TMC Kalighat Meeting: হাইভোল্টেজ বৈঠকের আগে কালীঘাটে কার ঘোরাফেরা? মমতার সঙ্গে দেখা করতে চান ‘দলবদলু’ নেতা

Amal Acharya: হাল ছাড়ছেন না অমল বাবু। তিনি মমতার সঙ্গে দেখা করতে চান বলে খবর। অমল আচার্য এই বিষয়ে বলেন, "অনেক চেষ্টা করছি দলে ফেরার। কিন্তু কোনওভাবেই হচ্ছে না। একটা অংশ বাধা দিয়ে চলেছে। দিদি অভিষেককে বলেছেন। সুব্রত বক্সীকে বলেছেন। কিন্তু তারপরেও শুধু অপেক্ষাই করে যাচ্ছি।"

TMC Kalighat Meeting: হাইভোল্টেজ বৈঠকের আগে কালীঘাটে কার ঘোরাফেরা? মমতার সঙ্গে দেখা করতে চান 'দলবদলু' নেতা
কালীঘাটে দেখা মিলল অমল আচার্যর
Follow Us:
| Edited By: | Updated on: Feb 12, 2022 | 5:38 PM

কলকাতা : হাইভোল্টেজ শনিবার। দিনভর চার পুরনিগমের নির্বাচন। আর তারই মধ্যে কালীঘাটে জরুরি বৈঠক ডেকেছেন তৃণমূল (Trinamool Congress) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৈঠকে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম, সুব্রত বক্সী থেকে শুরু করে অন্যান্য শীর্ষ নেতারা। তৃণমূল নেত্রী যখন একদিকে দলের এই ফাটল মেরামতির চেষ্টা করছেন, তখন কালীঘাট চত্বর থেকে উঠে এল আরও একটি খবর। কালীঘাট এলাকায় ঘুরে বেরাচ্ছেন অমল আচার্য। উত্তর দিনাজপুরের প্রাক্তন জেলা সভাপতি অমল আচার্য। বিধানসভা ভোটের আগে ফুল বদল করে বিজেপিতে যোগ দিয়েছিলেন ইটাহারের প্রাক্তন বিধায়ক। কিন্তু এখন তিনি তৃণমূলে ফিরতে চান। আর তাতে ‘ভেটো’ দিচ্ছেন জেলার সাত বিধায়ক। এরই মধ্যে শনিবার কালীঘাটের বৈঠকের সময় সেই চত্বরে অমল আচার্যের দেখা মেলা যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

এখন ‘ঘর ওয়াপসি’ করতে চান ‘দলবদলু’ অমল আচার্য। কিন্তু ভোটের মুখে দলত্যাগী নেতাকে ফের তৃণমূলে ফেরানো নিয়ে আপত্তি জানিয়ে উত্তর দিনাজপুর জেলার সাত বিধায়ক চিঠি পাঠিয়েছিলেন দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। কিন্তু হাল ছাড়ছেন না অমল বাবু। তিনি মমতার সঙ্গে দেখা করতে চান বলে খবর। অমল আচার্য এই বিষয়ে বলেন, “অনেক চেষ্টা করছি দলে ফেরার। কিন্তু কোনওভাবেই হচ্ছে না। একটা অংশ বাধা দিয়ে চলেছে। দিদি অভিষেককে বলেছেন। সুব্রত বক্সীকে বলেছেন। কিন্তু তারপরেও শুধু অপেক্ষাই করে যাচ্ছি।”

উল্লেখ্য, কালীঘাটের এই হাইভোল্টেজ বৈঠকে যখন মমতা ও অভিষেক সহ দলের সব শীর্ষ নেতারা এক জায়গায় রয়েছেন, তখন কালীঘাট চত্বরে দলে ফিরতে চাওয়া অমল আচার্যকে দেখতে পাওয়ায় নতুন করে ঘর ওয়াপসিকে ঘিরে এক জল্পনা তৈরি হচ্ছে। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত তৃণমূলের তরফে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়েছে কি না, তা জানা যায়নি। তবে আশা ছাড়ছেন না অমল আচার্য। তাই সাত বিধায়কের ভেটো থাকার মধ্যেও দলনেত্রীর সঙ্গে একবার দেখা করার সুযোগ খুঁজছেন তিনি।

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা 

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা 

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা 

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা