WITT Satta Sammelan: আমিই সব করলাম, পরে নীতীশজি…ইন্ডিয়া জোটের গোপন কথা ফাঁস করলেন খাড়্গে
WITT Satta Sammelan: মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি), TV9 নেটওয়ার্কের 'হোয়াট ইন্ডিয়া থিঙ্কস টুডে' (WITT)-র সত্তা সম্মেলন অধিবেশনে, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে দাবি করলেন, জোটের প্রধান স্থপতি তিনিই। নীতীশ মিথ্যা দাবি করছেন। TV9-এর মঞ্চে এদিন তিনি ফাঁস করলেন ইন্ডিয়া জোট গঠনের নেপথ্য কাহিনি।
![WITT Satta Sammelan: আমিই সব করলাম, পরে নীতীশজি...ইন্ডিয়া জোটের গোপন কথা ফাঁস করলেন খাড়্গে WITT Satta Sammelan: আমিই সব করলাম, পরে নীতীশজি...ইন্ডিয়া জোটের গোপন কথা ফাঁস করলেন খাড়্গে](https://images.tv9bangla.com/wp-content/uploads/2024/02/Mallikarjun-Kharge-4.jpg?w=1280)
নয়া দিল্লি: লোকসভা নির্বাচনের আগে প্রশ্ন উঠে গিয়েছে ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ নিয়ে। বিশেষ করে, নীতীশ কুমার, যাকে এই জোট গঠনের অন্যতম আর্কিটেক্ট বলে মনে করা হয়, তিনি বেরিয়ে যাওয়ার পর, জোটের উপর থেকে মানুষের আস্থা হারিয়ে গিয়েছে বলে মনে করা হয়। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি), TV9 নেটওয়ার্কের ‘হোয়াট ইন্ডিয়া থিঙ্কস টুডে’ (WITT)-র সত্তা সম্মেলন অধিবেশনে, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে দাবি করলেন, জোটের প্রধান স্থপতি তিনিই। নীতীশ মিথ্যা দাবি করছেন। TV9-এর মঞ্চে এদিন তিনি ফাঁস করলেন ইন্ডিয়া জোট গঠনের নেপথ্য কাহিনি।
তিনি বলেন, “সবার আগে আমি আমার বাড়িতে শরদ পওয়ারজিকে ডেকেছিলাম। তাঁর সঙ্গেই প্রথম বৈঠক করেছিলাম। তারপর ডেকেছিলাম ডিএমকে-কে। তারপর এক এক করে অন্যান্য দলগুলির সঙ্গেও আমরা বৈঠক করি। শেষে অরবিন্দ কেজরীবালও আমার বাড়িতে এসে আমাদের সঙ্গে বৈঠক করেন। সেখানে রাহুল গান্ধীও ছিলেন। সবার সঙ্গে আলোচনার পর প্রশ্ন ওঠে, বৈঠক কোথায় হবে? বেঙ্গালুরুতে হবে, না মুম্বইয়ে হবে, কথায় হবে? নীতীশজি তখন বলেছিলেন, জোটের প্রথম বৈঠক হবে পটনায়। সকলের সঙ্গে কথা বলেছিলাম আমি, বৈঠক করেছিলাম আমি। পরে উনি দাবি করতে শুরু করলেন, তিনিই নাকি সকলকে একজোট করেছেন।”
বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে, ইন্ডিয়া জোট হাওয়ার মতো। তাকে দেখা যায় না। নামেই আছে। এই প্রসঙ্গে খাড়্গে বলেন, “মানুষের তো বেঁচে থাকতে হাওয়াই প্রয়োজন হয়। আসলে ইন্ডিয়া জোট ভাঙার জন্য বিজেপি অনেক চেষ্টা করছে। সব শক্তিকে কাজে লাগাচ্ছে। কিন্তু আমরাও ভাঙার জন্য তৈরি নই। অনেক দল আমাদের সঙ্গে আছে।” তবে, গত কয়েক দিনে বহু কংগ্রেস নেতাও দল ছেড়েছেন। সম্প্রতি মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক চভনও কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন। তাহলে কি কংগ্রেসের আদর্শের সেই জোর নেই? খাড়্গে বলেন, “যারা এখন দল ছেড়ে যাচ্ছেন, তাদের অনেকে গত ৩০-৪০ বছর ধরে আমাদের সঙ্গে ছিলেন। এর মধ্যে কি আমাদের আদর্শ বদলে গিয়েছে? আসলে সেই সময় কংগ্রেস ক্ষমতায় ছিল। এই লোকেরা এতদিন কংগ্রেসে সেই ক্ষমতার লোভেই ছিল। এখন, ফের ক্ষমতার লোভেই তারা দল ছাড়ছে। আমাদের আদর্শের টান নেই, এটা বলা ভুল।”
![নরক যন্ত্রণা যেন না মেলে, তাই অনেকে ছোটেন যমরাজের এই মন্দিরে নরক যন্ত্রণা যেন না মেলে, তাই অনেকে ছোটেন যমরাজের এই মন্দিরে](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/01/Telangana-famous-Yamraj-temple-people-goes-to-seek-blessings.jpg?w=670&ar=16:9)
![বাড়ির এই দিকে রাখুন গৌতম বুদ্ধের মূর্তি, হবে টাকার বৃষ্টি বাড়ির এই দিকে রাখুন গৌতম বুদ্ধের মূর্তি, হবে টাকার বৃষ্টি](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/01/Vastu-Tips-for-place-the-statue-of-Gautam-Buddha-in-this-direction-of-house-money-will-increase.jpg?w=670&ar=16:9)
![৫০ বছরের রহস্যের উন্মোচন, খোঁজ মিলেছে নয়া ব্লাড গ্রুপের ৫০ বছরের রহস্যের উন্মোচন, খোঁজ মিলেছে নয়া ব্লাড গ্রুপের](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/01/Scientists-discover-new-blood-group-system-MAL-ending-50-year-old-mystery.jpg?w=670&ar=16:9)
![হুবহু মিলছে বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী, ভূমিকম্পে বছর শুরু, আর বাকি... হুবহু মিলছে বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী, ভূমিকম্পে বছর শুরু, আর বাকি...](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/01/Baba-Vangas-prediction-on-earthquake-become-true-what-waiting-in-future-in-2025.jpg?w=670&ar=16:9)
![রাতে বিছানায় যাওয়ার আগে একটা কাজ করতে হবে, তাহলেই খেলা শুরু রাতে বিছানায় যাওয়ার আগে একটা কাজ করতে হবে, তাহলেই খেলা শুরু](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/01/Perfume.jpg?w=670&ar=16:9)
![পৃথিবীর ৭০ শতাংশ বাঘই আছে একটি জায়গায়! কোথায় জানেন? পৃথিবীর ৭০ শতাংশ বাঘই আছে একটি জায়গায়! কোথায় জানেন?](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/01/Tiger.jpg?w=670&ar=16:9)