Jadavpur University: হোক কলরবের পর ফের যাদবপুরে পুলিশ, প্রশ্নের মুখে বিশ্ববিদ্যালয়ের ‘স্বশাসন’

Jadavpur University: সম্প্রতি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এর ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ ওঠে অধ্যাপকের বিরুদ্ধে। সেই ঘটনার তদন্তেই এবার যাদবপুরে পা রাখল পুলিশ।

Jadavpur University: হোক কলরবের পর ফের যাদবপুরে পুলিশ, প্রশ্নের মুখে বিশ্ববিদ্যালয়ের ‘স্বশাসন’
Follow Us:
| Edited By: | Updated on: Jul 09, 2022 | 5:20 PM

কলকাতা: সালটা ২০১৪। হোক কলরবের (Hok Kolorob) আগুনে আঁচে তপ্ত হয়েছিল গোটা যাদবপুর বিশ্ববিদ্যালয় (Jadavpur University)। ওই বছর এক ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে উত্তাল হয়ে উঠেছিল গোটা কলকাতা (Kolkata)। এদিকে অভিযুক্তদের শাস্তির দাবিতে যখন ক্যাম্পাসে রাতভর আন্দোলন করছেন ছাত্রছাত্রীরা, তখন আচমকা পুলিশ ঢোকে ক্যাম্পাসে। যাদবপুর থানার পুলিশের বিরুদ্ধে আন্দোলনরত পড়ুয়াদের ব্যাপক মারধরেরও অভিযোগ ওঠে। তারপর থেকেই ক্যাম্পাসে বন্ধ হয়েছিল পুলিশের প্রবেশ। কিন্তু, এবার ফের এক শ্লীলতাহানির ঘটনার তদন্তে ক্যাম্পাসে পা রাখল পুলিশ। 

সম্প্রতি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এর ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ ওঠে অধ্যাপকের বিরুদ্ধে। অভিযুক্ত অধ্যাপকের কাছেই গবেষণা চালাচ্ছিলেন নির্যাতিতা। তারপর থেকেই বিশ্ববিদ্যালয়ে ঢোকা বন্ধ হয়ে গিয়েছে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অভিযুক্ত অধ্যাপককে। পুলিশেও দায়ের হয়েছিল অভিযোগ। তবে গ্রেফতার হননি ওই শিক্ষক। এদিকে ইতিমধ্যেই ছাত্রীর অভিযোগের পর পুলিশে জিডি করতে দেখা যায় অভিযুক্ত অধ্যাপককে। সেখানে তিনি সম্পূর্ণ অন্য অভিযোগ করেন। যা নিয়েও বেড়েছিল জলঘোলা। এরইমধ্যে শুক্রবার আচমকা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে দেখা মিলল পুলিশের। 

এদিন ক্য়াম্পাসে আসার পর আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের একাধিক ঘর ঘুরে দেখেন কর্তব্যরত পুলিশকর্মীরা। একইসঙ্গে কথা বলেন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের বিভাগীয় প্রধান ইমনকল্যাণ লাহিড়ীর সঙ্গে। এদিকে ইতিমধ্যেই বিভাগীয় প্রধান উপাচার্যকে পুরো ঘটনার বর্ণনা দিয়ে চিঠি লিখেছেন বলে জানা যাচ্ছে।। কর্তৃপক্ষের তরফেও পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। ঘটনার তীব্র নিন্দা করেছেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সংগঠন জুটা। কর্তৃপক্ষের তরফে জানানো হয় এ বিষয়ে যাদবপুর থানার ওসির সঙ্গে কথা হয়েছে। তিনি দুঃখ প্রকাশ করেছেন। এদিকে এদিন দুপুরে আর্টসের ছাত্র সংসদের তরফে যাদবপুর থানার সামনে ব্যাপক বিক্ষোভ দেখানো হয়। তদন্তের গতিপ্রকৃতি কতদূর এগোল তা নিয়েও প্রশ্ন তোলা হয় ছাত্র নেতাদের তরফে। যদিও এর পরেই আচমকা ক্যাম্পাসে উর্দিধারীদের ক্যাম্পাসে দেখে স্বভাতই চাপান-উতর তৈরি হয় পড়ুয়াদের মধ্যে।