Newtown Accident: নিউটাউনে আলিয়ার পড়ুয়াকে পিষে বেরিয়ে গেল গাড়ি, ছাত্র-মৃত্যুতে পথ অবরোধ

Aliah University Student: পিছন থেকে একটি গাড়ি এসে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে এবং পাশের সার্ভিস রোডে গিয়ে পড়ে। সেখান থেকেই হেঁটে যাচ্ছিল ওই পড়ুয়া এবং তাঁকে পিষে দিয়ে দ্রুতগতিতে বেরিয়ে যায় গাড়িটি।

Newtown Accident: নিউটাউনে আলিয়ার পড়ুয়াকে পিষে বেরিয়ে গেল গাড়ি, ছাত্র-মৃত্যুতে পথ অবরোধ
পথ দুর্ঘটনায় মৃত্যু পড়ুয়ার
Follow Us:
| Edited By: | Updated on: Jan 01, 2023 | 6:41 PM

কলকাতা: নতুন বছরের প্রথম দিনেই মর্মান্তিক পথ দুর্ঘটনা। রবিবার বিকেলে গাড়ির চাকার পিষে মৃত্যু হল আলিয়া বিশ্ববিদ্যালয়ের (Aliah University) এক পড়ুয়ার। দুর্ঘটনাটি ঘটেছে নিউটাউনের (Newtown) বোধিচারিয়া স্কুলের সামনে। জানা গিয়েছে, মৃত ওই পড়ুয়া আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র। মৃত ওই পড়ুয়ার নাম শাকিল আহমেদ। জানা গিয়েছে, এদিন বোধিচারিয়া ক্রসিংয়ের ঠিক আগেই রাস্তার ধার দিয়ে হেঁটে যাচ্ছিল ওই পড়ুয়া। সেই সময়ই পিছন থেকে একটি গাড়ি এসে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে এবং পাশের সার্ভিস রোডে গিয়ে পড়ে। সেখান থেকেই হেঁটে যাচ্ছিল ওই পড়ুয়া এবং তাঁকে পিষে দিয়ে দ্রুতগতিতে বেরিয়ে যায় গাড়িটি। ঘটনার জেরে প্রতিবাদে পথ অবরোধ করেন আলিয়া বিশ্ববিদ্যালয়ের বিক্ষুব্ধ পড়ুয়ারা।

এদিকে ওই পথ দুর্ঘটনার খবর পেয়ে ইতিমধ্যেই সেখানে পৌঁছে গিয়েছে রাজারহাট থানার পুলিশ। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশকর্মীরা ওই ঘাতক গাড়িটিকে শনাক্ত করার চেষ্টা চালাচ্ছেন। উল্লেখ্য, নিউটাউন এলাকায় এর আগেও একাধিকবার পথ দুর্ঘটনা ঘটেছে বলে দাবি করছেন বিক্ষুব্ধরা। তারপরও কেন প্রশাসনের টনক নড়ছে না, তা নিয়েই প্রশ্ন তুলছেন তাঁরা।

আলিয়া বিশ্ববিদ্যায়লের এক পড়ুয়ার বক্তব্য, “একই স্থানে বারবার দুর্ঘটনা ঘটছে। প্রশাসন তারপরেও শীতঘুমে। আজ বর্ষবরণের প্রথম দিনে আমাদেরই সহপাঠী ভাই দুর্ঘটনায় মারা গেল। নতুন বছরের প্রথম দিনে একটি পরিবার তাদের সন্তান হারাল। এর দায় কে নেবে?” ওই পড়ুয়ার অভিযোগ, আলিয়া বিশ্ববিদ্যালয়ের চত্বরে গাড়ির গতি কমানোর কোনও সাইনবোর্ড কিংবা পর্যাপ্ত সিগনালিং ব্যবস্থা নেই। বিক্ষোভকারীদের দাবি, অবিলম্বে ওই ঘাতক গাড়িটিকে ধরতে হবে ও চালককে গ্রেফতার করতে হবে। সেই দাবি তুলেই পথ অবরোধ করছেন পড়ুয়াদের একাংশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, আজ বিকেলে সাড়ে চারটে নাগাদ ইউনিভার্সিটি থেকে বেরিয়ে বাড়ি ফেরার জন্য হেঁটে ইকোস্পেসের দিকে যাচ্ছিল ওই পড়ুয়া। সেই সময় কদম পুকুর মোড়ের দিক থেকে একটি গাড়ি দ্রুত গতিতে এসে তাকে ধাক্কা মারে। ছিটকে পরে সার্ভিস রোডে। সঙ্গে সঙ্গে গাড়িটি পালিয়ে যায়। পুলিশ এসে ওই পড়ুয়াকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করে।