Local Train Cancellation: ফের শিয়ালদহে একগুচ্ছ ট্রেন বাতিল, কবে কখন জেনে নিন

Local Train Cancellation: কিছুদিন আগেই শিয়ালদহেও টানা চলেছিল কাজ। বাতিল থেকেছে গুচ্ছ গুচ্ছ লোকাল ট্রেন। এবার ফের ফিরতে চলেছে ভোগান্তির সেই চেনা ছবিটা। ব্রিজের কাজ হবে। সে কারণে শিয়ালদহ শাখার দমদম জংশন-বারাসাত বিভাগে মধ্যমগ্রাম এবং বিরাটির মধ্যে ২৯ তারিখ রাত থেকে পাওয়ার ব্লক থাকবে বলে জানা যাচ্ছে।

Local Train Cancellation: ফের শিয়ালদহে একগুচ্ছ ট্রেন বাতিল, কবে কখন জেনে নিন
প্রতীকী ছবি Image Credit source: Facebook
Follow Us:
| Edited By: | Updated on: Jun 28, 2024 | 7:44 PM

কলকাতা: ২৯ জুন থেকে ৬ জুলাই পর্যন্ত খড়গপুর শাখায় বাতিল থাকছে ২০২টি লোকাল ট্রেন। কাজ চলবে আন্দুল স্টেশনে। সে কারণে ঘুরপথে চলবে বহু দূরপাল্লার ট্রেনও। বাতিলও থাকছে কিছু ট্রেন। ইতিমধ্যেই বিবৃতি জারি করে সে কথা জানিয়ে দিয়েছে রেল। এদিকে কিছুদিন আগেই শিয়ালদহেও টানা চলেছিল কাজ। বাতিল থেকেছে গুচ্ছ গুচ্ছ লোকাল ট্রেন। এবার ফের ফিরতে চলেছে ভোগান্তির সেই চেনা ছবিটা। ব্রিজের কাজ হবে। সে কারণে শিয়ালদহ শাখার দমদম জংশন-বারাসাত বিভাগে মধ্যমগ্রাম এবং বিরাটির মধ্যে ২৯ তারিখ রাত থেকে পাওয়ার ব্লক থাকবে বলে জানা যাচ্ছে। সে কারণেই আপ-ডাউন মিলিয়ে বেশ কিছু লোকাল বাতিলের ঘোষণা করে দিয়েছে রেল। 

শনিবার বাতিল থাকছে… 

বনগাঁ-শিয়ালদহ: ডাউন 33856, 33860, আপ 33861, 33863

হাসনাবাদ-শিয়ালদহ: ডাউন 33538, আপ 33533 

রবিবার বাতিল খাতায় থাকছে.. 

হাসনাবাদ-শিয়ালদহ: ডাউন 33512/ আপ 33513

বনগাঁ-শিয়ালদহ: ডাউন 33812, 33814, 33818, 33820/ আপ 33811, 33813, 33815, 33817

দত্তপুকুর-শিয়ালদহ: ডাউন 33612, 33616, 33618, 33620/ আপ 33613, 33615।

লক্ষ্মীকান্তপুর-নামখানা: ডাউন 34924/ আপ 34923

মাঝেরহাট-লক্ষ্মীকান্তপুর: ডাউন 30712/ আপ 30711

বনগাঁ-মাঝেরহাট: ডাউন 30342

হাবড়া-শিয়ালদহ: ডাউন 33652/ আপ 33651

বিবিডি বাগ-কৃষ্ণনগর সিটি: আপ 30145

মাঝেরহাট-বারাসাত: আপ 30351

মাঝেরহাট-মধ্যমগ্রাম: আপ 30357/ ডাউন 30358

বারাসত-বনগাঁ: আপ 33361

বারাসত-শিয়ালদহ: ডাউন 33432, 33434/ আপ 33431, 33435, 33439

বারাসত-দত্তপুকুর: আপ 33357

একইসঙ্গে কিছু ট্রেনের যাত্রাপথ সংক্ষেপিত করা হয়েছে। পাশাপাশি কিছু ট্রেন চালানো হচ্ছে ঘুরপথে। যাত্রীদের অসুবিধার জন্য দুঃখপ্রকাশও করা হয়েছে রেলের তরফে।