Sanjay Raut: সরকার ফেলে দিতে এজেন্সির ভয় দেখাচ্ছে বিজেপি! বিস্ফোরক সাংসদ

Sanjay Raut: শিব সেনা নেতার দাবি, বিজেপি তাঁকে বলেছে আত্মসমর্পণ না করলে মহারাষ্ট্রের সরকার ফেলে দেওয়া হবে।

Sanjay Raut: সরকার ফেলে দিতে এজেন্সির ভয় দেখাচ্ছে বিজেপি! বিস্ফোরক সাংসদ
ছবি: ফাইল চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Feb 15, 2022 | 8:19 PM

মুম্বই : মহারাষ্ট্রে মহা বিকাশ আগাড়ি সরকার ফেলে দেওয়ার পরিকল্পনা করছে বিজেপি। এক সাংবাদিক বৈঠকে এমনটাই দাবি করলেন শিব সেনা সাংসদ সঞ্জয় রাউত। মঙ্গলবার এক সাংবাদিক বৈঠকে বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে এমনই বিস্ফোরক অভিযোগ আনেন তিনি। এ দিন মুম্বইতে একটি সাংবাদিক বৈঠকে তিনি বলেন, আমার সঙ্গে কয়েকজন বিজেপি নেতা যোগাযোগ করেছিল। তারা আমাকে বলেছে, তাঁদের কাছে আত্মসমর্পণ করতে হবে, নাহলে সরকার ফেলে দেবে। একবার নয়, দিন কয়েক আগে নাকি পরপর তিনবার তাঁর সঙ্গে দেখা করেছিলেন বিজেপি নেতারা। এমনটাই দাবি করেছেন সাংসদ। তাঁর দাবি, বিজেপি নেতারা তাঁকে বলেছিলেন, রাষ্ট্রপতি শাসন জারি করার হুঁশিয়ারিও দেওয়া হয়েছিল তাঁকে।

মহারাষ্ট্রে শিবসেনা নেতৃত্বাধীন জোট সরকারকে ফেলে দেওয়ার চক্রান্ত করছে কেন্দ্র, এমনই চাঞ্চল্যকর অভিযোগ সামনে আনলেন সেনা সাংসদ সঞ্জয় রাউত। মঙ্গলবার দাদারে দলীয় কার্যলয়ে সাংবাদিক বৈঠকে এই মন্তব্য করেন তিনি। তাঁর দাবি, কেন্দ্রের সংস্থাগুলি দলের নেতাদের উপর চাপ সৃষ্টি করছে। সঞ্জয় রাউত বলেন, কেন্দ্রীয় সংস্থাগুলি আমাদের দলের নেতাদের প্রতিনিয়ত বিরক্ত করছে। কেন্দ্রীয় সংস্থাকে ব্যবহার করে আমাদের নেতাদের ওপর চাপ সৃষ্টিও করা হচ্ছে। বিজেপি নেতা আরও জানান, ১০ মার্চ মহারাষ্ট্রের জোট সরকারের পতন হবে এমন গুজবও শুরু হয়েছে। তিনি জানান ২০ দিন আগে তিনবার তাঁর সঙ্গে দেখা করেছেন বিজেপি নেতারা।

রাউত আরও বলেন, ‘আমাকে বলা হয়েছে, আমি যদি সাহায্য না করি, তাহলে কেন্দ্রীয় সংস্থা আমার বিরুদ্ধে পদক্ষেপ করবে, যার জন্য আমাকে ভবিষ্যতে পস্তাতে হবে। শরদ পাওয়ারের বিরুদ্ধেও কেন্দ্রীয় সংস্থা পদক্ষেপ করবে বলে উল্লেখ করা হয়েছে।’ মহারাষ্ট্র এই চাপের কাছে নতিস্বীকার করবে না বলেই জানিয়েছেন তিনি। ঙ্গলবারই হাওয়ালায় টাকা পাচারের অভিযোগে মুম্বইয়ের একাধিক জায়গায় তল্লাশি চালিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। মাফিয়া দাউদ ইব্রাহিম ঘনিষ্ঠ ব্যক্তি এবং সংস্থার বাড়ি-অফিসে তল্লাশি চালিয়েছে কেন্দ্রীয় সংস্থা। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ৭০ জন অফিসার মুম্বইয়ের ১০ জায়গায় তল্লাশি চালিয়েছেন। রাউতের দাবি, তাঁর ঘনিষ্ঠ নেতাদের নিশানা করা হচ্ছে।

আরও পড়ুন : Hijab Row in High Court: দক্ষিণ আফ্রিকায় নাকছবি, কানাডায় কৃপাণে মিলেছিল অনুমতি! আদালতে উদাহরণ দিলেন আইনজীবী

আরও পড়ুন : UP Assembly Election 2022 : যোগীরাজ বজায় থাকলে হোলিতে ‘দুয়ারে’ সিলিন্ডার, প্রতিশ্রুতি শাহের