Jai Shri Ram: যোগীর রাজ্যে ‘জয় শ্রী রাম’ বলেই ফ্যাঁসাদে পড়লেন পড়ুয়া
Jai Shri Ram: গাজ়িয়াবাদের ABES ইঞ্জিনিয়রিং কলেজের এই ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল হয়েঠে সোশ্যাল মিডিয়ায়। উঠেছে বিতর্কের ঝড়। সূত্রের খবর, শুক্রবার তোলা হয়েছে এই ভিডিয়ো। তারপর থেকেই তা নিয়ে সরগরম দেশের রাজনৈতিক মহল।
গাজ়িয়াবাদ: ফেস্ট চলছিল কলেজে। স্টেজে উঠে তখন পারফর্ম করার প্রস্তুতি নিচ্ছিল ছেলেটে। তখনই অডিটোরিয়াম থেকে কয়েকজনকে ছেলেটিকে জয় শ্রী রাম (Jai Shri Ram) বলে অভিবাদন জানাতে দেখা যায়। পাল্টা মাইক হাতে উপস্থিত সকলের উদ্দেশ্যে ‘জয় শ্রী রাম’ বলে শুভেচ্ছা বার্তা দিতে দেখা যায় ছেলেটিকে। তারপরই বেশ কিছুক্ষণের জন্য গোটা হলটিই জয় শ্রী রাম ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে। দেখা মাত্রই ছুটে এলেন এক অধ্যাপক। সঙ্গে আরও একজন অধ্যাপক তাঁর সহকর্মীর পাশে দাঁড়াতে এগিয়ে এলেন। অভিযোগ, এরপরই মঞ্চে থাকা ছেলেটিকে জয় শ্রী রাম বলার জন্য স্টেজ ছেড়ে চলে যেতে বলা হয়।
গাজ়িয়াবাদের ABES ইঞ্জিনিয়রিং কলেজের এই ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল হয়েঠে সোশ্যাল মিডিয়ায়। উঠেছে বিতর্কের ঝড়। সূত্রের খবর, শুক্রবার তোলা হয়েছে এই ভিডিয়ো। তারপর থেকেই তা নিয়ে সরগরম দেশের রাজনৈতিক মহল। কলেজের অধ্যাপকদের দাবি, এরকম একটা সাংস্কৃতিক অনুষ্ঠানে কোনওভাবেই জয় শ্রী রাম স্লোগান বলা যায় না। সে কারণেই ওই ছাত্রকে স্টেজ ছাড়তে বলা হয়েছিল। ভাইরাল ভিডিয়োতে এক অধ্যাপককে বলতে শোনা যায়, আমারা এখানে সাংস্কৃতিক অনুষ্ঠানে মেতে উঠব বলে সকলে একত্রিত হয়েছি। কিন্তু কেন সেখানে জয় শ্রী রামের মতো স্লোগান দেওয়া হবে? এর পিছনে কী যুক্তি আছে?
Mamata Gautam, a teacher from ABES Engineering college in Ghaziabad expelled a student from stage for greeting audience with “Jai Shree Ram”. The student was about to perform at the College Cultural Fest.
@ABESEC032 should explain Bharat me Jai Shree Ram nahi bolenge to kya… pic.twitter.com/kvN3NGVcQ0
— BALA (@erbmjha) October 20, 2023
আরও এক প্রফেসরের মুখে একই কথা শোনা যায়। তিনি বলেন, ভাল সময় কাটাচ্ছি আমরা। যে কেউ যে কোনও স্লোগান দিতে পারে। কিন্তু তাই বলে শিক্ষা প্রতিষ্ঠানে জয় শ্রী রামের মতো স্লোগান দেওয়া মানা যায় না। ছাত্রছাত্রীরা এসব বিষয়ে নিয়ম মেনে চললেই দিনের শেষে অনুষ্ঠান সফল হবে। কলেজের ডাইরেক্টর ডঃ সঞ্জয় কুমার সিং ঘটনা নিয়ে ইতিমধ্যেই একটি ভিডিয়ো বিবৃতি জারি করেছেন। যেখানে তিনি জানিয়েছেন শীঘ্রই এ বিষয়ে তদন্ত কমিটি বসানো হবে। পড়ুয়াদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা হবে না। অন্যদিকে হিন্দু রক্ষা দলের প্রেসিডেন্ট পিঙ্কি চৌধুরী ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। শনিবার তিনি ওই শিক্ষা প্রতিষ্ঠানে যাবেন বলে জানিয়েছেন।