Uttarkashi Tunnel Rescue: শ্রমিকদের কাছে পৌঁছতে আর কতক্ষণ সময় লাগবে, জানালেন ভাস্কর খুলবে
Bhaskar Khulbe: গতকাল উদ্ধারকাজ বন্ধ হওয়ার কারণও ব্যাখ্যা করেন প্রধানমন্ত্রীর দফতরের প্রাক্তন উপদেষ্টা। তিনি বলেন, "যে প্ল্যাটফর্মের উপর মূল মেশিন রয়েছে, সেটার ভিত কিছুটা দুর্বল হয়ে গিয়েছিল। মেশিন চালানোর জন্য ভিত মজবুত হওয়া প্রয়োজন। সেই কারণে প্ল্যাটফর্ম পাল্টাতে হয়েছে। তাই কিছুটা সময় লেগেছে।"
উত্তরকাশী: ফের শুরু হল উত্তরকাশীর উদ্ধারকাজ। বৃহস্পতিবার রাতে অগার মেশিন যে প্ল্যাটফর্মে রাখা ছিল, তাতে ফাটল ধরায় উদ্ধারকাজ থামিয়ে দিতে হয়। আজ দুপুর থেকে ফের শুরু হল উদ্ধারকাজ। টিভি ৯ বাংলাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে প্রধানমন্ত্রীর দফতরের প্রাক্তন উপদেষ্টা ভাস্কর খুলবে জানান, সুড়ঙ্গের ভিতরে আটকে থাকা ৪১ শ্রমিকের কাছে পৌঁছতে আরও ১২ থেকে ১৫ ঘণ্টা সময় লেগে যাবে।
এ দিন ভাস্কর খুলবে বলেন, “গতকাল অগার মেশিন রাখার প্ল্যাটফর্মে ফাটল ধরায় উদ্ধারকাজ বন্ধ রাখা হয়। আবার আজ থেকে ড্রিলিং শুরু হয়েছে। আরও তিনটি পাইপ লাগানোর কাজ শুরু হবে। আপাতত ৫ মিটারের মধ্যে আর কোনও ধাতব রড বা গার্ডার নেই। ফলে খননে খুব একটা সমস্যা হবে না।”
গতকাল উদ্ধারকাজ বন্ধ হওয়ার কারণও ব্যাখ্যা করেন প্রধানমন্ত্রীর দফতরের প্রাক্তন উপদেষ্টা। তিনি বলেন, “যে প্ল্যাটফর্মের উপর মূল মেশিন রয়েছে, সেটার ভিত কিছুটা দুর্বল হয়ে গিয়েছিল। মেশিন চালানোর জন্য ভিত মজবুত হওয়া প্রয়োজন। সেই কারণে প্ল্যাটফর্ম পাল্টাতে হয়েছে। তাই কিছুটা সময় লেগেছে। এই প্ল্যাটফর্ম বদল করার জন্য অগার মেশিন, যে মেশিনটি দিয়ে খনন করা হচ্ছে, তা বাইরে বের করে আনতে হয়েছে। তারপর ভিতরে লোক পাঠাতে হয়েছে।”
তিনি আরও বলেন, “সুড়ঙ্গের প্রবেশের মুখে থাকা পাইপও ক্ষতিগ্রস্ত হয়েছিল। তবে ওই ক্ষতিগ্রস্ত পাইপটিকে আর বের করার দরকার ছিল না। তাই কেবল ১.২৫ মিটার পাইপ কেটে বের করা হয়েছে। এর ফলে এত সময় লেগেছে। আবার ড্রিলিংয়ের কাজ শুরু হবে।”