2022 TET: ‘মুখ্যমন্ত্রীও বঞ্চনার দাবিতে পথে, আমরাও…’, নিয়োগ চেয়ে পথে টেট উত্তীর্ণরা
2022 TET: ২০২২ সালের টেট পাশ প্রার্থী পার্থজিৎ বণিক বলেন, "মুখ্যমন্ত্রীও আজ ধরনায় বসেছেন। কেন্দ্রের বঞ্চনার বিরোধিতা করে উনি বসেছেন। আমরাও কিন্তু বঞ্চিতই। তাই মুখ্যমন্ত্রীর কাছে দাবি জানাব, ৫০ হাজার শূন্যপদ কবে পাব সেটা একটু বলুন। পাশ করার পর এক বছর ধরে রাস্তায় রয়েছি। ৫০ হাজার শূন্যপদে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে আমাদের বঞ্চনা থেকে আপনি মুক্ত করুন।"
কলকাতা: আদালতের থেকে অনুমতি নিয়ে এসেছেন চাকরি প্রার্থীরা। এরপরই বসেছেন ধরনায়। হকের দাবিতে ধরনামঞ্চে বিক্ষোভের দ্বিতীয় দিন ২০২২ প্রাথমিক টেট উত্তীর্ণ ডিএলএড ঐক্য মঞ্চের। করুণাময়ীবা সস্ট্যান্ডের কাছে সৌরভ গাঙ্গুলি ক্রিকেট অ্যাকাডেমির পাশে ধরনায় বসেছেন চাকরি প্রার্থীরা।
২০২২ সালের টেট পাশ প্রার্থী পার্থজিৎ বণিক বলেন, “মুখ্যমন্ত্রীও আজ ধরনায় বসেছেন। কেন্দ্রের বঞ্চনার বিরোধিতা করে উনি বসেছেন। আমরাও কিন্তু বঞ্চিতই। তাই মুখ্যমন্ত্রীর কাছে দাবি জানাব, ৫০ হাজার শূন্যপদ কবে পাব সেটা একটু বলুন। পাশ করার পর এক বছর ধরে রাস্তায় রয়েছি। ৫০ হাজার শূন্যপদে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে আমাদের বঞ্চনা থেকে আপনি মুক্ত করুন।”
চাকরি প্রার্থীরা অনির্দিষ্টকালের জন্য ধরনায় বসতে চেয়েছিলেন। যদিও আদালত সে অনুমতি দেয়নি। বদলে চারদিন অবস্থানে বসার অনুমতি পেয়েছেন। বৃহস্পতিবার থেকে ধরনায় বসেছেন চাকরিপ্রার্থীরা। এদিকে গত দু’দিন ধরে রাতভর বিভিন্ন জায়গায় বৃষ্টি হয়েছে। চাকরিপ্রার্থীরা জানান, এই বৃষ্টি, কাদা-জলেও তাঁরা বসে আছেন নিয়োগের দাবিকে সামনে রেখে। শীত তো রয়েছেই।
২০১৭ সালের পর ২০২২ সালে প্রথম টেট হয়। এখনও ইন্টারভিউয়ের ডাক পাননি টেট উত্তীর্ণরা। ২০২৩ সালের টেট হওয়ার পর ২০২২-এর টেট পাশদের ইন্টারভিউয়ের দাবি জোরাল হয়। ধরনায় বসতে চেয়ে পুলিশের কাছে গেলে অনুমতি পাননি। এরপর কলকাতা হাইকোর্টে যান তাঁরা। বিচারপতি জয় সেনগুপ্ত অনুমতিও দেন। সেইমতো বৃহস্পতিবার থেকে ধরনায় বসেছেন তাঁরা।