Opposition Meeting: লোকসভায় কার ভাগে কত আসন? নামই বা কী হবে জোটের, আজকের বৈঠকেই সিদ্ধান্ত ২৪ বিরোধী দলের

Lok Sabha Election 2024: আজকের বৈঠকে যদি বিরোধী জোট চূড়ান্ত হয়, তবে সেই জোটের নাম কী হবে, তাও স্থির করা হতে পারে। ২০২৪ সালের নির্বাচনে প্রচার কেমন হবে, তার পরিকল্পনা থেকে শুরু করে আসন ভাগাভাগি, যাবতীয় বিষয়ে আলোচনা করা আজ ও আগামিকালের বৈঠকে। 

Opposition Meeting: লোকসভায় কার ভাগে কত আসন? নামই বা কী হবে জোটের, আজকের বৈঠকেই সিদ্ধান্ত ২৪ বিরোধী দলের
ফাইল চিত্রImage Credit source: PTI
Follow Us:
| Edited By: | Updated on: Jul 17, 2023 | 9:44 AM

নয়া দিল্লি: গতবারের বৈঠকে জোট নিয়ে কোনও রফা হয়নি, আজকের বৈঠককে তাই সফল করতে মরিয়া বিজেপি বিরোধী দলগুলি। আজ, সোমবার (১৭ জুলাই) বেঙ্গালুরুতে (Bengaluru) ফের একবার বৈঠকে বসছে বিরোধী দলগুলি (Opposition Parties)। লোকসভা নির্বাচনে বিজেপির নেতৃত্বে এনডিএ (NDA) জোটের বিরুদ্ধে একজোটে লড়ার লক্ষ্যেই এই বৈঠক ডাকা হয়েছে। সামনেই বাদল অধিবেশন থাকায়, অধিবেশনে বিজেপিকে কী কী ইস্যুতে বিরোধী দলগুলি একযোগে আক্রমণ করবে, তাও ঠিক করা হতে পারে আজকের বৈঠকে। জানা গিয়েছে, মোট ২৪টি বিরোধী দলকে আমন্ত্রণ জানানো হয়েছে বিরোধী জোটের বৈঠকে যোগ দেওয়ার জন্য। আপাতত সবকটি দলই বৈঠকে যোগ দেওয়ার প্রশ্নে সম্মতি জানিয়েছেন। বৈঠকে যোগ দিতে পারেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।ও অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)

লোকসভা নির্বাচনে বিজেপিকে পর্যদুস্ত করার জন্য অনেকদিন ধরেই বিরোধী জোট গড়ার পরিকল্পনা করা হচ্ছিল। কিন্তু কোনওভাবেই তা সম্ভব হচ্ছিল না। শেষে গত ২৩ জুন বিহারের মুখ্যমন্ত্রী তথা জেডিইউ নেতা নীতীশ কুমারের নেতৃত্বে জোট নিয়ে আলোচনায় বসে বিরোধী দলগুলি। সেই বৈঠকে মোট ১৫টি বিরোধী দল যোগ দিয়েছিল। ঘণ্টা দুয়েক আলোচনা হলেও, বিরোধী জোট চূড়ান্ত হয়নি। সেই কারণেই আজকের বৈঠক। বেঙ্গালুরুর রেসকোর্স রোডে একটি পাঁচতারা হোটেলে বৈঠক হবে।

সূত্রের খবর, বিরোধী দলের নেতারা আজকের বৈঠকে নিজেদের দূরত্ব মিটিয়ে নেওয়ার চেষ্টা করবেন এবং আসন্ন লোকসভা নির্বাচনের লক্ষ্যে ঐক্যের ছবি তুলে ধরার চেষ্টা করবেন। জানা গিয়েছে, ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিরোধী জোটের আলোচ্য বিষয় ও কোন কোন ইস্যুতে তারা সকলে একমত, অভিন্ন ন্যূনতম কর্মসূচি তুলে ধরার জন্য সাব কমিটি গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে।

আজকের বৈঠকে যদি বিরোধী জোট চূড়ান্ত হয়, তবে সেই জোটের নাম কী হবে, তাও স্থির করা হতে পারে। ২০২৪ সালের নির্বাচনে প্রচার কেমন হবে, তার পরিকল্পনা থেকে শুরু করে আসন ভাগাভাগি, যাবতীয় বিষয়ে আলোচনা করা আজ ও আগামিকালের বৈঠকে।

অন্যদিকে, পটনার বৈঠকের পরই শরদ পওয়ারের দল এনসিপিতে ভাঙন ধরেছে। এনসিপি ভাঙনকে ইস্যু করে বিজেপির দল ভাঙ্গানোর কৌশলকে কী ভাবে রোখা যায় তা নিয়ে আলোচনা হতে পারে আজকের বৈঠকে।

এবারের বৈঠকের আয়োজক কংগ্রেস। গতবারের বৈঠকে উপস্থিত থাকতে না পারলেও, এবারের বৈঠকে যোগ দেবেন কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধী। বিরোধী দলগুলির জন্য তিনি একটি নৈশভোজেরও আয়োজন করেছেন। কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার উদ্যোগে এই নৈশভোজের আয়োজন করা হয়েছে। তবে সূত্রের খবর, আজকের নৈশভোজে নাও যোগ দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে আগামিকালের বৈঠকে উপস্থিত থাকবেন তিনি। গতবারের মতো এবারও মমতার সঙ্গে বিরোধী বৈঠকে যোগ দিতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।