Haryana Road Accident: চালক ঘুমিয়ে পড়তেই ট্রাক ও বাসের সংঘর্ষ? হরিয়ানায় পথ দুর্ঘটনায় মৃত কমপক্ষে ৭, আহত ৪
Haryana Road Accident: হরিয়ানায় পথ দুর্ঘটনায় মৃত কমপক্ষে ৭। পুলিশের প্রাথমিক অনুমান ট্রাক চালক ঘুমিয়ে পড়ার ফলেই বাসের সঙ্গে সংঘর্ষ হয়।
আম্বালা: হরিয়ানার (Haryana) আম্বালায় (Ambala) ট্রাক ও বাসের সংঘর্ষে (Truck and Bus Collison) মৃত কমপক্ষে ৭ জন। আহত হয়েছেন ৪ জন। যমুনা নগর-পাঞ্চকুলা মহা সড়কে এই ঘটনা ঘটেছে বলে শনিবার জানিয়েছে পুলিশ। আহতদের সঙ্গে সঙ্গে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গতকাল শাহজ়াদপুর পুলিশ স্টেশনের সীমানার মধ্যেই এই দুর্ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে।
শাহজ়াদপুর পুলিশ স্টেশনের এসএইচও বীর বাহান সংবাদ সংস্থা এএনআই-কে জানিয়েছেন, যমুনা নগর-পাঞ্চকুলা মহা সড়কে গতকাল একটি মাল বোঝাই ট্রেইলার ট্রাক একটি বাসকে ধাক্কা মারে। এই ঘটনায় ৭ জনের মৃত্য়ু হয়েছে। এখনও হাসপাতালে ৪ জন চিকিৎসাধীন। বাসটি প্রায় ভেঙেচুড়ে গিয়েছে। এবং এই দুর্ঘটনার প্রতিঘাত এতটাই ছিল যে ট্রাকটি রাস্তার সম্পূর্ণ বিপরীত দিকে উল্টে পড়ে যায়। জানা গিয়েছে, বাসটি উত্তর প্রদেশের বরেলি থেকে হিমাচল প্রদেশের বাড্ডির দিকে যাচ্ছিল। সেই যাত্রাপথেই এত বড় দুর্ঘটনার মুখোমুখি হল। মৃতদের এখনও পর্যন্ত শনাক্ত করা হয়নি।
তবে শাহজ়াদপুর পুলিশ স্টেশনের এসএইচও বলেছেন, “প্রাথমিকভাবে মনে হচ্ছে ট্রাক চালাতে চালাতে ঘুমিয়ে পড়েছিলেন ট্রাক চালক। তারপরই বাসটিকে গিয়ে ধাক্কা মারে।” এই ঘটনায় দুই গাড়ির চালকই বিপন্মুক্ত। এই দুর্ঘটনায় পুলিশ পরবর্তী তদন্ত জারি রেখেছে বলে জানা যাচ্ছে।
উল্লেখ্য, আম্বালায় এই দুর্ঘটনা ছাড়াও শুক্রবার আরও দুটি পথ দুর্ঘটনার খবর মিলেছে। একদিনে মোট তিনটি পথ দুর্ঘটনায় হরিয়ানায় মোট ১৭ জনের মৃত্যু হয়েছে গতকাল। আহত হয়েছেন ২০ জন। সামালখাতে জাতিপুর গ্রামের কাছে ৪৪ নম্বর জাতীয় সড়কে মধ্যরাতে একটি দুর্ঘটনায় তিনজন মহিলার মৃত্যু হয়েছে এবং ১৬ জন আহত হয়েছেন। এদিকে ফরিদাবাদ-গুরুগ্রাম হাইওয়েতে মাঙ্গের চকের কাছে একটি ট্রাক ও গাড়ির সংঘর্ষে ৬ জন মারা গিয়েছেন। একদিনে পথ দুর্ঘটনায় মোট ১৭ জনের মৃত্যু হল হরিয়ানায়।