Rahul Gandhi On Life Partner: কেমন জীবনসঙ্গিনী পছন্দ রাহুল গান্ধীর? কী ধরনের মহিলাকে বিয়ে করতে চান?

Rahul Gandhi On Life Partner: কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বিয়ের জন্য অনেকেই অপেক্ষা করছেন। শেষ পর্যন্ত কার গলায় মালা পরাবেন তিনি?

| Edited By: | Updated on: Dec 28, 2022 | 11:18 PM
দেখতে দেখতে ৫২ বছর বয়স হয়ে গেল কংগ্রেস নেতা রাহুল গান্ধীর। তাঁর বিয়ের জন্য অনেকেই অপেক্ষা করছেন। তিনি কবে বিয়ে করবেন? তার থেকেও বড় প্রশ্ন হল কাকে বিয়ে করবেন?

দেখতে দেখতে ৫২ বছর বয়স হয়ে গেল কংগ্রেস নেতা রাহুল গান্ধীর। তাঁর বিয়ের জন্য অনেকেই অপেক্ষা করছেন। তিনি কবে বিয়ে করবেন? তার থেকেও বড় প্রশ্ন হল কাকে বিয়ে করবেন?

1 / 10
সম্প্রতি নিজে মুখেই কংগ্রেস সাংসদ জানিয়েছেন, তিনি কেমন জীবনসঙ্গিনী চান। এক জনপ্রিয় ইউটিউব চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে রাহুল গান্ধী এই কথা জানিয়েছেন।

সম্প্রতি নিজে মুখেই কংগ্রেস সাংসদ জানিয়েছেন, তিনি কেমন জীবনসঙ্গিনী চান। এক জনপ্রিয় ইউটিউব চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে রাহুল গান্ধী এই কথা জানিয়েছেন।

2 / 10
 ফাইল ছবি

ফাইল ছবি

3 / 10
এরপর রাহুলের কাছে জানতে চাওয়া হয়েছিল, ইন্দিরা গান্ধীর মতো গুণসম্পন্ন কোনও মহিলাকেই কি তিনি বিয়ে করতে চান? কী বললেন রাহুল এই প্রশ্নের উত্তরে?

এরপর রাহুলের কাছে জানতে চাওয়া হয়েছিল, ইন্দিরা গান্ধীর মতো গুণসম্পন্ন কোনও মহিলাকেই কি তিনি বিয়ে করতে চান? কী বললেন রাহুল এই প্রশ্নের উত্তরে?

4 / 10
রাহুল জানান, প্রশ্নটা বেশ মজার। তিনি বলেন, তিনি এমন একজন মহিলাকে বিয়ে করতে চান, যাঁর মধ্যে তাঁর ঠাকুমা ইন্দিরা গান্ধী এবং মা সনিয়া গান্ধী - দুজনেরই গুণাবলীর মিশেল ঘটেছে।

রাহুল জানান, প্রশ্নটা বেশ মজার। তিনি বলেন, তিনি এমন একজন মহিলাকে বিয়ে করতে চান, যাঁর মধ্যে তাঁর ঠাকুমা ইন্দিরা গান্ধী এবং মা সনিয়া গান্ধী - দুজনেরই গুণাবলীর মিশেল ঘটেছে।

5 / 10
তিনি আরও জানিয়েছেন, কেউ তাঁকে পাপ্পু বলে ডাকলে তাঁর খারাপ লাগে না। কারণ এটা তাঁর বিরুদ্ধে হওয়া অপপ্রচারেরই একটা অংশ। যারা এই জাতীয় কথা বলে, রাহুলের মতে তারা আসলে নিজেদের নিয়েই অসন্তুষ্ট এবং ভীত।

তিনি আরও জানিয়েছেন, কেউ তাঁকে পাপ্পু বলে ডাকলে তাঁর খারাপ লাগে না। কারণ এটা তাঁর বিরুদ্ধে হওয়া অপপ্রচারেরই একটা অংশ। যারা এই জাতীয় কথা বলে, রাহুলের মতে তারা আসলে নিজেদের নিয়েই অসন্তুষ্ট এবং ভীত।

