Anisur Rahman: অবিলম্বে আনিসুরকে জেলে ফেরানোর নির্দেশ, বাতিল প্যারোল
Anisur Rahman: কুরবান শাহ খুন ছাড়াও একাধিক মামলা ছিল এই আনিসুরের বিরুদ্ধে। হাইকোর্ট তাঁর জামিনের আবেদন খারিজ করেছিল পাঁচ বার।
![Anisur Rahman: অবিলম্বে আনিসুরকে জেলে ফেরানোর নির্দেশ, বাতিল প্যারোল Anisur Rahman: অবিলম্বে আনিসুরকে জেলে ফেরানোর নির্দেশ, বাতিল প্যারোল](https://images.tv9bangla.com/wp-content/uploads/2023/07/Anisur-Rahman.jpg?w=1280)
কলকাতা: যেদিন প্যারোল চাইলেন, সে দিনই মিলে গেল। খুনে অভিযুক্ত আনিসুর রহমানের আবেদন নিয়ে এমন তৎপরতা দেখে বিস্ময় প্রকাশ করেছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত। হাই কোর্ট এবং সুপ্রিম কোর্ট বারবার যাঁর জামিনের আর্জি খারিজ করেছে, সেই আনিসুর রহমান কীভাবে এত দ্রুত প্যারোল পেয়ে গেলেন, তা নিয়েও প্রশ্ন উঠেছিল আদালতে। এবার সেই মামলায় আনিসুরকে দ্রুত জেলে ফেরানোর নির্দেশ দিল হাইকোর্ট। পাঁশকুড়ায় তৃণমূল নেতা কুরবান শাহ খুনের অন্যতম অভিযুক্ত হিসেবে গ্রেফতার হয়েছিলেন আনিসুর রহমান। শুধুমাত্র প্যারোল খারিজ নয়, সাক্ষীদের নিরাপত্তা নিয়েও তৎপর নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
শুক্রবার হাইকোর্ট নির্দেশ দিয়েছে, এই মামলার সাক্ষীদের ট্রায়াল শেষ না হওয়া পর্যন্ত নিরাপত্তা দিতে হবে। পাশাপাশি, সাক্ষীদের নিরাপত্তা দেওয়ার যে নির্দেশ সুপ্রিম কোর্ট দিয়েছিল, সেটাও অবিলম্বে কার্যকর করার কথা বলেছেন বিচারপতি।
কুরবান শাহ খুন ছাড়াও একাধিক মামলা ছিল এই আনিসুরের বিরুদ্ধে। হাইকোর্ট তাঁর জামিনের আবেদন খারিজ করেছিল পাঁচ বার। বছর দুয়েক আগে রাজ্যের তরফে একটি বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছিল যে, সরকার আনিসুরের বিরুদ্ধে হওয়া সব মামলা তুলে নিতে চায়। সেই বিজ্ঞপ্তি মেনে আনিসুরকে মুক্ত করে দেয় তমলুক আদালত। সেই নির্দেশ চ্যালেঞ্জ করে মামলা হলে হাইকোর্ট নিম্ন আদালতের নির্দেশ খারিজ করে দেয়।
সেই আনিসুরকেই ৪ থেকে ৯ জুলাই পর্যন্ত প্যারোলে মুক্তি দেওয়া হয়েছিল। আই জি কারা কী ভাবে দ্রুত অনুমতি দিলেন, সেই প্রশ্ন করেছিলেন বিচারপতি। এটা একটু বেশিই তাড়াতাড়ি আবেদন গৃহীত হয় বলে মন্তব্য করেছিলেন তিনি। এ বিষয়ে রাজ্যের কাছে রিপোর্ট চাওয়া হয়েছিল। সেই রিপোর্ট জমা পড়ার পর প্যারোল বাতিল করল হাইকোর্ট।
![প্রতিদিন হাঁটলে কমতে পারে অবসাদ! গবেষণা বলছে... প্রতিদিন হাঁটলে কমতে পারে অবসাদ! গবেষণা বলছে...](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/Depression-can-cure-by-only-walking-says-research.jpg?w=670&ar=16:9)
![জোর করে প্রেমিকাকে অন্যত্র বিয়ে! প্রেমিকদের কী উপদেশ প্রেমানন্দ মহারাজের? জোর করে প্রেমিকাকে অন্যত্র বিয়ে! প্রেমিকদের কী উপদেশ প্রেমানন্দ মহারাজের?](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/What-to-do-if-girlfriend-married-someone-else-Premanand-Maharaj-gives-guidance.jpg?w=670&ar=16:9)
![মন থেকে জাপটে ধরুন সঙ্গীকে, উষ্ণ আলিঙ্গনে মিলবে বহু উপকার মন থেকে জাপটে ধরুন সঙ্গীকে, উষ্ণ আলিঙ্গনে মিলবে বহু উপকার](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/On-Hug-day-know-What-is-the-benefits-of-Hugging.jpg?w=670&ar=16:9)
![দূরদূরান্তে নেই বিরাট-রোহিত, CT-তে রানের ফুলঝুরি ফুটিয়েছেন কারা? দূরদূরান্তে নেই বিরাট-রোহিত, CT-তে রানের ফুলঝুরি ফুটিয়েছেন কারা?](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/List-of-5-Indian-cricketers-who-scored-most-runs-in-ICC-Champions-Trophy.jpg?w=670&ar=16:9)
![ভয়ে কাঁপছে Airtel, VI! বাকিদের ২৮ দিনের দামেই ৪৫ দিনের প্ল্যান আনল BSNL ভয়ে কাঁপছে Airtel, VI! বাকিদের ২৮ দিনের দামেই ৪৫ দিনের প্ল্যান আনল BSNL](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/BSNL.jpg?w=670&ar=16:9)
![জীবনসঙ্গী বাছতে গিয়ে বড় ভুল করছেন না তো? প্রেমানন্দ মহারাজ বললেন... জীবনসঙ্গী বাছতে গিয়ে বড় ভুল করছেন না তো? প্রেমানন্দ মহারাজ বললেন...](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/Premananda-Maharaj-ji-told-how-to-choose-a-good-and-desired-life-partner-for-marriage.jpg?w=670&ar=16:9)