Narendra Modi: ভোট প্রচারে সামনে থেকে নেতৃত্ব মোদীর, টুইট শশী শেখরের

Narendra Modi: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে যেন আরও অপ্রতিরোধ্য দেখাচ্ছে, এমনই মনে করছেন প্রসার ভারতীর প্রাক্তন সিইও শশী শেখর ভেম্পতি। বুধবার এক্স হ্য়ান্ডেলে একটি পোস্ট করেছেন তিনি। সেখানে তিনি লিখেছেন, 'প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোটকে একেবারে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন।'

Narendra Modi: ভোট প্রচারে সামনে থেকে নেতৃত্ব মোদীর, টুইট শশী শেখরের
নরেন্দ্র মোদীImage Credit source: Facebook
Follow Us:
| Edited By: | Updated on: Apr 11, 2024 | 12:17 AM

নয়া দিল্লি: শিয়রে লোকসভা ভোট। হাতে বাকি আর মাত্র অল্প কিছু দিন। ১৯ এপ্রিল রয়েছে প্রথম দফার নির্বাচন। তার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে যেন আরও অপ্রতিরোধ্য দেখাচ্ছে, এমনই মনে করছেন প্রসার ভারতীর প্রাক্তন সিইও শশী শেখর ভেম্পতি। বুধবার এক্স হ্য়ান্ডেলে একটি পোস্ট করেছেন তিনি। সেখানে তিনি লিখেছেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোটকে একেবারে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন।’

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তৃতীয় টার্মের জন্য যথেষ্ট আত্মবিশ্বাসী প্রসার ভারতীর প্রাক্তন সিইও। প্রধানমন্ত্রী মোদী কীভাবে প্রচারে ঝড় তুলছেন, কীভাবে মানুষের কাছে পৌঁছে যাচ্ছেন, মানুষের সঙ্গে মিশে যাচ্ছেন সে কথাও তুলে ধরেছেন তিনি। গত দশ দিনে এখনও পর্যন্ত ২০টিরও বেশি জনসভা ও রোড শো করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সঙ্গে একাধিক সংবাদমাধ্যমের সঙ্গে আলাপচারিতা। উল্লেখ্য, উত্তর পূর্বের রাজ্যগুলি থেকে শুরু করে উত্তরাখণ্ড, সমস্ত দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন প্রধানমন্ত্রী মোদী। তাঁর গত এক দশকের সাফল্যের কথা ও আগামীর ভাবনার কথা তুলে ধরছেন সংবাদমাধ্যমের সামনে।

সম্প্রতি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম নিউজউইকেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে। শুধু সংবাদমাধ্যমের সঙ্গেই আলাপচারিতা নয়, সঙ্গে গেমারদের সঙ্গে কথা বলা, নতুন ভোটারদের সঙ্গে কথা বলা…. সবই সমান তালে করে যাচ্ছেন প্রধানমন্ত্রী মোদী।