6 / 10
রাহুল গান্ধী দাবি করেছেন, তিনি কাউকে ঘৃণা করেন না। তিনি বলেন, "আপনি আমাকে যতই গালি দিন, তবু আমি আপনাকে ঘৃণা করব না।"

রাহুল গান্ধী দাবি করেছেন, তিনি কাউকে ঘৃণা করেন না। তিনি বলেন, "আপনি আমাকে যতই গালি দিন, তবু আমি আপনাকে ঘৃণা করব না।"

7 / 10
এই সাক্ষাৎকারে তিনি তাঁর গাড়ি-বাইকের পছন্দ-অপছন্দ নিয়েও বিস্তারিত আলোচনা করেছেন। তিনি জানিয়েছেন, তাঁর ব্যক্তিগত কোন গাড়ি নেই। তাঁর মায়ের একটি গাড়ি রয়েছে।

এই সাক্ষাৎকারে তিনি তাঁর গাড়ি-বাইকের পছন্দ-অপছন্দ নিয়েও বিস্তারিত আলোচনা করেছেন। তিনি জানিয়েছেন, তাঁর ব্যক্তিগত কোন গাড়ি নেই। তাঁর মায়ের একটি গাড়ি রয়েছে।

8 / 10
তিনি তাঁর দু-চাকা প্রীতির কথাও জানিয়েছেন। বাইকের ক্ষেত্রে রয়্যাল এনফিল্ডের থেকেও তাঁর বেশি পছন্দ ইয়ামাহা সংস্থার বাইকগুলি। তবে, তাঁর আরও বেশি পছন্দ পুরোনো দিনের দু-চাকাগুলিই। তিনি জানিয়েছেন, লন্ডনে থাকাকালীন তাঁর একটি আরএস ২০ বাইক ছিল। আর ছিল একটা ল্যামব্রেটা স্কুটার। তিনি সাইকেল চালাতেও পছন্দ করেন বলে জানিয়েছেন রাহুল গান্ধী।

তিনি তাঁর দু-চাকা প্রীতির কথাও জানিয়েছেন। বাইকের ক্ষেত্রে রয়্যাল এনফিল্ডের থেকেও তাঁর বেশি পছন্দ ইয়ামাহা সংস্থার বাইকগুলি। তবে, তাঁর আরও বেশি পছন্দ পুরোনো দিনের দু-চাকাগুলিই। তিনি জানিয়েছেন, লন্ডনে থাকাকালীন তাঁর একটি আরএস ২০ বাইক ছিল। আর ছিল একটা ল্যামব্রেটা স্কুটার। তিনি সাইকেল চালাতেও পছন্দ করেন বলে জানিয়েছেন রাহুল গান্ধী।

9 / 10
কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বিয়ের জন্য অনেকেই অপেক্ষা করছেন। শেষ পর্যন্ত কার গলায় মালা পরাবেন তিনি? ইন্দিরা-সনিয়ার গুণের মিশেলের জীবনসঙ্গিনী তিনি পাবেন? তবে এই সব প্রশ্নই আপাতত অনেক দূরের। বর্তমানে কংগ্রেস নেতা ব্যস্ত আছেন, দলের এযাবৎকালের মধ্যে সবথেকে বড় কর্মসূচি 'ভারত জোড়ো যাত্রা' নিয়ে। যাত্রা পথে গোঁফ-দাড়ি না কেটে নিজের চেহারাই বদলে ফেলেছেন রাহুল।

কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বিয়ের জন্য অনেকেই অপেক্ষা করছেন। শেষ পর্যন্ত কার গলায় মালা পরাবেন তিনি? ইন্দিরা-সনিয়ার গুণের মিশেলের জীবনসঙ্গিনী তিনি পাবেন? তবে এই সব প্রশ্নই আপাতত অনেক দূরের। বর্তমানে কংগ্রেস নেতা ব্যস্ত আছেন, দলের এযাবৎকালের মধ্যে সবথেকে বড় কর্মসূচি 'ভারত জোড়ো যাত্রা' নিয়ে। যাত্রা পথে গোঁফ-দাড়ি না কেটে নিজের চেহারাই বদলে ফেলেছেন রাহুল।

10 / 10
Follow Us: