‘বিতর্কিত কৃষি আইন প্রত্যাহার নয়, আলোচনার পথ খোলা’, আবারও স্পষ্ট করলেন কৃষিমন্ত্রী
Farm Laws: আন্দোলনরত কৃষকদের কাছে কৃষিমন্ত্রী আবেদন জানালেন, তাঁরা যাতে আন্দোলন প্রত্যাহার করে নেন।
নয়া দিল্লি: বিতর্কিত কৃষি আইন বিলুুপ্ত হবে না। তিনটি কৃষক বিল (Farm Laws) আর উত্থাপন করবে না বরং বিকল্প পন্থার কথা ভাবছে কেন্দ্র। বৃহস্পতিবার তা স্পষ্ট জানালেন কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমার (Narendra Singh Tomar)।
আন্দোলনরত কৃষকদের কাছে কৃষিমন্ত্রী আবেদন জানালেন, তাঁরা যাতে আন্দোলন প্রত্যাহার করে নেন। কেন্দ্র যে আলোচনার রাস্তায় হাঁটতে প্রস্তুত, তা আরও একবার স্পষ্ট করে দেন তিনি।
এই নিয়ে ইতিপূর্বেই কৃষকদের সঙ্গে একাধিক দফায় বৈঠকে বসেছে কেন্দ্র। দু’পক্ষই নিজ নিজ অবস্থানে অনড় রয়েছে। আন্দোলনরত কৃষকরা পরিষ্কার জানিয়ে দিয়েছেন, তাঁদের দাবি মেনে কেন্দ্রকে নয়া তিনটি কৃষি বিল বাতিল করতে হবে। কেন্দ্র অবশ্য আরও একবার স্পষ্ট করে দিয়েছে, আইন বাতিলের প্রশ্নই ওঠে না।
আরও পড়ুন: ‘মত প্রকাশের অধিকারে হস্তক্ষেপ করা হচ্ছে’, নয়া তথ্য প্রযুক্তি আইনের বিরুদ্ধে পিটিশন এনবিএ-র
এদিন, কৃষিমন্ত্রী তোমার আরও একবার আন্দলরত কৃষকদের কাছে আবেদন করেন, যত দ্রুত সম্ভব আন্দোলন তুলে নিয়ে আলোচনার টেবিলে বসা হোক। কেন্দ্রীয় সরকার আলোচনার জন্যে প্রস্তুত। মোদী মন্ত্রিসভার সম্প্রসারণ ও রদবদলের পর বৃহস্পতিবার সন্ধ্যায় প্রথম ক্যাবিনেট বৈঠকে কৃষকদের জন্য বরাদ্দ করা হয়েছে ১ লক্ষ কোটি টাকার তহবিল।