TN Minister Arrested: আর্থিক দুর্নীতি মামলায় গ্রেফতার, ইডির গাড়িতে কপাল চাপড়ে হাউহাউ করে কেঁদে ভাসালেন মন্ত্রী
Enforcement Directorate: মঙ্গলবারই তামিলনাড়ুর বিদ্যুৎ মন্ত্রীর বাড়িতে হানা দেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। দিনভর চলে তল্লাশি। সেই সময় বাড়িতেই উপস্থিত ছিলেন মন্ত্রী। তল্লাশির পর জেরা শুরু করা হয় সেথিল বালাজিকে।
চেন্নাই: মঙ্গলবার দিনভর তল্লাশি, জেরার পর অবশেষে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (Enforcement Directorate) হাতে গ্রেফতার হলেন তামিলনাড়ুর মন্ত্রী তথা ডিএমকে নেতা ভি সেথিল বালাজি (V Senthil Balaji)। আর্থিক দুর্নীতি মামলায় তাঁকে গ্রেফতার করা হয়েছে। মন্ত্রীর গ্রেফতারির পরই রাজ্যজুড়ে উত্তেজনা, শুরু হয়েছে রাজনৈতিক তরজাও। এদিকে, বুধবার সকালে তাঁকে স্বাস্থ্য পরীক্ষা করাতে নিয়ে যায় ইডি। সেখানে কান্নায় ভেঙে পড়েন মন্ত্রী। বুকে ব্যাথার অভিযোগও জানান তিনি। বর্তমানে তাঁকে আইসিইউ-তে ভর্তি করানো হয়েছে। অন্যদিকে, ক্যাবিনেট মন্ত্রীর গ্রেফতারির পরই জরুরি বৈঠকের ডাক দিয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন। এ দিন সকালে মুখ্যমন্ত্রী হাসপাতালে আসেন অসুস্থ মন্ত্রীর সঙ্গে দেখা করতে।
মঙ্গলবারই তামিলনাড়ুর বিদ্যুৎ মন্ত্রীর বাড়িতে হানা দেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। দিনভর চলে তল্লাশি। সেই সময় বাড়িতেই উপস্থিত ছিলেন মন্ত্রী। তল্লাশির পর জেরা শুরু করা হয় সেথিল বালাজিকে। রাত দেড়টা নাগাদ তদন্তকারী সংস্থার তরফে জানানো হয় টাকার বদলে চাকরির দুর্নীতির মামলায় গ্রেফতার করা হচ্ছে তাঁকে। এরপরই আসে নাটকীয় মোড়।
#WATCH | Tamil Nadu Electricity Minister V Senthil Balaji breaks down as ED officials took him into custody in connection with a money laundering case and brought him to Omandurar Government in Chennai for medical examination pic.twitter.com/aATSM9DQpu
— ANI (@ANI) June 13, 2023
মন্ত্রী দাবি করেন, তাঁর বুকে ব্যাথা হচ্ছে। সঙ্গে সঙ্গে তদন্তকারী সংস্থার আধিকারিকরা চেন্নাইয়ের ওমানদুরার সরকারি হাসপাতালে নিয়ে যান বালাজিকে। এদিকে, ততক্ষণে চাউর হয়ে যায় মন্ত্রীর গ্রেফতারি ও তারপর অসুস্থতার খবর। হাসপাতালের বাইরেই ইডির গাড়ি ঘিরে ফেলে ডিএমকে কর্মী-সমর্থকরা। গাড়ির ভিতরেই কান্নায় ভেঙে পড়েন মন্ত্রী। গাড়ির সিটে শুয়ে তাঁকে হাউহাউ করে কাঁদতে দেখা যায়। হাসপাতালের ভিতরে নিয়ে গিয়ে ইসিজি করানো হলে, রিপোর্টে অস্বাভাবিকতা পাওয়া গেলে তাঁকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে ভর্তি করানো হয়।
#WATCH | Tamil Nadu CM MK Stalin arrives at Omandurar government hospital to meet state minister Senthil Balaji, in Chennai
Balaji was admitted to the hospital after he was questioned by the Enforcement Directorate, in connection with a money laundering case. pic.twitter.com/gjXKzO7XwS
— ANI (@ANI) June 14, 2023
ডিএমকে সাংসদ তথা আইনজীবী এনআপ এলানগো জানান, সেথিল বালাজিকে আইসিইউতে ভর্তি করা হয়েছে। ইডি এখনও অবধি গ্রেফতারির অফিসিয়াল নোটিস দেওয়া হয়নি বলেও তিনি দাবি করেন। তিনি বলেন, “কেন ওঁকে গ্রেফতার করা হল, তা এখনও জানায়নি ইডি। গ্রেফতারির ক্ষেত্রে কোনও নিয়মও অনুসরণ করা হয়নি।”
#WATCH | The procedure adopted by Enforcement Directorate is totally illegal and unconstitutional. He was taken into custody by ED without informing him of the grounds of his arrest. We will fight this case legally: DMK MP and advocate, NR Elango on TN minister Senthil Balaji pic.twitter.com/oYWIhGcoBX
— ANI (@ANI) June 14, 2023
তামিলনাড়ুর ক্রীড়ামন্ত্রী তথা মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের ছেলে উদয়নিধি স্ট্যালিন বলেন, “সেথিল বালাজি হাসপাতালে ভর্তি। তাঁর চিকিৎসা চলছে। আমরা গোটা ঘটনাটি নিয়ে আইনি দিক থেকে লড়ব। বিজেপি ভীতি প্রদর্শন করে ডিএমকে-কে দমিয়ে রাখতে পারবে না।”
অভিযোগ, প্রয়াত নেত্রী জয়ললিতা মুখ্য়মন্ত্রী থাকাকালীনও মন্ত্রী ছিলেন সেথিল বালাজি। সেই সময় তিনি টাকার বদলে চাকরি দিয়েছিলেন তিনি। এই বিষয় নিয়ে ই়ডি তদন্ত শুরু করে, এদিকে মামলা সুপ্রিম কোর্ট অবধি গড়ায়। সম্প্রতিই শীর্ষ আদালতের তরফে ইডিকে তদন্ত জারি রাখার অনুমতি দেওয়া হয়। এরপর থেকেই আয়কর বিভাগ সেথিল বালাজির একাধিক ঘনিষ্ঠ সহকারীর বাড়িতে তল্লাশি চালিয়েছিল। মঙ্গলবার বালাজির বাড়িতে হাজির হয় ইডি। দিনভর তল্লাশির পরে মধ্য রাতে তাঁকে গ্রেফতার করা হয়।