Biman on Sukanta: ‘উর্দি থাকলেই বাধা দেওয়ার অধিকার আছে?’, পুলিশকে দুষে সুকান্তর পাশে বিমান

Biman on Sukanta: সুকান্ত মজুমদারকে টাকিতে বাধা দেয় পুলিশ। ধুন্ধুমার কাণ্ড বেধে যায়। পুলিশের গাড়িতে উঠে ক্ষোভে ফেটে পড়েন সুকান্ত। সেই সময়েই ধাক্কাধাক্কিতে পড়ে যান সুকান্ত। অচৈতন্যও হয়ে পড়েন। ভর্তি কলকাতার বেসরকারি হাসপাতালে।

Biman on Sukanta: ‘উর্দি থাকলেই বাধা দেওয়ার অধিকার আছে?’, পুলিশকে দুষে সুকান্তর পাশে বিমান
বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুImage Credit source: Facebook
Follow Us:
| Updated on: Feb 14, 2024 | 8:05 PM

কলকাতা: সন্দেশখালিকাণ্ডে রাজনৈতিক চাপানউতোর ক্রমেই বেড়ে চলেছে। শাসক তৃণমূলকে চাপে রাখতে রোজই নতুন নতুন কর্মসূচি নিচ্ছে পদ্ম শিবির। একদিন আগেই বসিরহাটে এসপি অফিস ঘেরাওয়ের ডাক দিয়েছিল বিজেপি। নেতৃত্ব দিতে দেখা দিতে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে। বুধবার সরস্বতী পুজোর দিন সরস্বতীর মূর্তি নিয়ে সন্দেশখালি যাওয়ার চেষ্টা করেন সুকান্ত। কিন্তু, টাকিতে বাধা দেয় পুলিশ। ধুন্ধুমার কাণ্ড বেধে যায়। পুলিশের গাড়িতে উঠে ক্ষোভে ফেটে পড়েন সুকান্ত। সেই সময়েই ধাক্কাধাক্কিতে পড়ে যান সুকান্ত। অচৈতন্যও হয়ে পড়েন। ভর্তি কলকাতার বেসরকারি হাসপাতালে। ঘটনাকে কেন্দ্র করে চাপানউতোর শুরু হয়েছে রাজনৈতিক মহলে। সুকান্তর পাশে দাঁড়িয়ে কড়া প্রতিক্রিয়া দিয়েছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। 

বিমান বলেন, “মানুষ সহজে হজম করতে পারবে বলে আমার মনে হয় না। একজন সরস্বতী পুজো করবে বলছে, সে ইচ্ছামতী নদীর তীরে পুজো করবে, তুমি বাধা দেওয়ার কে? তুমি উর্দি পরে আছ বলে তোমার বাধা দেওয়ার অধিকার আছে? এটা থাকা উচিত নয়।” যদিও তৃণমূলের দাবি সবটাই নাটক। পাল্টা প্রতিক্রিয়ায় সুকান্তর বিরুদ্ধে কড়া আক্রমণ শানাতে দেখা গিয়েছে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ, সাংসদ শান্তনু সেনকে।  

খোঁচা দিয়ে কুণাল ঘোষ বলছেন, “উনি এলেন, গাড়ির মাথায় উঠলেন, নাচলেন, নামলেন, শুয়ে পড়লেন। কেন? হাসপাতাল যেতে হবে। কেন? ময়দান ছেড়ে পালাতে হবে। তিনিও জানেন এর পরের ধাপের কোনও আন্দোলন হয় না। উনি যেটা করছেন সেটা ঠিক নয়। উনি ছবি তোলার, প্রচারের প্রতিযোগিতায় আছেন।”