Tamil Nadu Election 2021: তুরুপের তাস ভন্নিয়ার সংরক্ষণ! বিজেপির পর শাসক-জোটে যোগ দিল পিএমকে, আসন রফার আলোচনা আজ

পিএমকের পাশাপাশি অপর জোটসঙ্গী বিজেপি(BJP)-র সঙ্গেও আসন বিভাজন নিয়ে আলোচনায় বসেছে এআইএডিএমকে (AIADMK)। আজ সকালেই কিষাণ রেড্ডি, ভিকে সিং, এল মুরুগান সহ একাধিক নেতৃত্ব মুখ্যমন্ত্রী ইকে পালানিস্বামী, উপমুখ্যমন্ত্রী ও পানিরসিলভম সহ একাধিক শীর্ষনেতাদের সঙ্গে দেখা করেন।

Tamil Nadu Election 2021: তুরুপের তাস ভন্নিয়ার সংরক্ষণ! বিজেপির পর শাসক-জোটে যোগ দিল পিএমকে, আসন রফার আলোচনা আজ
ফাইল চিত্র।
Follow Us:
| Updated on: Feb 27, 2021 | 3:15 PM

চেন্নাই: নির্বাচনের মুখেই জমে উঠল তামিলনাড়ুর রাজ্য রাজনীতির রং। শুক্রবার জাতীয় নির্বাচন কমিশন (Election Commission of India)-র তরফে দিনঘোষণার ঠিক আগেই রাজ্য বিধানসভায় শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি চাকরিতে ভন্নিয়ার সম্প্রদায় (Vanniyar community)-র জন্য ১০.০৫ শতাংশ সংরক্ষণের ঘোষণা করা হয়েছিল। কিন্তু এর পিছনে রাজনীতির টের পাননি কেউ। শনিবার জানা যায়, আসন্ন নির্বাচনে ভন্নিয়ার সম্প্রদায়ের সমর্থনপ্রাপ্ত পাত্তালি মাক্কাল কাটচি (Pattali Makkal Katchi) বা পিএমকে-র সঙ্গে জোট বাঁধছে শাসক দল এআইএডিএমকে (AIADMK)।

আগামী ৬ এপ্রিল তামিলনাড়ুতে বিধানসভা নির্বাচন (Tamil Nadu Assembly Election) হতে চলেছে। ফলঘোষণা হবে ২ মে। এরই আগে রাজ্য রাজনীতিতে বড় পরিবর্তন এল। গতকাল জোটসঙ্গী হওয়ার সিদ্ধান্তের পরই আজ আসন সমঝোতায় বৈঠকে বসেছে দুই দল। সূত্র অনুযায়ী, জিকে মাণির নেতৃত্বে পিএমকে(PMK)-র দখলে বর্তমানে একটিও আসন না থাকলেও তাঁরা আসন্ন নির্বাচনে ২৫টি আসনে লড়ার ইচ্ছে প্রকাশ করেছে। ২০১১ সালে ডিএমকে(DMK)-র সঙ্গে হাত মিলিয়ে পিএমকে তিনটি আসন জয় করেছিল। ২০১৬ সালের নির্বাচনে তারা ৩০টি আসনে লড়াই করলেও একটিও আসনে জিততে পারেননি।

এদিকে, পিএমকের পাশাপাশি অপর জোটসঙ্গী বিজেপি(BJP)-র সঙ্গেও আসন বিভাজন নিয়ে আলোচনায় বসেছে এআইএডিএমকে। আজ সকালেই কিষাণ রেড্ডি, ভিকে সিং, এল মুরুগান সহ একাধিক নেতৃত্ব মুখ্যমন্ত্রী ইকে পালানিস্বামী, উপমুখ্যমন্ত্রী ও পানিরসিলভম সহ এআইএডিএমকের শীর্ষনেতাদের সঙ্গে দেখা করেন। সূত্র অনুযায়ী, এপ্রিলের নির্বাচনে ২০টি আসনে লড়তে পারে বিজেপি।

আরও পড়ুন: ‘লাট্টু, গুলতি বিজ্ঞান শেখায়’, খেলনা মেলায় স্মৃতিমেদুর প্রধানমন্ত্রী

অন্যদিকে, বিরোধী দল ডিএমকে আসন বিভাজন নিয়ে ইতিমধ্যেই কংগ্রেস (Congress)-র সঙ্গে একদফা বৈঠক সেরে নিয়েছে। আগামী দু-তিনদিনের মধ্যেই দ্বিতীয় দফা বৈঠক হতে পারে বলে সূত্রের খবর। বৃহস্পতিবারের বৈঠকে কংগ্রেসের তরফে হাজির ছিলেন রণদীপ সিং সূর্যেওয়ালা, দীনেশ গুন্ডু রাও, ওম্মেন চণ্ডী ও স্থানীয় কিছু নেতারা।

