G20 Culture Group meet: সেজে উঠছে পুরীর সৈকত, আজ থেকে পড়শি রাজ্যে শুরু জি২০ সাংস্কৃতিক গোষ্ঠীর দ্বিতীয় বৈঠক

Second G20 Culture Group meet in Bhubaneswar: রবিবার (১৪ মে) থেকে, ওড়িশার ভুবনেশ্বরে শুরু হচ্ছে 'জি২০ কালচার ওয়ার্কিং গ্রুপে'র দ্বিতীয় বৈঠক। চলবে ১৭ মে পর্যন্ত। বৈঠকের মূল বিষয় হল 'সংস্কৃতি সকলকে ঐক্যবদ্ধ করে'।

G20 Culture Group meet: সেজে উঠছে পুরীর সৈকত, আজ থেকে পড়শি রাজ্যে শুরু জি২০ সাংস্কৃতিক গোষ্ঠীর দ্বিতীয় বৈঠক
সেজে উঠেছে ভুবনেশ্বর
Follow Us:
| Edited By: | Updated on: May 14, 2023 | 2:15 PM

ভুবনেশ্বর: রবিবার (১৪ মে) থেকে, ওড়িশার ভুবনেশ্বরে শুরু হচ্ছে ‘জি২০ কালচার ওয়ার্কিং গ্রুপে’র দ্বিতীয় বৈঠক। চলবে ১৭ মে পর্যন্ত। জি২০ গোষ্ঠীর সদস্য দেশগুলি, অতিথি দেশগুলি এবং বিভিন্ন আন্তর্জাতিক সংগঠনের প্রতিনিধিরা এই বৈঠকে অংশ নেবেন। এই বৈঠকে বর্তমান সময়ে সাংস্কৃতিক ক্ষেত্রের সমস্যাগুলি নিয়ে আলোচনা করা হবে এবং সেই আলোচনার মাধ্যমে সমস্যাগুলি মোকাবিলার বাস্তবোচিত পদক্ষেপের সুপারিশ করা হবে। ‘জি২০ কালচার ওয়ার্কিং গ্রুপের’ প্রথম বৈঠকটি হয়েছিল মধ্যপ্রদেশের খাজুরাহোয়। সেই বৈঠকের পর, দুই মাস ধরে বিভিন্ন বিষয়ে একের পর এক ওয়েবিনারের আয়োজন করা হয়েছিল। এই বৈঠক উপলক্ষ্যে এদিন পুরীর সমুদ্র সৈকতে একটি বালি শিল্প তৈরি করবেন ওড়িশার বালি শিল্পী পদ্মশ্রী সুদর্শন পট্টনায়ক। এদিন বিকেল সাড়ে পাঁটচায় সেই বালি শিল্পটির উদ্বোধন করবেন কেন্দ্রীয় সংস্কৃতি, পর্যটন এবং উত্ত-পূর্ব ভারত উন্নয়ন মন্ত্রী জি কিশান রেড্ডি এবং সংস্কৃতি ও সংসদ বিষয়ক রাষ্ট্রমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল।

ভারতের জি২০ সভাপতিত্বের অধীনে সাংস্কৃতিক ক্ষেত্রে চারটি বিষয়কে প্রধান অগ্রাধিকার দেওয়া হচ্ছে – সাংস্কৃতিক সম্পদের সুরক্ষা ও পুনরুদ্ধার; টেকসই ভবিষ্যতের জন্য লিভিং হেরিটেজের ব্যবহার; সাংস্কৃতিক ও সৃজনশীল শিল্প এবং সৃজনশীল অর্থনীতির প্রসার; এবং সংস্কৃতির সুরক্ষা এবং প্রসারের জন্য ডিজিটাল প্রযুক্তির ব্যবহার। আসন্ন জি২০ কালচার অ্যাকশন গ্রুপের মূল বিষয় হল ‘সংস্কৃতি সকলকে ঐক্যবদ্ধ করে’। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এই থিমের মধ্য দিয়ে বিভিন্ন সংস্কৃতি এবং সম্প্রদায়ের শান্তিপূর্ণ সহাবস্থানের উপর ভিত্তি করে বহুপাক্ষিকতার প্রতি ভারতের অটল বিশ্বাসকে তুলে ধরা হবে। আরও বলা হয়েছে, সাংস্কৃতিক বিনিময় এবং বোঝাপড়ার মাধ্যমে যে সকল সীমানা অতিক্রম করে ব্যক্তি, সম্প্রদায় এবং জাতির মধ্যে সংযোগ গড়ে তোলা যায়, সেটাই তুলে ধরবে এই থিম।

বৈঠকে অংশগ্রহণকারী প্রতিনিধিরা, ওড়িশার বিভিন্ন পর্যটনস্থলগুলিও ভ্রমণ করবেন। ইউনেস্কো স্বীকৃত ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, কোনার্কের সূর্য মন্দিরের পাশাপাশি, উদয়গিরি গুহা পরিদর্শন করবেন তাঁরা। বিদেশি প্রতিনিধিদের সামনে ওড়িশার বিভিন্ন নৃত্যকলাও তুলে ধরা হবে। এর মধ্যে থাকছে ওড়িশার আদিবাসী নৃত্য, সম্বলপুরি নৃত্য, ওড়িশি নৃত্য এবং গোটিপুয়া নৃত্য। বৈঠক চলাকালীন ভুবনেশ্বরের ওড়িশা কারুশিল্প জাদুঘরের পক্ষ থেকে ‘সাসটেইন: দ্য ক্রাফট ইডিয়ম’ নামে একটি প্রদর্শনীর আয়োজন করেছে। ১৫ মে, ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক এই প্রদর্শনীটির উদ্বোধন করবেন। উপস্থিত থাকবেন কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী জি কিষাণ রেড্ডি, সংস্কৃতি ও সংসদ বিষয়ক রাষ্ট্রমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী নিত্যানন্দ রাই।