Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

J&K Terrorist Attack: জম্মুর সেনা ছাউনিতে আত্মঘাতী হামলা, সংঘর্ষে নিকেশ ২ জঙ্গি, শহিদ ৩ জওয়ান

J&K Terrorist Attack: বৃহস্পতিবার সকালেই জম্মু-কাশ্মীরের রাজৌরিতে একটি সেনা ছাউনিতে আত্মঘাতী হামলা চালায় জঙ্গিরা। সেনা বাহিনীর সঙ্গে সংঘর্ষে দুই জঙ্গিকে নিকেশ করা হয়। শহিদ হন তিন জওয়ানও।

J&K Terrorist Attack: জম্মুর সেনা ছাউনিতে আত্মঘাতী হামলা, সংঘর্ষে নিকেশ ২ জঙ্গি, শহিদ ৩ জওয়ান
ফাইল ছবি:
Follow Us:
| Edited By: | Updated on: Aug 11, 2022 | 10:51 AM

শ্রীনগর: উপত্যকায় ফের জঙ্গি হামলা। এবার সেনা ছাউনিতেই আত্মঘাতী হামলা চালাল জঙ্গিরা। বৃহস্পতিবার সকালেই জম্মু-কাশ্মীরের রাজৌরিতে একটি সেনা ছাউনিতে আত্মঘাতী হামলা চালায় জঙ্গিরা। সেনা বাহিনীর সঙ্গে সংঘর্ষে দুই জঙ্গিকে নিকেশ করা হয়। শহিদ হন তিন জওয়ানও। কমপক্ষে ৫ জন জওয়ান আহত হয়েছেন বলে জানা গিয়েছে।

সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে, জম্মু-কাশ্মীরের রাজৌরি থেকে ২৫ কিলোমিটার দূরে সেনাছাউনিতে এদিন ভোরে হামলা চালায় জঙ্গিরা। প্রাথমিক সূত্রে জানা গিয়েছে, নিহত ওই দুই জঙ্গিই আত্মঘাতী হামলা চালিয়েছিল। অভিযুক্ত দুই জঙ্গিকে নিকেশ করা সম্ভব হলেও, ওই ঘটনায় ভারতীয় সেনাবাহিনীর তিন জওয়ান প্রাণ হারিয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও পাঁচজন জওয়ান। তাদের চিকিৎসার জন্য সেনা হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।

সেনাবাহিনীর বিবৃতি অনুযায়ী, রাজৌরি থেকে ২৫ কিলোমিটার দূরে ওই সেনা ছাউনি সেনাবাহিনীর যাবতীয় কার্যকলাপ পরিচালনার অন্যতম ঘাঁটি ছিল। এখনও সেনাবাহিনীর তরফে স্পষ্ট করে কিছু জানানো না হলেও, পরিকল্পনামাফিকই এই হামলা চালানো হয়েছিল। নিহত জঙ্গিরা কোন জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত, সে বিষয়েও এখনও কিছু জানা যায়নি। সকালে প্রায় ঘণ্টা খানেক জঙ্গি দমন অভিযান জারি ছিল।

সংবাদসংস্থা এএনআই-কে ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, এদিন সকালে রাজৌরির কাছে অবস্থিত পারগলে ভারতীয় সেনাবাহিনীর ওই গুরুত্বপূর্ণ বেস ক্যাম্পের উপরে আত্মঘাতী হামলার চেষ্টা করে সন্ত্রাসবাদীরা। দুই জঙ্গি কাঁটাতাঁরের বেড়া টপকে সেনাছাউনির ভিতরে ঢোকার চেষ্টা করেছিল। যদিও ক্যাম্পে ঢোকা মাত্রই দু পক্ষের মধ্যে তুমুল গুলির সংঘর্ষ শুরু হয়। বেশ কিছুক্ষণ গুলির লড়াই চলে। ওই দুই জঙ্গিকে নিকেশ করা সম্ভব হয়েছে।

সংঘর্ষে তিন জওয়ানের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন পাঁচজন। তাদের সেনা হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে চিকিৎসার জন্য। বর্তমানে ১৬ কর্পস কম্য়ান্ডার লেফটেন্যান্ট জেনারেল মানজিন্দর সিং ঘটনাস্থলের পরিদর্শন ও নজরদারি চালাচ্ছেন। অতিরিক্ত বাহিনীও পাঠানো হয়েছে। স্বাধীনতা দিবসের আগেই বড়সড় নাশকতার ছক কষেছিল জঙ্গিরা। তবে সেনাবাহিনীর তৎপরতায় সেই পরিকল্পনা বানচাল করা সম্ভব হয়েছে।

বৈঠকে আইটিসি হোটেলস, আসবে কোনও বিরাট খবর?
বৈঠকে আইটিসি হোটেলস, আসবে কোনও বিরাট খবর?
সামান্য বাড়ল দুই বেঞ্চমার্ক নিফটি-সেনসেক্স, পড়ল জাপানি সূচক নিক্কেই!
সামান্য বাড়ল দুই বেঞ্চমার্ক নিফটি-সেনসেক্স, পড়ল জাপানি সূচক নিক্কেই!
'নির্মম' হায়দরাবাদ ব্যাটিংয়ের বিরুদ্ধে ঋষভ পন্থদের অগ্নিপরীক্ষা!
'নির্মম' হায়দরাবাদ ব্যাটিংয়ের বিরুদ্ধে ঋষভ পন্থদের অগ্নিপরীক্ষা!
বিগ্নেশ থেকে দিগ্বেশ, আইপিএলে ম্যাজিক স্পিনার!
বিগ্নেশ থেকে দিগ্বেশ, আইপিএলে ম্যাজিক স্পিনার!
সেই মাঠ, যোগ হয়েছে ঈশান কিষাণ, ফায়ারিং স্কোয়াডের সামনে ঋষভ পন্থ?
সেই মাঠ, যোগ হয়েছে ঈশান কিষাণ, ফায়ারিং স্কোয়াডের সামনে ঋষভ পন্থ?
প্রীতি-পন্টিংয়ের মন কেড়ে আইপিএলে শুরুতেই ধামাকা!
প্রীতি-পন্টিংয়ের মন কেড়ে আইপিএলে শুরুতেই ধামাকা!
কোটি-কোটি টাকার বরাত, এবার বিনিয়োগকারীদের মালামাল করবে এই শেয়ার?
কোটি-কোটি টাকার বরাত, এবার বিনিয়োগকারীদের মালামাল করবে এই শেয়ার?
বাজার তলানিতে, ক্ষ্যাপা ষাঁড়ের মতো দৌড়তে প্রস্তুত এই সংস্থার শেয়ার!
বাজার তলানিতে, ক্ষ্যাপা ষাঁড়ের মতো দৌড়তে প্রস্তুত এই সংস্থার শেয়ার!
'তৃণমূল আসার পর বাংলায় RSS-এর শাখার সংখ্যা বেড়েছে ৬ গুন'
'তৃণমূল আসার পর বাংলায় RSS-এর শাখার সংখ্যা বেড়েছে ৬ গুন'
'গতবছর পশ্চিমবঙ্গের ২২২৭টি কোম্পানি ঠিকানা বদল করেছে'
'গতবছর পশ্চিমবঙ্গের ২২২৭টি কোম্পানি ঠিকানা বদল করেছে'