বিশ্বের বৃহত্তম করোনা টিকাকরণ অভিযানের শুরুতে শুভেচ্ছা জানাল হু
প্রথম দিনের কর্মসূচির বিবরণী দিয়ে আরও একটি টুইটে হু-র তরফে জানানো হয়, দেশের ৩০০৬ টি কেন্দ্রে ১০০ জন করে ব্যক্তিকে প্রথম দিনে করোনা টিকা দেওয়া হবে।
নয়া দিল্লি: বিশ্বের বৃহত্তম গণটিকাকরণ প্রক্রিয়া শুরু হয়েছে ভারতে, তাই শুভেচ্ছা বার্তা এল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (World Health Organization)-র তরফ থেকেও। শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) প্রথম দফার গণটিকাকরণ কর্মসূচির সূচনা করার পরই হু (WHO)-র দক্ষিণ-পূর্ব এশিয়ার অফিস থেকে টিাকরণের একাধিক ছবি পোস্ট করে শুভেচ্ছা জানানো হয়।
টুইট বার্তায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে বলা হয়, “ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোভিড-১৯ টিকাকরণ কর্মসূচির উদ্বোধন করলেন। প্রথম দফায় দেশের তিন কোটি স্বাস্থ্যকর্মী ও প্রথম সারির যোদ্ধাদের টিকা দেওয়া হবে।”
India’s ?? Prime Minister @narendramodi today launched #COVID19Vaccination targeting 300 million priority groups, including #healthcare and #frontlineworkers, in the first phase. #LargestVaccinationDrive #IndiaFightsCorona pic.twitter.com/VqSufmtEw4
— WHO South-East Asia (@WHOSEARO) January 16, 2021
পরবর্তী টুইটে বলা হয়, “প্রথম দফার টিকাকরণ কর্মসূচিতে এক কোটি স্বাস্থ্যকর্মী, দুই কোটি প্রথম সারির যোদ্ধা এবং ২৭ কোটিরও বেশি নাগরিক, যাদের বয়স ৫০ বছরের উর্দ্ধে বা কো-মর্ডিবিটি রয়েছে, তাঁদের ভ্যাকসিন দেওয়া হবে।”
আরও পড়ুন: ভয় কাটাতে নিজের গায়েও সূচ ফোটালেন সিরাম কর্তা আদার পুনাওয়ালা
প্রথম দিনের কর্মসূচির বিবরণী দিয়ে আরও একটি টুইটে হু-র তরফে জানানো হয়, দেশের ৩০০৬ টি কেন্দ্রে ১০০ জন করে ব্যক্তিকে প্রথম দিনে করোনা টিকা দেওয়া হবে।
Around 100 persons will get #Covid19Vaccination at each of India’s 3,006 sites on the inaugural day of the #LargestVaccinationDrive #IndiaFightsCorona #Unite2FightCorona pic.twitter.com/MIohYlvt4U
— WHO South-East Asia (@WHOSEARO) January 16, 2021
শনিবার সকাল সাড়ে ১০টায় ভার্চুয়াল মাধ্যমে টিকাকরণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বেলা ১১টায় দেশের প্রথম করোনা টিকা নেন দিল্লির এইমস (AIIMS)-র সাফাইকর্মী মনীশ কুমার। টিকা নেওয়ার পর নিজের অনুভূতি সম্পর্কে তিনি বলেন, “করোনার টিকা নেওয়া সম্পর্কে আমার মনে কোনও দ্বিধা ছিল না। টিকা নিয়ে ভয় পাওয়ার কোনও কারণ নেই।”
আপাতত দেশে দুটি করোনা টিকা অনুমোদন পেয়েছে। দ্বিতীয় দফার টিকাকরণে অংশগ্রহণের জন্য আরও ছটি সংস্থার উৎপন্ন টিকা ছাড়পত্রের আবেদন করেছে। অনুমোদনপ্রাপ্ত “কোভিশিল্ড” (Covishield) সম্পর্কে কোনও সংশয় না থাকলেও তৃতীয় দফার ট্রায়াল সম্পূর্ণ করার আগেই ছাড়পত্রপ্রাপ্ত কোভ্যাকসিনের (Covaxin) সুরক্ষা ও কার্যকারীতা নিয়ে সাধারণ মানুষের মনে তৈরি হয়েছে সংশয়।
আরও পড়ুন: ‘গরিবদেরও বিনামূল্যে টিকা দেওয়া হোক’, প্রধানমন্ত্রীকে চিঠি অমরিন্দর সিংয়ের