Tomato Flu: ভারতের নয়া উদ্বেগ ‘টমেটো ফ্লু’, আক্রান্ত ৮২ শিশু, সতর্ক করল ল্যান্সেট
Tomato Flu: করোনাভাইরাস এবং মাঙ্কিপক্স মহামারির মধ্যে ভারতের নয়া উদ্বেগ 'টমেটো ফ্লু', এমনই জানাল 'দ্য ল্যানসেট রেসপিরেটরি জার্নালে'র একটি প্রতিবেদন। প্রতিবেদন অনুসারে এখনও পর্যন্ত ভারতের ৮২ জন শিশু এই রোগে আক্রান্ত।
নয়া দিল্লি: করোনভাইরাস এবং মাঙ্কিপক্স মহামারির মধ্যেই তৈরি হচ্ছে নয়া উদ্বেগ। হাত, পা এবং মুখের রোগ বা এইচএফএমডি সহজ ভাষায় ‘টমেটো ফ্লু’ নামেই পরিচিত। এখনও পর্যন্ত ভারতে এই ভাইরাল সংক্রমণের ৮২টি ঘটনা রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে, ‘দ্য ল্যান্সেট রেসপিরেটরি জার্নালে’র একটি প্রতিবেদন। এই প্রতিবেদন অনুসারে গত ৬ মে কেরলের কোল্লামে এক পাঁচ বছরের কম বয়সী এক শিশুর দেহে প্রথম এই ভাইরাস পাওয়া গিয়েছিল। তারপর থেকে ক্রমেই বেড়ে চলেছে আক্রান্তের সংখ্যা।
ল্যান্সেটের প্রতিবেদনে বলা হয়েছে, “আমরা কোভিড-১৯’এর চতুর্থ তরঙ্গের সম্ভাব্য উত্থানের সঙ্গে যেভাবে মোকাবিলা করছি, তেমনই টমেটো ফ্লু বা টমেটো জ্বর নামে পরিচিত এক নতুন ভাইরাস ভারতের কেরল রাজ্যে ৫ বছরের কম বয়সী শিশুদের মধ্যে ছড়িয়ে পড়ছে।” প্রতিবেদনে আরও বলা হয়েছে, সংক্রামক রোগটি কেরলের আরিয়ানকাভু এবং নেদুভাথুর অঞ্চলে ব্যাপকভাবে ছড়াচ্ছে। আরও বলা হয়েছে, এই রোগের উত্থান কেরলের প্রতিবেশী রাজ্য তামিলনাড়ু এবং কর্ণাটকেও উদ্বেগজনক পরিস্থিতিতে পৌঁছে গিয়েছে।
টমেটো ফ্লু বা টমেটো জ্বর কী?
টমেটো ফ্লু বা টমেটো জ্বর হল একটি বিরল ভাইরাস ঘটিত রোগ। এই রোগের পার্শ্বপ্রতিক্রিয়ায় গায়ে লাল রঙের ফুসকুড়ি হয়, ত্বকে জ্বালা করে এবং ডিহাইড্রেশন হয়। টমেটোর সঙ্গে এই সংক্রমণের কোনও সম্পর্ক নেই। তবে লাল রঙের ফুসকুড়িগুলি অনেকটাই টমেটোর মতো দেখতে বলে, এই রোগের নাম টমেটো ফ্লু হয়েছে। এখনও পর্যন্ত, টমেটো ফ্লু রোগ দেখা গিয়েছে ১ থেকে ৯ বছর বয়সী শিশুদের মধ্যেই। প্রাপ্তবয়স্কদের মধ্যে দেহে সাধারণত এই ভাইরাস সংক্রমণ থেকে রক্ষার জন্য যথেষ্ট শক্তিশালী রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।
টমেটো ফ্লু-এর লক্ষণ
ফুসকুড়ি এবং ত্বকে জ্বালা হওয়া ছাড়াও, এই ভাইরাল রোগের বেশ কয়েকটি সাধারণ লক্ষণ রয়েছে – মাত্রাতিরিক্ত জ্বর, মুখে বেদনাদায়ক ঘা, হাত-পা-নিতম্বে লালচে ফুসকুড়ি, শরীরে ব্যাথা, হাড়ের সংযোগ ফুলে যাওয়া, ডিহাইড্রেশন, শারীরিক ক্লান্তি ইত্যাদি। কোভিড-১৯’এর সঙ্গে এই রোগের উপসর্গের বেশ মিল থাকলেও, কোভিড-১৯’এর সঙ্গে এই রোগের কোনও সম্পর্ক নেই।
টমেটো ফ্লু-এর চিকিত্সা
টমেটো ফ্লু বা টমেটো জ্বরের কোনও নির্দিষ্ট ওষুধ নেই। এই রোগে আক্রান্তদের বিচ্ছিন্ন করে রাখা উচিত। কারণ, এটি অত্যন্ত সংক্রামক রোগ। একজনের থেকে অন্য ব্যক্তির দেহে দ্রুত ছড়িয়ে পড়ে। সংক্রামিতদের পাঁচ থেকে সাত দিন নিভৃতবাসে রাখতে বলেন চিকিৎসকরা। ফুসকুড়ি থেকে মুক্তি পেতে রোগীদের প্রচুর পরিমাণে তরল পান করতে হয় এবং একটি গরম জলে শরীর স্পঞ্জ করা উচিত।
কীভাবে টমেটো ফ্লু প্রতিরোধ করবেন
টমেটো ফ্লু-এর সংক্রমণ রোধ করতে স্যানিটাইজেশন এবং স্বাস্থ্যকর জীবনযাপন অপরিহার্য। যতক্ষণ না উপসর্গগুলি সম্পূর্ণভাবে কমে যায় সংক্রামিত শিশুদের অবশ্যই নিভৃতবাসে রাখতে হবে। তাদের খাবার, খেলনা, জামাকাপড় এবং অন্যান্য ব্যবহার্য জিনিসপত্রও আলাদা রাখতে হবে। সংক্রামিত শিশুদের ফুসকুড়ির স্পর্শ এবং আঁচড়ও এড়িয়ে চলতে হবে।
টমেটো ফ্লু হলে কী করবেন?
কোনও শিশুর দেহে ফ্লু-এর লক্ষণ দেখা দিলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। সংক্রামিত শিশু যাতে ফুসকুড়িগুলি না খোঁটাখুঁটি করে সেদিকে খেয়াল রাখতে হবে এবং শিশুকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। চিকিৎসকরা প্রচুর পরিমাণে জল খাওয়ার এবং বিশ্রামের পরামর্শ দিয়েছেন।