TRS on PM Modi’s Speech : ‘তাহলে সপুত্র রাজনাথকে বরখাস্ত করুন,’ মোদীকে কড়া প্রতিক্রিয়া টিআরএস-র
TRS on PM Modi's Speech : তেলঙ্গানায় গিয়ে সেখানকার ক্ষমতাসীন দল টিআরএসকে 'পরিবারবাদী' বলে সমালোচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিকে তাঁর বক্তব্যের পাল্টা আক্রমণ করল টিআরএস। টিআরএস মুখপাত্র বলেছেন, তাহলে ভারতীয় ক্রিকেটকে নেতৃত্ব দেওয়ার মতো জয় শাহ কে।
নয়া দিল্লি : বৃহস্পতিবার একটি অনুষ্ঠানে যোগ দিতে তেলঙ্গানায় গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হায়দরাবাদের সেই অনুষ্ঠান থেকে তিনি রাজ্যের ক্ষমতাসীন দল কে চন্দ্রশেখর রাওয়ের (KCR) তেলঙ্গানা রাষ্ট্রীয় সমিতি (TRS)কে আক্রমণ করেন। তেলঙ্গানার মুখ্য়মন্ত্রী কেসিআর এর ‘পরিবারবাদ’ ও ‘বংশবাদের’ রাজনীতির সমালোচনা করেন। তিনি অভিযোগ করেছেন, পরিবারবাদী রাজনৈতিক দলগুলির জন্য দেশের যুব সম্প্রদায় রাজনীতিতে সুযোগ পাচ্ছেন না। এবার প্রধানমন্ত্রীর মন্তব্যের পাল্টা জবাব দিল টিআরএস। তাঁদের অভিযোগ যে, নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রীর না হয়ে শুধুমাত্র একমাত্র বিজেপি নেতা হিসেবে কথা বলেছেন।
মোদীর পরিবারবাদের রাজনীতির অভিযোগে কেসিআর-র দলের মুখপাত্র কৃষাঙ্ক মান্নে বলেছেন, ‘ভারতীয় ক্রিকেটকে চালনা করার মতো কে জয় শাহ? তাঁরা যদি পরিবারবাদে বিশ্বাসী না হন তাহলে তাঁদের রাজনাথ সিং ও তাঁর ছেলেকেও বরখাস্ত করা উচিত।’ এক্ষেত্রে উল্লেখ্য, ভারতের শীর্ষ ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (BCCI) -র সেক্রেটারি হলেন জয় শাহ। অন্যদিকে তাঁর আরেকটি পরিচয়ও রয়েছে। তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ছেলে। তেলঙ্গানা ও অন্ধ্রপ্রদেশকে পৃথক রাজ্য করার দাবি নিয়ে দশক ধরে চলা আন্দোলন নিয়ে পরিবারবাদী দলের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন মোদী। কয়েক দশক ধরে পৃথক তেলঙ্গানা গঠনের আন্দোলনে মানুষ যে রক্ত ঝরিয়েছে সেই কথা মনে করে প্রধানমন্ত্রী বলেন, ‘এই আন্দোলন এই কারণে হয়নি যাতে একটা পরিবার এই রাজ্য শাসন করতে পারে।’ মোদীর এই বক্তব্য প্রসঙ্গে টিআরএস নেতা এক সংবাদ মাধ্যমে বলেছেন, ‘মোদী একথা বলছেন কারণ যারা তেলঙ্গানা আন্দোলনে অংশগ্রহণ করেছিল তারা কেসিআর-র মতো জয়ী হয়েছে।’
উল্লেখ্য, ইন্ডিয়ান স্কুল অব বিজনেসে একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করতে হায়দরাবাদ গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখান থেকেই কেসিআর এর পরিবাদের সমালোচনায় সরব হন তিনি। তিনি এদিন বলেছেন, ‘গণতন্ত্রের সবথেকে বড় শত্রু হল পরিবারবাদ।’