Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘শাসক দলের হাতের পুতুল পুলিশ’, প্রধানমন্ত্রী-রাষ্ট্রপতির কাছে অভিযোগ জানাবেন মানিক

Tripura Political Violence: বিধানসভার বিরোধী নেতা মানিক সরকার বলেন, "শাসক দল বিজেপি বিরোধীদের উপর যে অত্যাচার চলছে, তা রুখতে অক্ষম। পুলিশ ও প্রশাসন বর্তমানে শাসক দলের হাতের পুতুল হয়ে গিয়েছে।"

'শাসক দলের হাতের পুতুল পুলিশ', প্রধানমন্ত্রী-রাষ্ট্রপতির কাছে অভিযোগ জানাবেন মানিক
মানিক সরকার। ফাইল চিত্র।
Follow Us:
| Updated on: Jun 28, 2021 | 2:59 PM

আগরতলা: মুখ্যমন্ত্রী, রাজ্যপালকে অনুরোধ করেও কোনও লাভ হয়নি, তাই রাজনৈতিক হিংসা রুখতে এ বার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের দারস্থ হবেন বলে জানালেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। রবিবার আগরতলায় একটি সাংবাদিক বৈঠকে তিনি জানান, দলীয় কর্মীদের উপর যেভাবে প্রতিনিয়ত হামলা চলছে, অত্যাচার করা হচ্ছে, তা নিয়ে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ও রাজ্যপাল রমেশ বাইসকে জানানো হলেও তাঁরা কোনও আবেদনই শোনেননি।

বিধানসভার বিরোধী নেতা মানিক সরকার বলেন, “শাসক দল বিজেপি বিরোধীদের উপর যে অত্যাচার চলছে, তা রুখতে অক্ষম। পুলিশ ও প্রশাসন বর্তমানে শাসক দলের হাতের পুতুল হয়ে গিয়েছে। তাদের চোখের সামনে আইন ভাঙা হলেও কেবল নীরব দর্শকের ভূমিকাই পালন করেছেন তারা।”

তিনি জানান , সিপিএমের রাজ্য় কমিটির প্রতিনিধিরা মুখ্য়মন্ত্রী বিপ্লব কুমার দেব ও রাজ্যপাল রমেশ বাইসকে রাজ্যে ক্রমাগত চলা রাজনৈতিক হিংসার বিষয়ে জানাতে রাজভবনে গিয়েছিলেন। তখন তারা গোটা বিষয়ে পদক্ষেপ করা ও রাজনৈতিক হিংসা বন্ধ করার বিষয়ে আশ্বাস দিলেও বাস্তবে কোনও ফলই মেলেনি। ৩ মার্চের পর থেকে রাজ্যের বিরোধী নেতা-কর্মীদের বাড়িতে হামলা চালানোর কমপক্ষে ২০০টি ঘটনা ঘটেছে। রাজ্যপালের সঙ্গে দেখা করার পরও ৬০টিরও বেশি হামলার ঘটনা ঘটেছে।

বিজেপি সরকারের ব্যর্থতা তুলে ধরে মানিক সরকার বলেন, “বিগত দুই বছরে গণপিটুনি ও পুলিশি হেফাজতে মৃত্যুর ঘটনাও বেড়েছে। করোনা সংক্রমণ ও কার্ফুর মাঝেও সাধারণ মানুষ স্যানিটাইজ়ার, মাস্ক ও রেশন বিতরণে এগিয়ে এসেছিলেন। কিন্তু তাদেরও অনেককেই বিজেপির হিংসার শিকার হতে হয়েছে। যেহেতু মুখ্যমন্ত্রী ও রাজ্যপাল আমাদের কথা শুনছে না, তাই  এ বার প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির কাছেই আবেদন জানাব আমরা।”

আরও পড়ুন: বিমানঘাঁটিতে হামলা করেই ‘ভ্যানিশ’, কোত্থেকে এসেছিল ‘শক্তিশালী’ ড্রোন?

বৈঠকে আইটিসি হোটেলস, আসবে কোনও বিরাট খবর?
বৈঠকে আইটিসি হোটেলস, আসবে কোনও বিরাট খবর?
সামান্য বাড়ল দুই বেঞ্চমার্ক নিফটি-সেনসেক্স, পড়ল জাপানি সূচক নিক্কেই!
সামান্য বাড়ল দুই বেঞ্চমার্ক নিফটি-সেনসেক্স, পড়ল জাপানি সূচক নিক্কেই!
'নির্মম' হায়দরাবাদ ব্যাটিংয়ের বিরুদ্ধে ঋষভ পন্থদের অগ্নিপরীক্ষা!
'নির্মম' হায়দরাবাদ ব্যাটিংয়ের বিরুদ্ধে ঋষভ পন্থদের অগ্নিপরীক্ষা!
বিগ্নেশ থেকে দিগ্বেশ, আইপিএলে ম্যাজিক স্পিনার!
বিগ্নেশ থেকে দিগ্বেশ, আইপিএলে ম্যাজিক স্পিনার!
সেই মাঠ, যোগ হয়েছে ঈশান কিষাণ, ফায়ারিং স্কোয়াডের সামনে ঋষভ পন্থ?
সেই মাঠ, যোগ হয়েছে ঈশান কিষাণ, ফায়ারিং স্কোয়াডের সামনে ঋষভ পন্থ?
প্রীতি-পন্টিংয়ের মন কেড়ে আইপিএলে শুরুতেই ধামাকা!
প্রীতি-পন্টিংয়ের মন কেড়ে আইপিএলে শুরুতেই ধামাকা!
কোটি-কোটি টাকার বরাত, এবার বিনিয়োগকারীদের মালামাল করবে এই শেয়ার?
কোটি-কোটি টাকার বরাত, এবার বিনিয়োগকারীদের মালামাল করবে এই শেয়ার?
বাজার তলানিতে, ক্ষ্যাপা ষাঁড়ের মতো দৌড়তে প্রস্তুত এই সংস্থার শেয়ার!
বাজার তলানিতে, ক্ষ্যাপা ষাঁড়ের মতো দৌড়তে প্রস্তুত এই সংস্থার শেয়ার!
'তৃণমূল আসার পর বাংলায় RSS-এর শাখার সংখ্যা বেড়েছে ৬ গুন'
'তৃণমূল আসার পর বাংলায় RSS-এর শাখার সংখ্যা বেড়েছে ৬ গুন'
'গতবছর পশ্চিমবঙ্গের ২২২৭টি কোম্পানি ঠিকানা বদল করেছে'
'গতবছর পশ্চিমবঙ্গের ২২২৭টি কোম্পানি ঠিকানা বদল করেছে'