Vande Bharat: ৩৮টি টানেল, ৯২৭টি পুলের উপর দিয়ে ছুটবে বন্দে ভারত, দিনক্ষণ জানালেন মন্ত্রী
Vande Bharat: কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ১৯ এপ্রিল উধমপুরে পৌঁছবেন। বিশ্বের সর্বোচ্চ রেল সেতুটি পরিদর্শন করার পর উদ্বোধন করবেন তিনি। রেল সংযোগ প্রকল্পটি সম্পন্ন হয়েছে গত মাসেই।

নয়া দিল্লি: একের পর এক রেকর্ড পার করছে বন্দে ভারত এক্সপ্রেস। এবার আরও এক ইতিহাসের অপেক্ষায় বন্দে ভারত। কাটরা থেকে কাশ্মীর প্রথমবার ছুটবে বন্দে ভারত। আগামী ১৯ এপ্রিল থেকে ট্রেন চলাচল শুরু হবে। কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং টুইটার (এখন এক্স) অ্যাকাউন্টে এই তথ্য দিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ট্রেনের সূচনা করবেন।
জম্মু-কাটরা-শ্রীনগর বন্দে ভারত এক্সপ্রেস প্রাথমিকভাবে কাটরা স্টেশন থেকে চালানো হচ্ছে। ২৭২ কিলোমিটার দীর্ঘ উধমপুর-শ্রীনগর-বারামুল্লা রেল প্রকল্পের কাজ শেষ হওয়ার পর চালু হচ্ছে এই ট্রেন। এই রেল প্রকল্পের মাঝে পড়বে ৩৮টি টানেল, ৯২৭টি সেতু।
কাশ্মীরের সঙ্গে সংযোগকারী এই রেল প্রকল্প ১৯৯৭ সালে শুরু হয়েছিল। কিন্তু, আবহাওয়া সহ অনেক চ্যালেঞ্জ ছিল। ফলে বেশ কয়েকবার স্থগিত হয়ে গিয়েছিল সেই প্রকল্প। রেল সংযোগ প্রকল্পে ৯২৭টি সেতুও অন্তর্ভুক্ত হয়েছে, যার মোট দৈর্ঘ্য ১৩ কিলোমিটার। এর মধ্যে রয়েছে চেনাব সেতু, যার মোট দৈর্ঘ্য ১,৩১৫ মিটার এবং একটি আর্চ স্প্যান ৪৬৭ মিটার। নদীর উপরে ৩৫৯ মিটার লম্বা সেতু রয়েছে।
কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ১৯ এপ্রিল উধমপুরে পৌঁছবেন। বিশ্বের সর্বোচ্চ রেল সেতুটি পরিদর্শন করার পর উদ্বোধন করবেন তিনি। রেল সংযোগ প্রকল্পটি সম্পন্ন হয়েছে গত মাসেই। ট্রেনটি পরীক্ষামূলকভাবে চালানোও হয়েছে। এই ট্রেন চালু হলে জম্মু এবং শ্রীনগরের মধ্যে ভ্রমণের সময় উল্লেখযোগ্যভাবে কমবে।





