Bagtui Case: ভাদু খুনের ঘটনায় এবার ফেরার অভিযুক্তদের সম্পত্তি বাজেয়াপ্তের পথে সিবিআই

Bagtui Case: প্রসঙ্গত, বগটুই অগ্নি সংযোগের ঘটনায় তৃতীয় স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়েছে হাইকোর্ট। ভাদু শেখ খুনে জমা পড়েছে দ্বিতীয় স্টেটাস রিপোর্ট। ওই ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছিল সাত জনের।

Bagtui Case: ভাদু খুনের ঘটনায় এবার ফেরার অভিযুক্তদের সম্পত্তি বাজেয়াপ্তের পথে সিবিআই
ভাদু শেখের খুনে গ্রেফতারি পরোয়ানা জারি (ফাইল ছবি)
Follow Us:
| Edited By: | Updated on: Jun 20, 2022 | 1:47 PM

বীরভূম: রামপুরহাটের তৃণমূল উপপ্রধান ভাদু শেখ খুনের ঘটনায় চার জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল আদালত। অভিযুক্তদের সম্পত্তি বাজেয়াপ্তের দিকে এগোচ্ছে সিবিআই। চার অভিযুক্তরা হলেন পলাশ খান, নিউটন, মাশাদ শেখ, মাহি শেখ। ভাদু খুনে এফআইআর-এ এই চার জনের নাম রয়েছে, তার পলাতক। আজ রামপুরহাট আদালত চত্বর-সহ শহরের বিভিন্ন জায়গায় নোটিস ঝুলিয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে।

প্রসঙ্গত, বগটুই অগ্নি সংযোগের ঘটনায় তৃতীয় স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়েছে হাইকোর্ট। ভাদু শেখ খুনে জমা পড়েছে দ্বিতীয় স্টেটাস রিপোর্ট। ওই ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছিল সাত জনের। সাত জনের ডিএনএ সংগ্রহ করে ফরেন্সিক ল্যাবে পাঠানো হয়েছে। হাইকোর্টের  নির্দেশে সিবিআই তদন্ত ভার হাতে নেওয়ার পর মৃতের পরিবারের অভিযোগের প্রেক্ষিতে মৃতদেহের ডিএনএ দিল্লি ফরেন্সিক ল্যাবে পাঠানো হয়েছে। অন্যদিকে মৃতদের পরিবারের সদস্যদের ডিএনএ পাঠিয়েছে দিল্লি ফরেন্সিক ল্যাবে।

বগটুই কাণ্ডে এখনও পর্যন্ত ৩০ জনকে গ্রেফতার করা হয়েছে। ভাদু শেখের ঘটনায় দ্বিতীয় স্টেটাস রিপোর্ট হাইকোর্টে জমা দেবে সিবিআই। এই ঘটনায় আরও বেশ কয়েক জন অধরা। এবার রামপুরহাটে ভাদু শেখের খুনের ঘটনায় ফেরার অভিযুক্তদের নামে সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু করছে সিবিআই। ২০ জুলাইয়ের মধ্যে আত্মসমর্পণের সুযোগ দেওয়া হয়েছে। দেওয়া হয়েছে নোটিসও।

প্রসঙ্গত, গত ২১ মার্চ রামপুরহাট-১ ব্লকের বড়শাল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ভাদু শেখকে খুন করা হয় বলে অভিযোগ ওঠে। ভাদু শেখের বাড়ি বগটুই গ্রামে। অভিযোগ, এই ঘটনার দিন রাতেই বগটুইয়ে তাণ্ডব চলে। একের পর এক বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। একটি বাড়িতে সাতজন পুড়ে মারা যান। পরে হাসপাতালে মারা যান আরও দু’জন।