কৃষক আন্দোলন নিয়ে টুইট, প্রায় আড়াইশো অ্যাকাউন্ট সাময়িক বন্ধ করল কর্তৃপক্ষ
কিসান একতা মোর্চা, মানিক গয়াল, জাট জংশনের মতো কমবেশি ২৫০টি টুইটার অ্যাকাউন্ট সাময়িক ভাবে বন্ধ করে দিল টুইটার কর্তৃপক্ষ।
দিল্লি: কৃষক আন্দোলনের হয়ে সওয়াল করা কিসান একতা মোর্চা, মানিক গয়াল, জাট জংশনের মতো কমবেশি ২৫০টি টুইটার অ্যাকাউন্ট সাময়িক ভাবে বন্ধ করে দিল টুইটার কর্তৃপক্ষ। এই সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলি থেকে কেন্দ্রের তিন কৃষি আইনের বিপক্ষে সমানে প্রচার করা হচ্ছিল বলে অভিযোগ। জানা গিয়েছে, কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রকের কাছ থেকে আইনি নোটিস পাওয়ার প্রেক্ষিতে সংশ্লিষ্ট অ্যাকাউন্টগুলি সাময়িক ভাবে বন্ধ করে দিয়েছে টুইটার।
মোদী সরকারের নয়া কৃষি আইনের বিরোধিতায় গত দু’ মাস ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন কৃষকরা। সেই সঙ্গে সোশ্যাল মিডিয়াতেও কয়েকশো অ্যাকাউন্ট থেকে লাগাতার #ModiPlanningFarmerGenocide-এর মতো নির্দিষ্ট কিছু হ্যাশট্যাগ প্রচার চালানো হচ্ছিল। এই টুইট বার্তাগুলি উস্কানিমূলক বলে কেন্দ্রের তরফে অভিযোগ করা হয়েছে। তাই আইন-শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে কেন্দ্রের আবেদন মাফিক এই অ্যাকাউন্টগুলি টুইটার বন্ধ করে দিয়েছে বলে খবর।
আরও পড়ুন: মহম্মদ সেলিমের অ্যাকাউন্ট বন্ধ করল টুইটার! কেন?
প্রসঙ্গত, কিছুদিন ধরে কৃষক আন্দোলনস্থলগুলিতে ইন্টারনেট পরিষেবা সম্পূর্ণ বন্ধ। যা নিয়ে ক্ষোভ বাড়ছে আন্দোলনকারীদের। তাঁদের অভিযোগ, সত্যকে চাপা দেওয়া এবং কৃষক আন্দোলনের গতি স্তব্ধ করে দিতে পরিকল্পনামাফিক এই পদক্ষেপ করা হয়েছে। এদিনই আবার সিপিএম পলিটব্যুরো সদস্য মহম্মদ সেলিমের টুইটার অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া নিয়ে তীব্র প্রতিক্রিয়া দিয়েছে রাজ্য সিপিএম নেতৃত্ব। এছাড়াও ক্যারাভান ম্যাগাজিন, প্রসার ভারতী সিইও শশী শেখর ভেমপতি, আম আদমি পার্টির বিধায়ক জারনাইল সিং প্রমুখের টুইটার অ্যাকাউন্টও সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে বলে খবর। সেলিম-সহ কৃষি আন্দোলনের বিরুদ্ধে প্রচার চালানো অন্যান্যদের টুইটার অ্যাকাউন্ট বন্ধ নিয়ে টুইটারেরই প্রতিবাদ করেছেন সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র।
ভারতের সংবিধান দেশের নাগরিকদের যে মৌলিক অধিকারগুলো দিয়েছে তা মোদী সরকারের আমলে বার বার আক্রান্ত হয়েছে। মহম্মদ সেলিম ও অন্যদের টুইটার বন্ধ করা তার নবতম দৃষ্টান্ত। আইনি ও সবরকম লড়াই হবে। প্রতিবাদ না করলে শাসক দলের লোকজনও এই আক্রমণ থেকে রেহাই পাবেন না। ব্যাপকতম প্রতিরোধ চাই। pic.twitter.com/CKic86AVkw
— Surjya Kanta Mishra (@mishra_surjya) February 1, 2021
প্রজাতন্ত্র দিবসে কৃষকদের ট্রাক্টর র্যালি নিয়ে অগ্নিগর্ভ পরিস্থিতির সৃষ্টি হয় রাজধানী দিল্লিতে। এরপরেই উত্তরপ্রদেশ, হরিয়ানা রাজ্য়ের বিভিন্ন জায়গা থেকে আন্দোলনকারীদের উঠে যাওয়ার নির্দেশ দেয় প্রশাসন। অন্যদিকে আন্দোলনকারীরাও অনড় অবস্থান নিয়েছেন। এই পরিস্থিতিতে সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে বিভ্রান্তিমূলক তথ্য ছড়ানোর অভিযোগে শতাধিক টুইটার হ্যান্ডেল বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ।