Sharad Pawar: ‘বয়স ৮২ হোক বা ৯২, এখনও সক্রিয়’, ভাইপোকে কড়া বার্তা শরদ পাওয়ারের
NCP: শরদ পাওয়ার প্রসঙ্গে অজিত পাওয়ার যে মন্তব্য করেছেন, তার নিন্দা করেছেন সুপ্রিয়া সুলেও। দলের মধ্যে লড়াই না করে এনসিপি-র প্রকৃত লড়াই বিজেপির বিরুদ্ধে বলে স্পষ্ট করে দেন তিনি।
নয়া দিল্লি: বয়স কোনও বাধা নয়। এখনও পর্যন্ত তিনিই শেষ কথা। বৃহস্পতিবার একথাই স্পষ্ট করে দিলেন NCP সুপ্রিমো শরদ পাওয়ার। প্রফুল্ল প্যাটেল সহ বিদ্রোহী ৯ জনকে দল থেকে বহিষ্কৃত করেন তিনি। একইসঙ্গে বয়স প্রসঙ্গে নাম না করে ভাইপো অজিত পাওয়ারের মন্তব্যের পাল্টা জবাব দিয়ে বর্ষীয়ান রাজনীতিক (Sharad Pawar) বলেন, “বয়স ৮২ হোক বা ৯২, আমি এখনও সক্রিয়।”
এনসিপি-র ঘরোয়া কোন্দল তুঙ্গে উঠেছে। একেবারে দুটি শিবিরে ভাগ হয়ে গিয়েছে দল। যার মধ্যে একটি শরদ পাওয়ার গোষ্ঠী এবং অপরটি অজিত পাওয়ার গোষ্ঠী। অজিত পাওয়ারকে দলের সভাপতি করার দাবি জানিয়ে ইতিমধ্যে নির্বাচন কমিশনে চিঠি দিয়েছেন তাঁর ঘনিষ্ঠরা। এর মধ্যেই শরদ পাওয়ারের বয়স তুলে ধরে তাঁকে অবসর নেওয়ার বার্তা দেন অজিত পাওয়ার। এদিন অজিতের সেই মন্তব্যেরই জবাব দিলেন শরদ পাওয়ার। তাঁর সিদ্ধান্তই চূড়ান্ত জানিয়ে বর্ষীয়ান রাজনীতিক বলেন, “আমি এনসিপি সভাপতি। দল শক্ত হওয়া উচিত। সমস্ত বিদ্রোহীদের দল থেকে বহিষ্কৃত করা হবে। বয়স ৮২ হোক বা ৯২, আমি এখনও সক্রিয়।”
শরদ পাওয়ার প্রসঙ্গে অজিত পাওয়ার যে মন্তব্য করেছেন, তার নিন্দা করেছেন সুপ্রিয়া সুলেও। দলের মধ্যে লড়াই না করে এনসিপি-র প্রকৃত লড়াই বিজেপির বিরুদ্ধে বলে স্পষ্ট করে দেন তিনি। শরদ-কন্যা বলেন, “আমাদের অশ্রদ্ধা করতে পারেন, কিন্তু আমার বাবাকে নয়। এই লড়াই বিজেপি সরকারের বিরুদ্ধে। দেশের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দল হল বিজেপি।”
এদিকে, এদিন দিল্লিতে দিনভোর বৈঠকের পর প্রফুল্ল প্যাটেল সহ দলের বিদ্রোহী ৯ সদস্যকে বহিষ্কৃত করেন এনসিপি সভাপতি। যদিও সেই তালিকায় অজিত পাওয়ারের নাম নেই। তারপর এদিন রাতেই মুম্বই ফিরে যান শরদ পাওয়ার। দিল্লি ছাড়ার আগে এদিন রাতে শরদ পাওয়ারের বাসভবনে গিয়ে তাঁর সঙ্গে দেখা করে জোট-বার্তা দেন রাহুল গান্ধী। ৩ দিন পর আবার তিনি দিল্লিতে আসবেন বলে জানিয়েছেন বর্ষীয়ান রাজনীতিক।