পাকিস্তানের গতিবিধি সম্পর্কে আমেরিকা, রাশিয়াকে জানাল দিল্লি
জম্মু ও কাশ্মীরের সাম্বা সেক্টরে যে সুড়ঙ্গের হদিশ মিলেছে তা থেকে আঁচ পাওয়া গিয়েছে কোন পথে ভারতে ঢুকছে জঙ্গিরা। সুড়ঙ্গটি পাকিস্তান রেঞ্জার্সের চকভুরা থেকে শুরু হয়েছে।
TV9 বাংলা ডিজিটাল: নাগরোটা নিয়ে এবার বিশ্বের দরবারে পাকিস্তানকে তুলোধনা দিল্লির। কীভাবে পাকিস্তান (Pakistan) সন্ত্রাস (Terror)-এ মদত দিচ্ছে আমেরিকা, রাশিয়া, ফ্রান্স, জাপানের কাছে তা তুলে ধরেন বিদেশ সচিব হর্ষ বর্ধন শৃঙ্গলা। সোমবার শৃঙ্গলা জানান, পাক আশ্রিত জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ (জেইএম) কীভাবে জম্মুর নাগরোটা (Nagrota)-য় হামলার ছক কষেছিল। যদিও সে ছক বানচাল করে দেয় নিরাপত্তা বাহিনী।
আরও পড়ুন: দুধের সরে ফুটে উঠল প্রীতিলতা, লক্ষ্মীবাঈ, ক্ষুদিরামের মুখ
সূত্রের খবর, ২০১৯ সালের ফেব্রুয়ারিতে পুলওয়ামা (Pulwama) হামলার পর থেকেই নানাভাবে ভারতে হামলার ছক কষছে জঙ্গিরা। নাগরোটার মতো ঘটনা সেই তত্ত্বেই সিলমোহর দেয়। গত সপ্তাহে নাগরোটায় (Nagrota) সন্দেহভাজন চার জইশ জঙ্গিকে নিকেষ করে ভারতীয় সেনা। একটি ট্রাকের মধ্যে লুকিয়ে ছিল তারা। বড় কোনও হামলার ছক নিয়েই তারা ভারতে প্রবেশ করেছিল বলেই সূত্রের খবর। যদিও ভারতীয় নিরাপত্তা বাহিনী তাদের যথাযথ জবাব দিয়েছে।
আরও পড়ুন: নারদা কাণ্ডে ফিরহাদ, মদন, প্রসূণকে নোটিস ইডির
সূত্রে মোতাবেক, জম্মু ও কাশ্মীর (Jammu and Kashmir)-এর সাম্বা সেক্টরে যে সুড়ঙ্গের হদিশ মিলেছে তা থেকে আঁচ পাওয়া গিয়েছে কোন পথে ভারতে ঢুকছে জঙ্গিরা। সুড়ঙ্গটি পাকিস্তান রেঞ্জার্সের চকভুরা থেকে শুরু হয়েছে। পাশাপাশি নাগরোটায় (Nagrota) জঙ্গিদের কাছ থেকে যে অস্ত্র পাওয়া গিয়েছে তা থেকেও এই ঘটনায় সীমান্তের ওপারের যে মদত রয়েছে তা স্পষ্ট।