UP Boat Capsizes: ‘বহু মানুষ ভেসে থাকার চেষ্টা করছিল’…মাঝ যমুনায় মর্মান্তিক পরিণতি, কত লম্বা হবে মৃত্যু-মিছিল?

Uttar Pradesh Banda Boat Capsizes: বৃহস্পতিবার (১১ অগস্ট) উত্তরপ্রদেশের বান্দা জেলার মার্কা এলাকায় যমুনা নদীতে একটি নৌকা ডুবে গিয়ে অন্তত চারজনের মৃত্যু হয়েছে। আরও বেশ কয়েকজন এখনও নিখোঁজ।

UP Boat Capsizes: 'বহু মানুষ ভেসে থাকার চেষ্টা করছিল'...মাঝ যমুনায় মর্মান্তিক পরিণতি, কত লম্বা হবে মৃত্যু-মিছিল?
শিশু-সহ অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে
Follow Us:
| Edited By: | Updated on: Aug 11, 2022 | 7:44 PM

লখনউ: বৃহস্পতিবার (১১ অগস্ট) উত্তরপ্রদেশের বান্দা জেলার মার্কা এলাকায় যমুনা নদীতে একটি নৌকা ডুবে গিয়ে অন্তত চারজনের মৃত্যু হয়েছে। আরও বেশ কয়েকজন এখনও নিখোঁজ। তাদের মধ্যে বেশ কয়েকজন শিশু রয়েছে বলে পুলিশের অনুমান। পুলিশ সুপার অভিনন্দন জানিয়েছেন, নৌকাটিতে অন্তত ৩০ থেকে ৩৫ জন যাত্রী ছিলেন। অন্তত জনা ২০ যাত্রীর সলিল সমাধী ঘটেছে বলে আশঙ্কা করা হচ্ছে।

স্থানীয় পুলিশ জানিয়েছে নৌকাটি মার্কা থেকে ফতেহপুর জেলার জারাউলি ঘাটে যাচ্ছিল। সেই সময় প্রবল ঝোড়ো হাওয়া দিচ্ছিল। সেই ঝোড়ো হাওয়ার দাপটেই নৌকোটি উল্টে গিয়েছে বলে অনুমান পুলিশের। অতিরিক্ত পুলিশ সুপার লক্ষ্মী নিবাস মিশ্র জানিয়েছেন, ৭ থেকে ৮ জন যাত্রী সাঁতরে নিরাপদে পারে এসে পৌঁছেছেন। বাকিদের সকলেই মৃত বলে আশঙ্কা করা হচ্ছে। তবে এখনও পর্যন্ত মৃতদেহ উদ্ধার করা গিয়েছে ৪ জনের। বাকিদের সন্ধান ও উদ্ধারের কাজ চলছে। নিখোঁজদের সন্ধানে ডুবুরিদের সাহায্য নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

ইতিমধ্যে, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই ঘটনার প্রেক্ষিতে শোক প্রকাশ করেছেন। তিনি জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবিলম্বে ঘটনাস্থলে গিয়ে ত্রাণ ও উদ্ধারকাজ তদারকির নির্দেশ দিয়েছেন। মুখ্যমন্ত্রী জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর দলগুলিকেও ঘটনাস্থলে যাওয়ার নির্দেশ দিয়েছেন। আহতরা যাতে সর্বোত্তম চিকিৎসা পায় তা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনিক কর্মকর্তাদের।

প্রসঙ্গত মার্কা ও আশেপাশের এলাকার মানুষদের কাছে, নিকটবর্তী শহরগুলিতে পৌঁছানোর একমাত্র মাধ্যম হল নৌকা। সাঁতরে পারে উঠে আসা ভাগ্যবান ব্যক্তিদের একজন হলেন ফতেহপুরের অশোধা বারুই এলাকার বাসিন্দা ৩০ বছরের রাজ করণ পাসওয়ান। তিনি জানিয়েছেন, ঝোড়ো হাওয়ার কারণে যমুনা নদীতে প্রবল স্রোত ছিল। স্রোতের টানে নৌকাটি নদীর একেবারে মাঝখানে চলে গিয়েছিল। হিন্দুস্তান টাইমস পোর্টালের এক প্রতিবেদনে ওই ব্যক্তিকে উদ্ধৃত করে বলা হয়েছে, “নৌকাটি কাঁপতে শুরু করল এবং উল্টে গেল। আমি নৌকা থেকে লাফ দিয়ে সাঁতার কাটতে শুরু করেছিলাম। সাঁতার কাটতে কাটতে আমি দেখতে পাচ্ছিলাম যে আমার আশপাশে বহু মানুষ ভেসে থাকার চেষ্টা করছিল।”