আসন্ন নির্বাচনে ভাল ফল নিয়ে আশাবাদী অভিনেতা কমল হাসান (Kamal Hassan)-ও। তাঁর দল মাক্কাল নিধি মাইয়াম (Makkal Needhi Maiam)-এ সম্প্রতি যোগ দিয়েছেন এআইএডিএমকের বিধায়ক পালা কারুপ্পিয়া। নির্বাচনে তিনি প্রার্থী হিসাবে দাঁড়াবেন বলেও জানা গিয়েছে। এআইএডিএমকের সঙ্গে জোট বাঁধার আশা করলেও আজ অপর অভিনেতা আর শরতকুমার দেখা করেন কমল হাসানের সঙ্গে। তাঁর দল এআইএসএমকে একাই এগিয়ে যাবে বলে তিনি জানান।

প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতার জন্মদিনে তাঁরা ভিকে শশীকলা (VK Sashikala)-র সঙ্গেও দেখা করেন বলে জানা গিয়েছে। এদিকে, সম্প্রতি জেল থেকে মুক্তিপ্রাপ্ত শশীকলা পুরনো দলে ফেরার ইচ্ছে প্রকাশ করলেও এআইএডিএমকের তরফে সেই প্রস্তাব নাকচ করে দেওয়া হয়েছিল। এরপরই তিনি নিজের দল, আম্মা মাক্কাল মুনেত্রা কাজ়গাম গঠন করেন। তামিলনাড়ুর গদি দখলে তারা একসঙ্গে হাত মেলাবেন কিনা, তার দিকেই তাকিয়ে রাজনীতিবিদরা।

আরও পড়ুন: বোনের শ্লীলতাহানির প্রতিবাদ করতেই পেটে ধারাল অস্ত্রের কোপ দাদাকে

ইজরায়েল যেন রাফায় অভিযান চালিয়ে বিপর্যয় না ডেকে আনে!
ইজরায়েল যেন রাফায় অভিযান চালিয়ে বিপর্যয় না ডেকে আনে!
বাংলার সবচেয়ে জনপ্রিয় ইউটিউবার কিরণ দত্তের রচনাকে নিয়ে এ কী মন্তব্য!
বাংলার সবচেয়ে জনপ্রিয় ইউটিউবার কিরণ দত্তের রচনাকে নিয়ে এ কী মন্তব্য!
কেন এ রাজ্যে ঘাঁটি গাড়ে জঙ্গিরা?
কেন এ রাজ্যে ঘাঁটি গাড়ে জঙ্গিরা?
দুনিয়ার সবচেয়ে দামী নির্বাচন, কত খরচ ভোটের বিরিয়ানিতে?
দুনিয়ার সবচেয়ে দামী নির্বাচন, কত খরচ ভোটের বিরিয়ানিতে?
প্রখর রোদে প্রসেনজিতের ব্যাপারে কী বললেন ঋতুপর্ণা?
প্রখর রোদে প্রসেনজিতের ব্যাপারে কী বললেন ঋতুপর্ণা?
মহা ফ্যাসাদে ইমন চক্রবর্তী, পাপ যে বেড়েই চলেছে তাঁর!
মহা ফ্যাসাদে ইমন চক্রবর্তী, পাপ যে বেড়েই চলেছে তাঁর!
বাবা নাকি মা কার মতো দেখতে বিরাট-অনুষ্কার ছেলেকে? প্রত্যক্ষদর্শী জানাচ
বাবা নাকি মা কার মতো দেখতে বিরাট-অনুষ্কার ছেলেকে? প্রত্যক্ষদর্শী জানাচ
ইজরায়েলের টার্গেটে ইরানের পরমাণু কেন্দ্র
ইজরায়েলের টার্গেটে ইরানের পরমাণু কেন্দ্র
১৯৫২ থেকে ২০২৪, গণতন্ত্রের নানা চড়াই-উতরাই, নির্বাচনের নানা অজানা গল্প
১৯৫২ থেকে ২০২৪, গণতন্ত্রের নানা চড়াই-উতরাই, নির্বাচনের নানা অজানা গল্প
পরমাণু কর্মসূচি বন্ধ করার বিবৃতি এনেছিল চিন, আর নিজেরাই তা অমান্য করছে
পরমাণু কর্মসূচি বন্ধ করার বিবৃতি এনেছিল চিন, আর নিজেরাই তা অমান্য করছে