Health Ministry: ‘যে কোনও পরিস্থিতির সঙ্গে লড়তে প্রস্তুত’, চিনের মহামারী নিয়ে বিবৃতি জারি স্বাস্থ্য মন্ত্রকের
China's Pneumonia Outbreak: স্বাস্থ্য় মন্ত্রকের তরফে বিবৃতি জারি করে বলা হয়, "চিনে শিশুদের ফুসফুসে সংক্রমণ ও বার্ড ফ্লু সংক্রমণ পরিস্থিতির উপরে নজর রাখা হচ্ছে। ভারতে এই দুই সংক্রমণ ছড়িয়ে পড়ার সম্ভাবনা খুবই কম। তবে বর্তমান পরিস্থিতির উপরে নজর রেখে ভারত যেকোনও পরিস্থিতির সঙ্গেই লড়াই করতে প্রস্তুত।"
নয়া দিল্লি: চিনে ফের ছড়াচ্ছে মারণ রোগ। করোনার পর মহামারীর রূপ নিচ্ছে অজানা নিউমোনিয়া (Pneumonia)। হাজার হাজার মানুষ, বিশেষ করে শিশুরা আক্রান্ত হচ্ছে এই নিউমোনিয়ায়। পাশাপাশি বাড়ছে এইচ৯এন২ সংক্রমণও। জোড়া রোগের প্রাদুর্ভাবে কুপোকাত জিনপিংয়ের দেশ। চিনের এই অজানা নিউমোনিয়া নিয়ে সতর্কতা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও। এই পরিস্থিতিতে এবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফেও চিনের সংক্রমণ পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হল। এ দিন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়, চিনে শিশুদের মধ্যে ছড়িয়ে পড়া ফুসফুসের সংক্রমণ ও এইচ৯এন২ সংক্রমণের উপরে কড়া নজর রাখা হচ্ছে।
এ দিন স্বাস্থ্য মন্ত্রকের তরফে বিবৃতি জারি করে বলা হয়, “চিনে শিশুদের ফুসফুসে সংক্রমণ ও বার্ড ফ্লু সংক্রমণ পরিস্থিতির উপরে নজর রাখা হচ্ছে। ভারতে এই দুই সংক্রমণ ছড়িয়ে পড়ার সম্ভাবনা খুবই কম। তবে বর্তমান পরিস্থিতির উপরে নজর রেখে ভারত যেকোনও পরিস্থিতির সঙ্গেই লড়াই করতে প্রস্তুত।”
উত্তর চিনে বিগত কয়েক সপ্তাহ ধরে নিউমোনিয়া সংক্রমণ ছড়িয়েছে। তবে এখনও অবধি অজানা কোনও প্যাথোজেনের হদিস পাওয়া যায়নি। স্বাস্থ্য মন্ত্রক এই সংক্রমণের উপরে কড়া নজর রাখছে।
স্বাস্থ্য মন্ত্রকের তরফে বিবৃতিতে জানানো হয়েছে, চলতি বছরের অক্টোবরে চিনে মানবদেহে এইচ৯এন২ সংক্রমণের হদিস মেলার পরই সম্প্রতি ডিরেক্টরেট জেনারেল অব হেলথ সার্ভিস দেশে এই সংক্রমণের সম্ভাবনা ও সংক্রমণ প্রতিরোধে প্রস্তুতি নিয়ে বৈঠক করেছে। বিশ্ব স্বাস্থ্য় সংস্থার মূল্যায়ন অনুযায়ী, মানবদেহ থেকে মানবদেহে সংক্রমণ ও এইচ৯এন২ সংক্রমণে মৃত্যুর হার তুলনামূলকভাবে অনেকটাই কম। হু-র তরফে মানুষ, পাখি ও বন্য়প্রাণীর উপরে নজরদারির পরামর্শটিও গ্রহণ করা হয়েছে।
কেন্দ্রের তরফে আরও জানানো হয়, ভারত যে কোনও জনস্বাস্থ্য ইমার্জেন্সি পরিস্থিতি মোকাবিলা করতে প্রস্তুত। কেন্দ্র স্বাস্থ্যক্ষেত্রে ব্যাপক পরিবর্তন ও উন্নয়ন করেছে, বিশেষ করে করোনাকালের পর থেকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে পিএম আয়ুষ্মান ভারত স্বাস্থ্য প্রকল্পও সমস্ত স্বাস্থ্য ক্ষেত্র ও প্রতিষ্ঠানকে একছাতার নীচে আনতে ও স্বাস্থ্যক্ষেত্রে উন্নতির লক্ষ্যে কাজ করছে।
প্রসঙ্গত, চিনের নিউমোনিয়া পরিস্থিতি নিয়ে গতকালই বিশ্ব স্বাস্থ্য় সংস্থার তরফে বলা হয়, সংক্রমণ নিয়ে আরও তথ্য জানার প্রয়োজন। চিনের কাছ থেকে এই বিষয়ে তথ্য জানতে চাওয়া হয়েছে। আপাতত সাধারণ মানুষকে মাস্ক পরা, সামাজিক দূরত্ব বজায় রাখার মতো স্বাস্থ্যবিধি অনুসরণ করতে বলা হয়েছে। নিউমোনিয়ার কোনও উপসর্গ দেখা দিলে সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নিতে বলা হয়েছে।