S Jaishankar: মেয়াদ শেষের আগেই ফের মনোনয়ন, গান্ধীনগর থেকে রাজ্যসভায় প্রার্থী হচ্ছেন বিদেশমন্ত্রী জয়শঙ্কর
Rajya Sabha Election: পশ্চিমবঙ্গ, গুজরাট, গোয়া মিলিয়ে মোট ১০টি আসন ফাঁকা হবে। আগামী ১৩ জুলাই এই শূন্যপদে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন।
নয়া দিল্লি: রাজ্যসভায় মনোনয়ন (Nomination) জমা দিতে চলেছেন বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর(S Jaishankar)। আজ, সোমবার তিনি গুজরাটের গান্ধীনগর (Gandhinagar) থেকে মনোনয়ন জমা দেবেন। চলতি জুলাই মাস ও পরে অগস্ট মাসে রাজ্যসভার ১০টি আসন ফাঁকা হতে চলেছে। এই আসনের মধ্যে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের আসনও রয়েছে। ওই আসন থেকেই তিনি আবার মনোনয়ন জমা দেবেন বলে জানা গিয়েছে।
সম্প্রতিই ১০টি রাজ্যসভার আসনে নির্বাচনের ঘোষণা হয়েছিল। আগামী ২৪ জুলাই এই নির্বাচন হতে চলেছে। পশ্চিমবঙ্গ, গুজরাট, গোয়া মিলিয়ে মোট ১০টি আসন ফাঁকা হবে। আগামী ১৩ জুলাই এই শূন্যপদে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন।
কেবলমাত্র গোয়ার একটি আসনে রাজ্যসভার নির্বাচন হতে চলেছে। আগামী ২৮ জুলাই বিনয় ডি তেন্ডুলকর রাজ্যসভা থেকে অবসর নিতে চলেছেন। অন্য়দিকে, গুজরাটে তিনটি আসনে নির্বাচন হবে। আগামী ১৮ অগস্ট রাজ্যসভা থেকে অবসর নিতে চলেছেন দীনেশচন্দ্র জেমালভাই আনাবাদিয়া, লোখান্ডওয়ালা জুগলকসিং মাথুরজি ও সুব্রহ্মণ্যম জয়শঙ্কর। ২০১৯ সালে গুজরাট থেকে রাজ্যসভার সদস্য হিসাবে নির্বাচিত হয়েছিলেন এস জয়শঙ্কর।
পশ্চিমবঙ্গ থেকেই সবথেকে বেশি রাজ্যসভার আসন ফাঁকা হচ্ছে। আগামী ১৮ অগস্ট রাজ্যসভা থেকে অবসর নিতে চলেছেন ডেরেক ও’ব্রায়েন, দোলা সেন, প্রদীপ ভট্টাচার্য, সুস্মিতা দেব, শান্তা ছেত্রী, সুখেন্দু শেখর রায় অবসর নিতে চলেছেন।