CV Ananda Bose: রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে চলেছেন রাজ্যপাল, কোনও নয়া নির্দেশ আসতে চলেছে?

RG Kar Medical: আরজি করে এক ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণ ও খুনের অভিযোগ ঘিরে উত্তাল গোটা রাজ্য। প্রতিবাদে, বিক্ষোভে পথে নেমেছে স্কুল কলেজের পড়ুয়া থেকে আইনজীবী, ডাক্তার, অভিনেতা অভিনেত্রী, সঙ্গীতশিল্পীরা। বিভিন্ন স্তরের মানুষ নিজেদের মতো করে প্রতিবাদ জানাচ্ছেন। সকলেরই একটাই দাবি, বিচার পাক নির্যাতিতার পরিবার।

CV Ananda Bose: রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে চলেছেন রাজ্যপাল, কোনও নয়া নির্দেশ আসতে চলেছে?
রাজ্যপাল সিভি আনন্দ বোস। (ফাইল ছবি)Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Aug 20, 2024 | 9:32 AM

নয়া দিল্লি: সোমবারই নয়া দিল্লিতে যান রাজ্যপাল সিভি আনন্দ বোস। তাঁর এই রাজধানী সফর ঘিরে নানামহলে চর্চা শুরু হয়। সূত্রের খবর, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে আজ দেখা করতে পারেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সূত্রের দাবি, আরজি করের ঘটনা নিয়েই রাষ্ট্রপতির সঙ্গে দেখা করবেন তিনি। বৈঠকের সম্ভাবনা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গেও। আরজি করে ডাক্তারি পড়ুয়ার মৃত্যুকে কেন্দ্র করে যে পরিস্থিতি তৈরি হয়েছে শহরে, আইনশৃঙ্খলা নিয়ে বিস্তারিত রিপোর্ট দেবেন রাজ্যপাল।

আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)

আরজি করে এক ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণ ও খুনের অভিযোগ ঘিরে উত্তাল গোটা রাজ্য। প্রতিবাদে, বিক্ষোভে পথে নেমেছে স্কুল কলেজের পড়ুয়া থেকে আইনজীবী, ডাক্তার, অভিনেতা অভিনেত্রী, সঙ্গীতশিল্পীরা। বিভিন্ন স্তরের মানুষ নিজেদের মতো করে প্রতিবাদ জানাচ্ছেন। সকলেরই একটাই দাবি, বিচার পাক নির্যাতিতার পরিবার।

টানা কর্মবিরতির পথে হাঁটছেন ডাক্তাররা। নার্স, স্বাস্থ্যকর্মীরাও একই পথে। কার্যত বিশৃঙ্খল পরিস্থিতি স্বাস্থ্যক্ষেত্রে। সিনিয়র চিকিৎসকরা পরিষেবা দিলেও, সরকারি হাসপাতালগুলিতে যে সংখ্যক রোগী থাকেন, সেই তুলনায় সিনিয়র চিকিৎসকরা একা পরিষেবা দিলে তা কিছুই না।

এই আবহে আজ রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে পারেন রাজ্যপাল। নারীর নিরাপত্তা নিয়ে এর আগে একাধিকবার প্রকাশ্যেই নিজের বক্তব্য রেখেছেন সিভি আনন্দ বোস। মহিলাদের নিরাপত্তায় কোনওরকম সমঝোতা করা যাবে না, বারবার বার্তা দিয়েছেন। আরজি করের ঘটনার পর এবার রাষ্ট্রপতি, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে কোন আর্জি নিয়ে হাজির হচ্ছেন রাজ্যপাল, সেদিকেই নজর সকলের।