Zelenskyy-Modi Phone Call: ‘শান্তির ফর্মুলা প্রয়োগে ভারতের সাহায্য চাই’, মোদীকে ফোন জ়েলেনস্কির

Zelenskyy calls PM Modi: জি২০ গোষ্ঠীর সভাপতি হিসেবে ভারতের সাফল্য কামনা করলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জ়েলেনস্কি। সোমবার, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করলেন জ়েলেনস্কি।

Zelenskyy-Modi Phone Call: 'শান্তির ফর্মুলা প্রয়োগে ভারতের সাহায্য চাই', মোদীকে ফোন জ়েলেনস্কির
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করেন জ়েলেনস্কি
Follow Us:
| Edited By: | Updated on: Dec 26, 2022 | 8:56 PM

কিয়েভ / নয়া দিল্লি: জি২০ গোষ্ঠীর সভাপতি হিসেবে ভারতের সাফল্য কামনা করলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জ়েলেনস্কি। সোমবার, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করেন জ়েলেনস্কি। টুইট করে জ়েলেনস্কি বলেছেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ফোনে কথা বলেছি। জি২০ সভাপতিত্ব সফল হোক কামনা করেছি। এই প্ল্যাটফর্মে আমি শান্তির ফর্মুলা দিয়েছিলাম। এখন আমি সেই ফর্মুলার প্রয়োগে ভারতের অংশগ্রহণের উপর নির্ভর করছি। রাষ্ট্রসঙ্ঘে মানবিক সহায়তা এবং সমর্থনের জন্য ভারতকে ধন্যবাদ।” গত ১ ডিসেম্বর সরকারিভাবে জি২০ গোষ্ঠীর সভাপতিত্ব গ্রহণ করেছে। ভারতীয় পক্ষ থেকে অবশ্য এখনও পর্যন্ত এই কথোপকথন নিয়ে কিছু জানানো হয়নি।

জি২০ বা গ্রুপ অব টোয়েন্টি হল ভারতের উন্নত এবং উন্নয়নশীল অর্থনীতিগুলির একটি আন্তর্জাতিক গোষ্ঠী। আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, চিন, ফ্রান্স, জার্মানি, ভারত, ইন্দোনেশিয়া, ইতালি, জাপান, মেক্সিকো, রাশিয়া, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া, তুরস্ক, ব্রিটেন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের দেশগুলি এই গোষ্ঠীর সদস্য। গত নভেম্বর মাসে ইন্দোনেশিয়ার বালিতে আয়োজিত জি২০ শীর্ষ সম্মেলনে শান্তির ‘ফর্মুলা’ হিসেবে ১০ দফা পদক্ষেপ করার কথা বলেছিলেন। এই ১০ দফার ফর্মুলায় বিকিরণ এবং পারমাণবিক নিরাপত্তা, খাদ্য নিরাপত্তা, জ্বালানি নিরাপত্তা, রাশিয়া থেকে সমস্ত বন্দি এবং নির্বাসিতদের মুক্তি, রাষ্ট্রসঙ্ঘের সনদ বাস্তবায়ন এবং ইউক্রেনের আঞ্চলিক অখণ্ডতা ও বৈশ্বিক অর্থনৈতিক ব্যবস্থার পুনরুদ্ধার, রুশ সেনা প্রত্যাহার এবং শত্রুতার অবসান, ন্যায়বিচার, যুদ্ধের সমাপ্তির নিশ্চিত করার মতো বিষয় তুলে ধরা হয়েছিল।

এর আগে গত ৪ অক্টোবর জেলেনস্কির সঙ্গে শেষবার ফোনে কথা বলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি সাফ জানিয়েছিলেন, ইউক্রেন সমস্যার “কোনও সামরিক সমাধান” হতে পারে না। তিনি আরও বলেছিলেন, যে কোনও শান্তি প্রচেষ্টায় অবদান রাখতে প্রস্তুত ভারত। ইউক্রেন যুদ্ধের প্রেক্ষিতে ভারত এখনও পর্যন্ত রুশ আগ্রাসনের নিন্দা করেনি। তবে বারবারই ভারত বলেছে, কূটনৈতিক পথে আলাপ-আলোচনার মাধ্যমেই এই সংকটের সমাধান করতে হবে। গত ১৬ ডিসেম্বর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোনে কথা বলার সময়ও প্রধানমন্ত্রী মোদী কূটনৈতিক সমাধানের উপর জোর দিয়েছিলেন। এই প্রসঙ্গে তাঁর মন্তব্য, “এটা যুদ্ধের যুগ নয়”, জি২০ শীর্ষসম্মেলনের অঙ্গীকারপত্রেও অন্তর্ভুক্ত করা হয়েছে।