অস্বস্তি কাটল না বিজেপির ৭ নেতার! তথ্যে ত্রুটি থাকায় মামলা প্রত্যাহার মেননের

নিজেই এবার সেই মামলা প্রত্যাহার করলেন (Arvind Menon Withdraw Case)। কারণ ত্রুটি রয়েছে সেই মামলার তথ্যে। উল্লেখ্য, আগামী সপ্তাহে ফের দায়ের হতে পারে মামলা।

অস্বস্তি কাটল না বিজেপির ৭ নেতার! তথ্যে ত্রুটি থাকায় মামলা প্রত্যাহার মেননের
ফাইল ছবি
Follow Us:
| Updated on: Dec 02, 2020 | 7:56 PM

TV9 বাংলা ডিজিটাল: দলের বড় সাত নেতার বিরুদ্ধে বিভিন্ন আদালতে মামলা করেছে রাজ্য সরকার। তারই পাল্টা দলের নেতাদের পাশে থেকে সেই মামলা গোয়েন্দা সংস্থা দিয়ে তদন্ত করানোর পক্ষে সওয়াল তুলে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বাংলার দায়িত্বপ্রাপ্ত বিজেপি নেতা অরবিন্দ মেনন। কিন্তু নিজেই এবার সেই মামলা প্রত্যাহার করলেন (Arvind Menon Withdraw Case)। কারণ ত্রুটি রয়েছে সেই মামলার তথ্যে। উল্লেখ্য, আগামী সপ্তাহে ফের দায়ের হতে পারে মামলা।

মামলার প্রেক্ষাপট

রাজ্য সরকার বঙ্গ বিজেপির সাত নেতার বিরুদ্ধে রাজ্যের বিভিন্ন আদালতে মোট ১৩৮ টি মামলা করেছে। তার মধ্যে রয়েছেন কৈলাস বিজয় বর্গীয়, মুকুল রায়, দিলীপ ঘোষ, অর্জুন সিং, বাবুল সুপ্রিয়, সৌরভ সিং ও পবন সিং। রাজ্য সরকারের সেই মামলার প্রেক্ষিতেই হাইকোর্টে পাল্টা মামলা করেন অরবিন্দ মেনন। তাঁর বক্তব্য, রাজ্য পুলিসের তদন্তে তাঁদের ভরসা নেই। যে কোনও গোয়েন্দা সংস্থাকে দিয়ে তদন্ত করানোর পক্ষে সওয়াল করেন তিনি।

আরও পড়ুন: কয়লা পাচারকাণ্ডে আজও সকাল থেকে সিবিআই অভিযান

বুধবার হাইকোর্টে বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়ের এজলাসে অরবিন্দ মেননের আইনজীবী ভিপ্রা গর্গ জানান, মামলাটির তথ্যে ক্রুটি রয়েছে। সেক্ষেত্রে নতুন মামলা দায়ের করার বিষয়ে অনুমতি চান তিনি (Arvind Menon Withdraw Case)। বিচারপতি তাতে অনুমতি দিয়েছেন। আগামী সপ্তাহে মামলা দায়ের হতে পারে বলে সূত্রের খবর।