Road Accident: লড়ঝড়ে জিপের ধাক্কা লরিতে, মৃত্যু ৭ যাত্রীর, গুজরাতে ভয়াবহ দুর্ঘটনা

Gujarat: পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত জিপটি খুবই পুরনো ছিল। তার অবস্থাও ভাল ছিল না। সেই জিপেই চাপানো হয়েছিল ১৮ জন যাত্রী।

Road Accident: লড়ঝড়ে জিপের ধাক্কা লরিতে, মৃত্যু ৭ যাত্রীর, গুজরাতে ভয়াবহ দুর্ঘটনা
দুর্ঘটনাগ্রস্ত জিপ। ছবি- এএনআই।
Follow Us:
| Edited By: | Updated on: Feb 16, 2023 | 2:06 PM

ভদোদরা: ভয়ঙ্কর পথ দুর্ঘটনা ঘটল গুজরাতে। সে রাজ্যের পাতন জেলার বাহারি এলাকায় ঘটেছে এই দুর্ঘটনা। যাত্রী বোঝাই একটি ভয়াবহ জিপ দুরন্ত গতিতে থাকার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে একটি দাঁড়িয়ে থাকা লরিতে। এর জেরে ঘটেছে ভয়ঙ্কর দুর্ঘটনা। এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৭ জন যাত্রীর। ওই জিপে মোট ১৮ জন যাত্রী ছিল বলে জানা গিয়েছে গুজরাত পুলিশ সূত্রে। জিপে থাকা বাকিরাও আহত হয়েছেন। তাঁদের মধ্যে বেশ কয়েক জনের অবস্থা গুরুতর বলে জানা গিয়েছে। তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনা নিয়ে ইতিমধ্যেই অভিযোগ দায়ের হয়েছে। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, জিপ চালকের গাফিলতির জেরেই এই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। পলাতক জিপচালককে খুঁজছে পুলিশ। তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে। নন পার্কিং এলাকায় গাড়ি দাঁড় করানোর জন্য মামলা দায়ের হয়েছে ওই লরির চালকের বিরুদ্ধে।

গুজরাত পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনায় মৃতেরা হলেন বানজারা (৭), কাজল মোহনভাই পারমার (৯), অমিতা খেমরাজভাই বানজারা (১৫), সীমাবেন মিথুনভাই বানজারা (২৪), রাঘবেন মোহনভাই পারমার (৩৫), সামজুভাই বাবুভাই (৫০), দুর্গাভাই সেজাভাই রাথোর (৫০)। এই দুর্ঘটনার এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, ওই জিপের চালক জোরে চালাচ্ছিলেন গাড়ি। সে সময় গাড়ির সামনের চাকা ফেটে যায়। তখন লাফ দিয়ে গাড়ি থেকে নেমে পড়েন ওই চালক। এর জেরে ওই জিপ নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা লরিতে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত জিপটি খুবই পুরনো ছিল। তার অবস্থাও ভাল ছিল না। সেই জিপেই চাপানো হয়েছিল ১৮ জন যাত্রী।

দুর্ঘটনার জেরে শোকের ছায়া নেমে এসেছে মৃত এবং আহতদের পরিবারে। দুর্ঘটনাগ্রস্তদের আত্মীয়রা জিপ চালকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। মৃতদের এক আত্মীয় ভারতভাই পারমার বলেছেন, ”আমার কাকিমা, বোন মারা গিয়েছে ঘটনাস্থলে। চিকিৎসা চলার সময় আরও দুজনের মৃত্যু হয়েছে। টাকার লোভে অতিরিক্ত যাত্রী চাপায় জিপগুলি। এর জেরেই জীবনের ঝুঁকি তৈরি হয়।” অবৈধ ভাবে যাত্রী পরিবহণের বিরুদ্ধেও কড়া ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।