Abhishek Banerjee: ঠিক সময়ে দরজা খোলা হবে, টাইমিং গুরুত্বপূর্ণ: অভিষেক
Abhishek Banerjee: হাসিমুখে অভিষেক বলেন, "আপনারা কী অপেক্ষা করে আছেন দরজা কবে ফাঁক হবে? ঠিক সময়ে হবে। রাজনীতিতে টাইমিং গুরুত্বপূর্ণ। ঠিক সময়ে দরজা ফাঁক কেন, একটু খোলাই হবে।"
কলকাতা: ফের একবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) গলায় ‘দরজা ফাঁক’-এর তত্ত্ব। সম্প্রতি কাঁথিতে এক জনসভা থেকে অভিষেক বলেছিলেন, ‘দরজা খুললে বিজেপি দলটাই আর থাকবে না।’ এদিন তৃণমূলের নতুন ভবনের ভূমিপুজোর অনুষ্ঠানে ফের একবার সেই কথা উঠে এল অভিষেকের মুখে। কাঁথির মন্তব্যের রেশ টেনে এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে হাসিমুখে অভিষেক বলেন, “আপনারা কী অপেক্ষা করে আছেন দরজা কবে ফাঁক হবে? ঠিক সময়ে হবে। রাজনীতিতে টাইমিং গুরুত্বপূর্ণ। ঠিক সময়ে দরজা ফাঁক কেন, একটু খোলাই হবে।” অভিষেকের এই ইঙ্গিতপূর্ণ মন্তব্য ঘিরে ফের একবার শোরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতির অন্দরমহলে।
প্রসঙ্গত, এর আগে বঙ্গ রাজনীতিতে বার বার দলবদলের ঘটনা দেখা গিয়েছে। তৃণমূল ছেড়ে বিজেপিতে, আবার বিজেপি ছেড়ে তৃণমূলে ঘর ওয়াপসি… এমন ঘটনাও দেখা গিয়েছে। এবার রাজ্যে যখন পঞ্চায়েত নির্বাচন আসন্ন, তখন অভিষেকের মুখে আবার এই ‘দরজা খোলার’ কথা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।
পাশাপাশি বন্দে ভারতের সরকারি অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে জয় শ্রীরাম ধ্বনিরও তীব্র সমালোচনা করেন অভিষেক। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, “এটি লজ্জার। ভিক্টোরিয়া মেমোরিয়ালে একই জিনিস ঘটেছিল ২০২১ সালে। তার পুনরাবৃত্তি আমরা আমার দেখলাম। ভুল করেও যারা শেখে না, তাদের আমরা কী বলতে পারি? নির্বোধ ছাড়া তো আর কিছু বলা যায় না। যারা সরকারি মঞ্চে রাজনৈতিক স্লোগান ব্যবহার করে, ধরে নেওয়াই যায়, তারা রাজনৈতিকভাবে দেউলিয়া। আপনারা কোনও সরকারি অনুষ্ঠানে তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ বা মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ শুনেছেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে হয়ত ওরা সত্যিই রামচন্দ্রকে দেখতে পায়, সেই কারণেই হয়ত স্লোগান দিচ্ছে।”
এদিকে ২০২৪ সালের লোকসভা নির্বাচনের প্রস্তুতি এখন থেকেই শুরু করে দিয়েছে বঙ্গ বিজেপি। ২০২৩ সালে রাজ্যে একগুচ্ছ সভা করার কথা রয়েছে অমিত শাহর। সেই প্রসঙ্গেও এদিন খোঁচা দেন অভিষেক। বললেন, “অমিত শাহ আসতেই পারেন। এটা ত্রিপুরা নয়, এটা বাংলা। এখানে সভা যে কেউ করতে পারে। তবে আমরা বলি, ভোট আসলেই এরা আসে। তাই আমরা বলেছিলাম বহিরাগত আসে যায় , বাংলা নিজের মেয়েকে চায়। ৪০০ সভা করুক, তাতেও কিছু যায় আসে না।”
অভিষেকের ‘দরজা খোলার’ তত্ত্বে পাল্টা খোঁচা দিয়েছেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য। তিনি বলেন, “দরজা-জানলা অল্প খুলে রাখাই ভাল। কখন কে কোথা থেকে বেরিয়ে চলে যাবে ঠিক নেই। আর এখন দেখছেন পুরসভা এমনিতেই মশা মারতে তেল জল কিছুই দিচ্ছে না, এমত অবস্থায় দরজা খোলা থাকা অত্যন্ত বিপদজনক।”