষ্ঠানের সমস্ত প্রস্তুতি সম্পূর্ণ বলে জানিয়েছেন উত্তর প্রদেশের উপ-মুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক। এদিন তিনি বলেন, মন্দিরে রামলালা আসন গ্রহণ করেছেন। ২২ জানুয়ারির অনুষ্ঠানের পরিকাঠামো, চিকিৎসা পরিষেবা ও ওষুধের ব্যবস্থা-সহ সমস্ত রকম বন্দোবস্ত সম্পন্ন হয়েছে। আবার রাম মন্দিরের উদ্বোধন উপলক্ষ্যে কেন্দ্রীয় সরকারের সমস্ত অফিস, শিক্ষা প্রতিষ্ঠানে হাফ ডে ছুটি ঘোষণা করা হয়েছে।

large image- ram idol1 (1)

অযোধ্যার রামলালার সম্পূর্ণ মূর্তির ছবি প্রকাশিত।