তালিবান-পাক যোগে সতর্ক দিল্লি, আট্টারি চেকপোস্টে বসছে ট্রাক স্ক্যানার
Attari Check Post : ট্রাকের ভিতরে কোথাও কোনও অস্ত্র, গোলা-বারুদ বা অন্য কোনও বেআইনি বস্তু লুকিয়ে রাখলে এই স্ক্যানারে তা ধরা পড়ে যাবে।
নয়াদিল্লি : পাকিস্তান এবং আফগানিস্তানের পরিস্থিতির উপর সমানে নজর রেখে চলছে ভারত। প্রতিটি গতিবিধির উপর কড়া নজরদারি চালানো হচ্ছে। বিশেষ করে ইসলামাবাদ তালিবানকে সমর্থনের কথা বলার পর থেকে আরও সজাগ দিল্লি। নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হচ্ছে। ভারত-পাক সীমান্তে আট্টারি স্থলবন্দরের চেক পোস্টে বসানো হয়েছে তেজস্ক্রিয়তা শনাক্তকরণের বিশেষ যন্ত্র (Radiation Detection Equipment)। ভারতে কোনও স্থলবন্দরে এই প্রথম এই ধরনের কোনও যন্ত্র বসানো হল।
ভারতের স্থলবন্দর নিগমের চেয়ারম্যান আদিত্য মিশ্র জানিয়েছেন, এই যন্ত্রটি আসলে একটি ট্রাককে সম্পূর্ণভাবে স্ক্যান করতে পারে। এই স্ক্যানারটি আসলে একটি এক্স রে-র মতো কাজ করে। ট্রাকের ভিতরে কোথাও কোনও অস্ত্র, গোলা-বারুদ বা অন্য কোনও বেআইনি বস্তু লুকিয়ে রাখলে এই স্ক্যানারে তা ধরা পড়ে যাবে। এর পাশাপাশি যদি কোনও তেজস্ক্রিয় পদার্থ পাচারের চেষ্টা করা হয়, সেটিও ধরা পড়ে যাবে এই স্ক্যানারে।
তালিবান এখনও পর্যন্ত ভারতের বিষয়ে নেতিবাচক কিছু বলেনি। কিন্তু তাও নিরাপত্তা ব্যবস্থায় কোনও ঘাটতি রাখতে চাইছে না দিল্লি। পাকিস্তান শুরু থেকেই তালিবানকে সমর্থন করে আসছে। এই পরিস্থিতিতে জঙ্গি কার্যকলাপের জন্য আফগানিস্তানের মাটিকে ব্যবহার করা হতে পারে বলে আশঙ্কা করছেন অনেকে। সেক্ষেত্রে আফগানিস্তান থেকে পাকিস্তান হয়ে ভারতে নাশকতার ছক তৈরি আরও সহজ হতে পারে। আর সেই কারণেই পাকিস্তান সীমান্তে আরও বেশি করে নজর রাখছে দিল্লি।
বুধবার আল-কায়দা জঙ্গিগোষ্ঠী তালিবানকে আফগানিস্তান দখলের অভিনন্দন জানিয়েছে। মার্কিন সেনা কাবুল বিমানবন্দর ছেড়ে যাওয়ার চব্বিশ ঘণ্টা কাটতে না কাটতেই আল কায়দা এক বিবৃতি জারি করেছে। সেখানে তালিবানকে আফগানিস্তান দখলের অভিবাদন জানানো পাশাপাশি বেশ কিছু মুসলিম অধ্যুষিত এলাকাকে ‘শত্রুদের’ থেকে মুক্ত করার ডাক দিয়েছে আল কায়েদা। তালিকায় প্যালেস্টাইন, লেভান্ত, সোমালিয়া, ইয়েমেনের পাশাপাশি কাশ্মীরেরও নাম রয়েছে। কাশ্মীর ইস্যুতে পাকিস্তান বরাবর নাক গলিয়ে আসছে। কূটনৈতিক বিশেষজ্ঞদের একাংশের মতে, এই পরিস্থিতিতে তালিবানও যদি কাশ্মীর প্রসঙ্গে ইসলামাবাদের দেখানো পথে হাঁটতে শুরু করে, সেই চিন্তাও একেবারে মাথা থেকে বের করে দিতে পারছে না দিল্লি।
শুধু তাই নয়, কোনওরকম বেআইনি সামগ্রী সীমান্ত পারাপার করতে গেলেও চোরাচালানকারীরা ধরা পড়ে যাবে এই স্ক্যানারে।
এই মূহুর্তে পাকিস্তানের সঙ্গে স্থল বাণিজ্য বন্ধ রয়েছে। কিন্তু পাকিস্তানের উপর দিয়ে আফগানিস্তানের সঙ্গে বাণিজ্য চালু রয়েছে। আট্টারি স্থলবন্দর হয়ে আফগানিস্তানের সঙ্গে বাণিজ্য চলছে ভারতের। প্রতিদিন ফল ও বাদাম-আখরোট বোঝাই প্রায় ৩০ টি ট্রাক আফগানিস্তান থেকে ভারতে আসে।
সেই সুযোগকে কাজে লাগিয়ে যাতে কোনও জঙ্গি সংগঠন নাশকতার ছক তৈরি করতে না পারে, তা নিশ্চিত করতেই তেজস্ক্রিয়তা শনাক্তকরণের বিশেষ যন্ত্র বসানো হয়েছে আট্টারি সীমান্তে। আরও পড়ুন : কাশ্মীরে হামলা চালাতে সলতে পাকাচ্ছে আল কায়দা, তাল কাটছে তালিবান