Widow: বিধবার পাঁচ প্রেমিক, বৃদ্ধ প্রেমিক খুন হলেন বাকিদের হাতে
Paramour: ওই মহিলার সঙ্গে একাধিক পুরুষের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
পটনা: এক বিধবা মহিলাকে ভালবাসতেন পাঁচ জন। চার ব্যক্তি ও এক যুবক ছিল সেই তালিকায়। তাঁরা সকলেই ওই বিধবা মহিলার সঙ্গে সময় কাটাতে চাইতেন। সেই নিয়েই তৈরি হয়েছিল জটিলতা। মহিলার এক বৃদ্ধ খুন করার অভিযোগ উঠেছে বাকি চার জন প্রেমিকের বিরুদ্ধে। এ বছর অক্টোবর মাসে খুন হয়েছিলেন ওই ব্যক্তি। বিহারের নালন্দায় ঘটেছিল সেই ঘটনা। সেই ঘটনায় রবিবার অভিযুক্তদের গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার করা হয়েছে ওই মহিলাকেও।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, আস্থাবান থানার অন্তর্গত বেলওয়াপার গ্রামে পলিটেকনিক কলেজের পিছনে তৈরি হচ্ছিল এখটি বাড়ি। সেই নির্মীয়মাণ বাড়ির জলের ট্যাঙ্ক থেকে এক ব্যক্তির দেহ উদ্ধার হয়। তাঁর নাম তিরপিত শর্মা (৭৫)। এর পরই অক্টোবর মাসে তাঁর ছেলে মিঠু কুমার আস্থাবান থানায় অভিযোগ দায়ের করেন। সেই ঘটনার তদন্তে নেমেই এই পরকীয়ার কাহিনি প্রকাশ্যে এসেছে।
পুলিশ জানতে পেরেছে আস্থাবান পলিটেকনিক কলেজের কাছেই থাকেন পিনো দেবী। ৩০ বছরের ওই মহিলা বিধবা। বছর খানেক আগে পিনো দেবীর স্বামী রাম পাসোয়ানের মৃত্যু হয়েছে। এর পর ওই মহিলার সঙ্গে একাধিক পুরুষের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিহারসরিফ সদরের মহকুমা পুলিশ আধিকারিক শিবলি নোমানি জানিয়েছেন, ওই মহিলার সঙ্গে অন্তত পাঁচ জনের প্রেমের সম্পর্ক ছিল। তার মধ্যে চার জন বয়স্ক ব্যক্তি ও এক জন যুবক। তিরপিতও তাঁর প্রেমিক ছিল। কিন্তু সম্প্রতি তিরপিতের সঙ্গে বিভিন্ন বিষয়ে মনোমালিন্য হয় পিনো দেবীর। এর পরই বাকি চার প্রেমিকের সাহায্যে তিরপিতকে খুন করার পরিকল্পনা করেন ওই বিধবা মহিলা। সেই পরিকল্পনার অঙ্গ হিসাবেই মহিলার বাকি চার প্রেমিক তিরপিতকে নির্মীয়মাণ বহুতলের ছাদে নিয়ে যান। সেখান থেকে জলের ট্যাঙ্কে ঠেলে ফেলে দেন।
পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তিকে খুন বাকি অভিযুক্তরা হলেন কৃষ্ণনন্দন প্রসাদ (৭৫), কুটুবচকে বাসিন্দা। বেনারস প্রসাদ ওরফে লোহা সিং (৬৫), আকবরপুরের বাসিন্দা। বাসুদেব পাসোয়ান (৫৫) ছাবিলাপুরের বাসিন্দা এবং সূর্যমণি কুমার।