Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Teesta Setavad Bail: তিস্তা সেতলওয়ারকে অন্তর্বর্তীকালীন জামিন দিল শীর্ষ আদালত, তবে রয়েছে কিছু শর্ত

Supreme Court grant bail to Teesta Setavad: শুক্রবার (২ সেপ্টেম্বর) সমাজ কর্মী তিস্তা সেতলওয়ারের অন্তর্বর্তীকালীন জামিনের আবেদন মঞ্জুর করল সুপ্রিম কোর্ট। তাঁর বিরুদ্ধে ২০০২ সালের গুজরাট দাঙ্গা সংক্রান্ত মামলা দায়ের করার সময় নথি জাল করার অভিযোগ রয়েছে।

Teesta Setavad Bail: তিস্তা সেতলওয়ারকে অন্তর্বর্তীকালীন জামিন দিল শীর্ষ আদালত, তবে রয়েছে কিছু শর্ত
তিস্তা সেতলওয়ারকে জামিন দিল সুপ্রিম কোর্ট
Follow Us:
| Updated on: Sep 02, 2022 | 4:50 PM

নয়া দিল্লি: শুক্রবার (২ সেপ্টেম্বর) সমাজ কর্মী তিস্তা সেতলওয়ারের অন্তর্বর্তীকালীন জামিনের আবেদন মঞ্জুর করল সুপ্রিম কোর্ট। তাঁর বিরুদ্ধে ২০০২ সালের গুজরাট দাঙ্গা সংক্রান্ত মামলা দায়ের করার সময় নথি জাল করার অভিযোগ রয়েছে। গত ২৬ জুন গুজরাট পুলিশ তাকে গ্রেফতার করার পরে থেকে তিনি হেফাজতে ছিলেন। সুপ্রিম কোর্ট জানিয়েছে, তিস্তা সেতলওয়ারের জিজ্ঞাসাবাদ সম্পূর্ণ হয়েছে। তাই মামলাটি গুজরাট হাইকোর্টে বিচারাধীন থাকা সত্ত্বেও অন্তর্বর্তীকালীন জামিনের আবেদন বিবেচনা করা হয়েছে। তবে হাইকোর্ট আদেশ না দেওয়া পর্যন্ত তাঁকে তাঁর পাসপোর্ট জমা রাখার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত।

এর আগে গুজরাট হাইকোর্টে জামিনের আবেদন করেছিলেন তিস্তা সেতলওয়ার। কিন্তু, উচ্চ আদালত তাঁর জামিনের আবেদনে দীর্ঘ স্থগিতাদেশ জারি করেছিল। এরপর হাইকোর্টের আদেশের বিরুদ্ধে শীর্ষ আদালতে আবেদন করেছিলেন তিস্তা। এদিন ভারতের প্রধান বিচারপতি উদয় উমেশ ললিত এবং বিচারপতি এস রবীন্দ্র ভাট এবং বিচারপতি সুধাংশু ধুলিয়ার এক বেঞ্চ তাঁকে অন্তর্বর্তীকালীন জামিন দিল। বেঞ্চ বলেছে, “জিজ্ঞাসাবাদের অপরিহার্য পর্ব শেষ হয়েছে, তাই অন্তর্বর্তীকালীন জামিনের বিষয়টি শোনা উচিত। তবে, বিষয়টি এখনও হাইকোর্টে বিচারাধীন। আমরা তাই সেতালওয়ারকে জামিনে মুক্তি দেওয়া হবে কিনা তা বিবেচনা করছি না এবং এই বিষয়ে হাইকোর্ট সিদ্ধান্ত নেবে। আমরা শুধুমাত্র বিবেচনা করছি যে, আবেদনকারীকে হেফাজতে রাখার উপর জোর দেওয়া হবে না অন্তর্বর্তীকালীন জামিন দেওয়া হবে। এই বিবেচনা করে আমরা তিস্তা সেতলওয়ারের অন্তর্বর্তীকালীন জামিনের আবেদন মঞ্জুর করছি।”

সুপ্রিম কোর্টের বেঞ্চ আরও জানিয়েছে, তিস্তা একজন মহিলা, যিনি ২ মাস ধরে হেফাজতে আছেন। প্রথম ৭ দিন ছিলেন তদন্তকারীদের হেফাজতে, তাই তাঁরা জিজ্ঞাসাবাদের যতেষ্ট সুযোগ পেয়েছে। তারপর থেকে তিনি আছেন বিচার বিভাগীয় হেফাজতে। বেঞ্চ আরও উল্লেখ করেছে যে, তিস্তার বিরুদ্ধে অভিযোগগুলির প্রেক্ষিতে ২০০২ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত সংশ্লিষ্ট নথিগুলি উপস্থাপন করা হয়েছে। তাই, বেঞ্চ মনে করেছে, জিজ্ঞাসাবাদ সহ তদন্তের প্রয়োজনীয় কার্যক্রম শেষ হওয়ার পরে, বিষয়টি এমন একটি জটিল জায়গায় এসে পৌঁছেছে, যেখানে আবেদনকারীর অন্তর্বর্তীকালীন জামিনের স্পষ্ট জায়গা তৈরি হয়েছে।

এদিন আদালতে তিস্তা সেতলওয়ারের হয়ে উপস্থিত হয়েছিলেন বিশিষ্ট আইনজীবী কপিল সিব্বল। আদালতে তিনি যুক্তি দেন, তিস্তার বিরুদ্ধে এফআইআর-এ যে তথ্যগুলি দেওয়া হয়েছে, তা আসলে ২৪ জুন সুপ্রিম কোর্টের রায়ে শেষ হওয়া মামলার কার্যধারার পুনরাবৃত্তি। তিস্তার বিরুদ্ধে অভিযুক্ত অপরাধটিও প্রকাশ করা হয়নি। অন্যদিকে গুজরাট সরকারের পক্ষে, সলিসিটর জেনারেল তুষার মেহতা যুক্তি দেন, জামিনের আবেদনটি হাইকোর্টের সামনে বিবেচনাধীন। তাই, বিষয়টিকে তাত্ক্ষণিক চ্যালেঞ্জ গ্রহণ করার পরিবর্তে হাইকোর্টকেই এটি বিবেচনা করার অনুমতি দেওয়া উচিত। তিনি আরও বলেন, এফআইআর-এ যা বলা হয়েছে, তার বাইরেও পর্যাপ্ত প্রমাণ রয়েছে, যা অভিযুক্ত অপরাধে তিস্তার জড়িত থাকার ইঙ্গিতবাহী। তিস্তা সেতলওয়ার গুজরাট সরকার এবং বিচার বিভাগকেও অপমান করেছেন বলে দাবি করেন তিনি।