Nandankanan Zoo: লায়ন সাফারিতে গিয়ে সিংহের ডেরায় গর্তে পড়ে গেল পর্যটক বোঝাই বাস, তারপর…

Lion safari: নন্দনকাননে লায়ন সাফারিতে গিয়ে পর্যটকদের এমন ভয়াবহ অভিজ্ঞার সম্মুখীন হওয়ার ঘটনা অবশ্য এটা প্রথম নয়। ২০২১ সালেও পর্যটক বোঝাই একটি বাস লায়ন সাফারিতে গিয়ে কাদার মধ্যে আটকে পড়েছিল।

Nandankanan Zoo: লায়ন সাফারিতে গিয়ে সিংহের ডেরায় গর্তে পড়ে গেল পর্যটক বোঝাই বাস, তারপর...
নন্দনকাননে লায়ন সাফারিতে গিয়ে গর্তে পড়ে গেল পর্যটকদের বাস।
Follow Us:
| Edited By: | Updated on: Jul 09, 2023 | 6:44 PM

ভুবনেশ্বর: জাতীয় উদ্যানে ‘লায়ন সাফারি’, ‘টাইগার সাফারি’র ঘটনা বর্তমানে সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। কৌতূহলী পর্যটকেরা বাসে করে কাছ থেকে বাস, সিংহ দেখতে বেরোন। কিন্তু, রবিবার লায়ন সাফারি (Lion Safari) করতে বেরিয়ে এক ভয়াবহ ঘটনার সাক্ষী হলেন নন্দনকানন চিড়িয়াখানার (Nandankanan Zoological Park) একদল পর্যটক। সিংহ দেখতে গিয়ে একেবারে সিংহের গর্তে পড়ে গেলেন। শুনতে অবিশ্বাস্য লাগলেও বাস্তবে এমনই ঘটেছে ওড়িশার নন্দনকানন চিড়িয়াখানায়। লায়ন সাফারি করাতে বেরিয়ে সিংহের ডেরার ভিতরে একটি গর্তে পড়ে যায় পর্যটক বোঝাই বাস। সঙ্গে সঙ্গে সেই বাসটি ঘিরে ধরে সিংহের দল।

ঠিক কী ঘটেছিল?

নন্দনকানন সূত্রে জানা গিয়েছে, প্রতিদিনই পর্যটকদের বাসে করে সিংহের ডেরা ঘুরিয়ে দেখানো হয়, এককথায় যাকে বলে ‘লায়ন সাফারি’। এদিন সকালেও পর্যটকদের নিয়ে ‘লায়ন সাফারি’ করাতে বেরিয়েছিল একটি বাস। সিংহের ডেরায় ঢোকার পর হঠাৎ করেই বাসটি রাস্তার পাশে একটি গর্তে পড়ে যায়। সঙ্গে সঙ্গে বাসটি ঘিরে ধরে একদল সিংহ। কাচের দরজা-জানলা হওয়ায় সিংহের দল সরাসরি পর্যটকদের উপর আক্রমণ করতে পারেনি। তবে সিংহের দল যদি হামলা চালায় তাহলে যে কেউ রক্ষা পাবে না, সেটা বুঝতে কারও অসুবিধা হয়নি।

প্রাণ হাতে নিয়ে প্রায় ঘণ্টা খানেক সিংহের পালের মাঝে বাসের ভিতরে বসে থাকেন পর্যটকেরা। অবশেষে ঘণ্টা খানেক পর নন্দনকানন কর্তৃপক্ষের তরফে বিশেষ পদক্ষেপ করে সিংহের পাল সরিয়ে পর্যটক সহ বাসটি উদ্ধার করা হয়। হাড়হিম করা এই ঘটনায় বরাতজোরে কেউ হতাহত হননি। তবে আতঙ্ক ছড়িয়েছে। নন্দনকানন চিড়িয়াখানার সুরক্ষা ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠছে। যদিও এই বিষয়ে নন্দনকাননের তরফে কোনও বিবৃতি মেলেনি। তবে ঘটনার তদন্ত হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

প্রসঙ্গত, নন্দনকাননে লায়ন সাফারিতে গিয়ে পর্যটকদের এমন ভয়াবহ অভিজ্ঞার সম্মুখীন হওয়ার ঘটনা অবশ্য এটা প্রথম নয়। ২০২১ সালেও পর্যটক বোঝাই একটি বাস লায়ন সাফারিতে গিয়ে কাদার মধ্যে আটকে পড়েছিল। পরে অন্য বাসে করে যাত্রীদের নিরাপদে বের করে আনা হয়।