প্রজাতন্ত্র দিবসে ট্রাক্টর মিছিল হবেই! কেন্দ্রের বিরোধিতা সত্ত্বেও দাবি কৃষকদের

প্রজাতন্ত্র দিবসেই ট্রাক্টর মিছিল হবে, এবার তা সাফ জানিয়ে দিলেন আন্দোলনরত কৃষকরা। সরকার আইনি পথে কৃষকদের ট্রাক্টর মিছিলের বিরোধিতা করেছে। আগামিকাল সেই বিষয়ে সুপ্রিম কোর্টে সওয়াল জবাব চলবে।

প্রজাতন্ত্র দিবসে ট্রাক্টর মিছিল হবেই! কেন্দ্রের বিরোধিতা সত্ত্বেও দাবি কৃষকদের
ইতিমধ্যেই পঞ্জাব থেকে দিল্লির উদ্দেশে রওনা দিয়েছে কয়েকশো ট্রাক্টর।
Follow Us:
| Updated on: Jan 17, 2021 | 7:40 PM

নয়া দিল্লি: অনড় অন্নদাতারা। কৃষি আইন প্রত্যাহারের দাবিতে তাদের পূর্বঘোষিত ট্রাক্টর মিছিলে (Tractor rally) কোনও পরিবর্তন হবে না, প্রজাতন্ত্র দিবসেই ট্রাক্টর মিছিল হবে। এবার তা সাফ জানিয়ে দিলেন আন্দোলনরত কৃষকরা। সরকার আইনি পথে কৃষকদের ট্রাক্টর মিছিলের বিরোধিতা করেছে। আগামিকাল সেই বিষয়ে সুপ্রিম কোর্টে সওয়াল জবাব চলবে। তার আগেই কৃষকরা সাফ জানিয়ে দিলেন, প্রজাতন্ত্র দিবসেই ট্রাক্টর মিছিল হবে।

কৃষক আন্দোলনের সঙ্গে যুক্ত এমন ৪০ জনকে সমন পাঠিয়েছিল এনআইএ। যার কড়া নিন্দা করেন আন্দোলনরত কৃষকরা। এক কৃষক নেতা বলেন, “যাঁরা আন্দোলনে সহযোগিতা করছেন তাদের বিরুদ্ধে পদক্ষেপ করা হচ্ছে। আমরা এনআইএর কাজের কড়া নিন্দা করছি। আমরা এর বিরুদ্ধে আইনি পথে হাঁটব।” এনআইএ সমনের কড়া নিন্দা করেছে শিরোমনি অকালি দলের নেতা তথা পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রকাশ সিং বাদলও।

টুইটে তিনি জানিয়েছেন, এনআইএ বা ইডিকে দিয়ে ডেকে পাঠিয়ে কৃষক আন্দোলন ভাঙতে চাইছে সরকার। ওঁরা তো দেশদ্রোহী নয়, একথা বলে সরকারের বিরুদ্ধেই অভিযোগ তাঁর। কৃষক নেতারা জানিয়েছেন, ১০০০ ট্রাক্টরের মিছিল হবে। শান্তিপূর্ণ এই মিছিল রাজপথের কুচকাওয়াজে কোনও বিঘ্ন ঘটাবে না। কৃষক নেতাদের দাবি, যদি দিল্লি ও হরিয়ানা পুলিস সহযোগিতা করে, তাহলে এই মিছিলে অশান্তি হবে না।

আরও পড়ুন: অনুমোদন পেয়েছে কোভিশিল্ড, আরও চারটি করোনা ভ্যাকসিন আনছে সেরাম!

কেন্দ্র ও কৃষকদের মধ্যে ৯ দফায় বৈঠক হয়েছে। কিন্তু কোনও বারই রফাসূত্র মেলেনি। দশম দফার বৈঠক হওয়ার কথা মঙ্গলবার। তবে তার আগে কৃষিমন্ত্রী অবশ্য সুর চড়িয়ে বলেছেন, “অধিকাংশ কৃষকরাই কৃষি আইনের সমর্থনে।” যদিও সিঙ্গু সীমান্তে আন্দোলনরত কৃষকদের দাবি একটাই, তিনটি কৃষি আইনের প্রত্যাহার।