Amit Shah: ‘ভোট ব্যাঙ্কের রাজনীতি আমরা করি না’, মোদী সরকারের ‘আসল’ লক্ষ্য কী, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

Union Government: কেন্দ্রীয় সরকারের কাজের প্রশংসা করে বলেন, "আমরা ভোট ব্যাঙ্কের রাজনীতি করি না। আপনারা কখনও দেখবেন না কেবল জনগণকে খুশি করতে বা তারা যে সিদ্ধান্ত পছন্দ করবেন, এমন সিদ্ধান্ত গ্রহণ করতে।"

Amit Shah: 'ভোট ব্যাঙ্কের রাজনীতি আমরা করি না', মোদী সরকারের 'আসল' লক্ষ্য কী, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
নাগপুরের অনুষ্ঠানে অমিত শাহ। ছবি:PTI
Follow Us:
| Edited By: | Updated on: Feb 19, 2023 | 6:20 AM

নাগপুর: ২০২৩ জুড়ে শুধুই বইবে ভোটের হাওয়া। ২০২৪ সালেই রয়েছে লোকসভা নির্বাচন(Lok Sabha Election 2024)। তার আগে ২০২৩ সালে একাধিক রাজ্যেই বিধানসভা নির্বাচন (Assembly Election 2023) রয়েছে। ত্রিপুরায় ভোট গ্রহণ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে, আগামী সপ্তাহেই নির্বাচন মেঘালয় ও নাগাল্যান্ডে। এরপরে কর্নাটক, মধ্য প্রদেশ থেকে শুরু করে রাজস্থান, তেলঙ্গানা, একাধিক রাজ্যেই বিধানসভা নির্বাচন হবে। এই ভোট আবহেই বড় দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর। ভোট ব্যাঙ্কের রাজনীতিতে কখনও জড়ায় না মোদী সরকার। শনিবার এমনটাই দাবি করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ(Amit Shah)। মহারাষ্ট্রের নাগপুরে একটি অনুষ্ঠানে তিনি বলেন, “মোদী সরকারের যাবতীয় সিদ্ধান্তই জনগণের বৃহত্তর স্বার্থ ও উন্নয়নের কথা মাথায় রেখে গ্রহণ করা হয়। আমরা কখনও ভোট ব্যাঙ্কের রাজনীতি করি না।”

তিন দিনের মহারাষ্ট্র সফরে গিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শনিবার লোকমত মিডিয়া গ্রুপের প্রতিষ্ঠাতা তথা স্বাধীনতা সংগ্রামী জওহরলাল দারদার জন্ম শতবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দেন তিনি। সেখানেই তিনি কেন্দ্রীয় সরকারের কাজের প্রশংসা করে বলেন, “আমরা ভোট ব্যাঙ্কের রাজনীতি করি না। আপনারা কখনও দেখবেন না কেবল জনগণকে খুশি করতে বা তারা যে সিদ্ধান্ত পছন্দ করবেন, এমন সিদ্ধান্ত গ্রহণ করতে। আমাদের সরকার এমন সিদ্ধান্ত গ্রহণ করে যা সাধারণ মানুষের জন্য মঙ্গলকারক। জনতাকে খুশি করার মতো সিদ্ধান্ত সহজেই নেওয়া যায়, কিন্তু জনসাধারণের মঙ্গলের কথা মাথায় রেখে কঠোর সিদ্ধান্ত নেওয়াই আসলে চ্যালেঞ্জ।”

তিনি আরও বলেন, “স্বাধীনতার ৭৫তম বর্ষপূর্তি উপলক্ষে কেন্দ্রীয় সরকারের তরফে যে আজাদি কা অমৃত মহোৎসবের সূচনা করা হয়েছে, তা শুধুমাত্র সরকারি অনুষ্ঠান নয়, এটা একটা উদযাপন যেখানে দেশের ১৩০ কোটি মানুষ অংশগ্রহণ করবেন। এটা আমাদের বর্ণময় অতীত, স্বাধীনতা সংগ্রাম ও স্বাধীনতা পরবর্তী সময়ে একাধিক সাফল্যকে তুলে ধরবে, যা পরবর্তী প্রজন্মকেও অনুপ্রাণিত করবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিমধ্য়েই নিজের দৃষ্টিভঙ্গি রেখেছেন যে আগামী ২৫ বছরে ভারতে কী কী পরিবর্তন আসবে এবং স্বাধীনতার ১০০ বছর কেমন হবে।”