Mukesh Ambani Death Threat: ‘দেশের সেরা শ্যুটার আছে আমাদের কাছে’, খুনের হুমকি পেলেন মুকেশ অম্বানী

Death Threat: শাদাব খান নামক এক ব্যক্তির ইমেইল আইডি থেকে এই হুমকি বার্তা এসেছিল। মুকেশ অম্বানীর নিরাপত্তারক্ষীই প্রথম উড়ো মেসেজ দেখতে পান। তারপরই গামদেভি পুলিশ স্টেশনে অজ্ঞাত পরিচয় ব্যক্তির বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৮৭ ও ৫০৬(২) ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে।

Mukesh Ambani Death Threat: 'দেশের সেরা শ্যুটার আছে আমাদের কাছে', খুনের হুমকি পেলেন  মুকেশ অম্বানী
ফাইল চিত্রImage Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Oct 28, 2023 | 12:37 PM

মুম্বই: দেশের সবথেকে বড় শিল্পপতি তথা ধনকুবের মুকেশ অম্বানীকে খুনের হুমকি! ২০ কোটি টাকা না দিলে মুকেশ অম্বানীকে খুন করা হবে, ইমেইল মারফত এমনই হুমকি দেওয়া হল। পুলিশের তরফে জানানো হয়েছে, চলতি সপ্তাহেই এই উড়ো ইমেইল পেয়েছেন মুকেশ অম্বানী। ইতিমধ্য়েই ঘটনার তদন্ত শুরু হয়েছে।

জানা গিয়েছে, গত ২৭ অক্টোবর শিল্পপতি মুকেশ অম্বানীর কাছে একটি ইমেইল আসে। তাতে লেখা, “যদি আমাদের ২০ কোটি টাকা না দেন, তবে আমরা আপনাকে খুন করব। আমাদের দেশে সবথেকে সেরা শ্যুটার রয়েছে।”

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, শাদাব খান নামক এক ব্যক্তির ইমেইল আইডি থেকে এই হুমকি বার্তা এসেছিল। মুকেশ অম্বানীর নিরাপত্তারক্ষীই প্রথম উড়ো মেসেজ দেখতে পান। তারপরই গামদেভি পুলিশ স্টেশনে অজ্ঞাত পরিচয় ব্যক্তির বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৮৭ ও ৫০৬(২) ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে।

প্রসঙ্গত, এই প্রথম নয়, এর আগেও একাধিকবার খুনের হুমকি পেয়েছেন মুকেশ অম্বানী। গত বছরই মুম্বই পুলিশ বিহার থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করে মুকেশ অম্বানী ও তাঁর পরিবারকে খুন করার হুমকি দেওয়ার অভিযোগে। এইচএন রিলায়েন্স ফাউন্ডেশন ও মুকেশ অম্বানীর বাসভবন অ্যান্টিলিয়া উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছিলেন ওই ব্যক্তি। তার আগে, ২০২১ সালে অ্যান্টিলিয়ার সামনে থেকে বিস্ফোরক বোঝাই একটি এসইউভি গাড়ি আটক করা হয়। যে ব্যবসায়ীর গাড়ি ছিল, তাঁর দেহ দিন কয়েক পরেই থানের একটি ঝিল থেকে উদ্ধার করা হয়।