SCO Defence Ministers’ Meet: ‘সন্ত্রাসবাদীদের আশ্রয় দিলে…’, পাক প্রতিনিধির সামনেই কড়া বার্তা রাজনাথের

SCO Defence Ministers' Meet: সন্ত্রাসবাদীদের আশ্রয় দিলে, তা অন্য দেশগুলির জন্যই নয়, সেই দেশের পক্ষেও হুমকি হয়ে দাঁড়ায়। শুক্রবার (২৮ এপ্রিল), সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন বা 'এসসিও'-র মঞ্চ থেকে, পাক প্রতিনিধির উপস্থিতিতেই পাকিস্তানের উদ্দেশ্যে কড়া বার্তা দিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং।

SCO Defence Ministers' Meet: 'সন্ত্রাসবাদীদের আশ্রয় দিলে...', পাক প্রতিনিধির সামনেই কড়া বার্তা রাজনাথের
সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন-এর প্রতিরক্ষা মন্ত্রীদের বৈঠক
Follow Us:
| Edited By: | Updated on: Apr 28, 2023 | 9:19 PM

নয়া দিল্লি: সন্ত্রাসবাদীদের আশ্রয় দিলে, তা অন্য দেশগুলির জন্যই নয়, সেই দেশের পক্ষেও হুমকি হয়ে দাঁড়ায়। শুক্রবার (২৮ এপ্রিল), সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন বা ‘এসসিও’-র মঞ্চ থেকে, পাক প্রতিনিধির উপস্থিতিতেই পাকিস্তানের উদ্দেশ্যে কড়া বার্তা দিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। এদিন ছিল সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন-এর প্রতিরক্ষা মন্ত্রীদের বৈঠক। নয়া দিল্লির এই বৈঠক থেকে এসসিও সদস্য দেশের স্বরাষ্ট্রমন্ত্রীরা দক্ষিণ ও মধ্য এশিয়া থেকে ‘সন্ত্রাসবাদ নির্মূল করতে’ এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করে এই অঞ্চলকে ‘নিরাপদ, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ’ করে তুলে, ‘উন্নয়নের নয়া যাত্রা’ শুরু করতে সম্মত হয়েছেন। প্রসঙ্গত উল্লেখ্য, এসসিও প্রতিষ্ঠার পর থেকে এই প্রথমবার ভারতের সভাপতিত্বে নয়া দিল্লিতে অনুষ্ঠিত হল প্রতিরক্ষা মন্ত্রীদের এই বৈঠক।

এদিনের বৈঠকে ব্যক্তিগতভাবে উপস্থিত ছিলেন চিনের প্রতিরক্ষা মন্ত্রী জেনারেল লি শাংফু, রাশিয়ার জেনারেল সের্গেই শোইগু, ইরানের ব্রিগেডিয়ার জেনারেল মহম্মদ রেজা ঘরাই আশতিয়ানি, বেলারুশের লেফটেন্যান্ট জেনারেল খ্রেনিন ভিজি, কাজাখস্তানের কর্নেল জেনারেল রুসলান জাক্সিলাইকভ, উজবেকিস্তানের লেফটেন্যান্ট জেনারেল বাখোদির কুরবানভ, কিরগিজস্তানের লেফটেন্যান্ট জেনারেল বেকবোলোটভ বাকতিবেক আসানকালিভিচ এবং তাজিকিস্তানের কর্নেল জেনারেল শেরালি মির্জো। পাকিস্তানের প্রতিনিধিত্ব করেন প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের বিশেষ উপদেষ্টা মালিক আহমেদ খান। তিনি অবশ্য ব্য়ক্তিগতভাবে নয়, বৈঠকে যোগ দেন ভার্চুয়াল মাধ্যমে।

বৈঠকে বক্তৃতা দিতে গিয়ে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেন, “যদি কোনও দেশ সন্ত্রাসবাদীদের আশ্রয় দেয়, তবে তা কেবল অন্যদের জন্যই নয়, সংশ্লিষ্ট দেশটির জন্যও হুমকি হয়ে দাঁড়ায়। তরুণদের চরমপন্থার শিক্ষা দেওয়া শুধুমাত্র নিরাপত্তার দিক থেকেই উদ্বেগের নয়, আর্থ-সামাজিক অগ্রগতির পথেও একটি বড় বাধা। আমরা যদি এসসিওকে একটি শক্তিশালী এবং আরও বিশ্বাসযোগ্য আন্তর্জাতিক সংস্থায় পরিণত করতে চাই, তাহলে সন্ত্রাসবাদের মোকাবিলা করাই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার হওয়া উচিত।” পাকিস্তানের নাম না করলেও, তাঁর বক্তব্যের লক্ষ্য যে ইসলামাবাদই, তা বুঝতে কোও পক্ষেরই অসুবিধা হয়নি। রাজনাথ সিং আরও বলেন, পারস্পরিক সহযোগিতা, সম্প্রীতি ও সম্মানের মাধ্যমে এই অঞ্চলে উন্নয়নের নতুন যাত্রা শুরু করা আমাদের নৈতিক দায়িত্ব। এদিন, এসসিও প্রতিরক্ষা মন্ত্রীদের মূল বৈঠকের পাশাপাশি রুশ প্রতিরক্ষা মন্ত্রী, উজবেক প্রতিরক্ষা মন্ত্রী এবং এসসিও গোষ্ঠীর সেক্রেটারি জেনারেলের সঙ্গে আলাদা আলাদা করে দ্বিপাক্ষিক বৈঠকও করেন রাজনাথ সিং।