Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Baguiati: হোয়াইট সিমেন্টে প্লাস্টার করা মহিলার শরীর! বাগুইআটিতে চিকিৎসকের বাড়িতে হাড়হিমকাণ্ড

Baguiati: ডাক্তার গোপাল মুখোপাধ্যায় তার বাড়ির একাধিক ঘর ভাড়াতে দিয়ে রেখেছেন। তিনি মাঝেমধ্যে তা দেখভাল করতে আসেন। মঙ্গলবার দুপুরে চিকিৎসক নিজেই এই ভাড়া দেওয়া ঘরটিতে যান।

Baguiati: হোয়াইট সিমেন্টে প্লাস্টার করা মহিলার শরীর! বাগুইআটিতে চিকিৎসকের বাড়িতে হাড়হিমকাণ্ড
বাগুইআটিতে ডাক্তারের বাড়িতে কঙ্কাল!Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Nov 14, 2023 | 5:03 PM

কলকাতা: চামড়া পচে খসে গিয়েছে। বেরিয়ে গিয়েছে কঙ্কাল। তারওপর হোয়াইট সিমেন্টের পরত! ভয়ঙ্করকাণ্ড বাগুইআটিতে।

ভাড়া দেওয়া ঘর পরিষ্কার করাতে গিয়েছিলেন চিকিৎসক। তখন বাড়ির বাথরুমের পিছনে একটা ড্রাম দেখতে পান তিনি। ড্রামের মুখ আবার হোয়াইট সিমেন্ট দিয়ে বন্ধ করা ছিল। তা দেখেই সন্দেহ হয়। ড্রামের মধ্যে ভারী কিছু রয়েছে আঁচ করতে পেরেছিলেন। কিন্তু সন্দেহজনক সেই ড্রাম তিনি নিজে খোলেননি। খবর দেওয়া হয় থানায়। পুলিশ গিয়ে হোয়াইট সিমেন্ট দেওয়া ড্রামটি খুলে দেখেন, তার মধ্যে পচাগলা দেহ। চামড়া খসে হাড় থেকে পড়ে গিয়েছে।  বাগুইআটির জগৎপুর বাজার সংলগ্ন একটি বাড়ি থেকে পচাগলা মৃত দেহ উদ্ধার। বাথরুমের মধ্যে একটি ড্রামের মধ্যে রাখাছিল দেহটি। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, দেহটি কোনও মহিলার হবে।

জগৎপুর বাজারে ডাক্তার গোপাল মুখোপাধ্যায়ের বাড়ি। সেখানে অনেক ঘর তিনি ভাড়ায় দিয়েছিলেন। বাড়ি পরিষ্কার করতে এসে পচা গন্ধ পান গোপাল। সন্দেহজনক ড্রামটিও দেখতে পান। এরপর বাগুইআটি থানায় যান।

স্থানীয় বাসিন্দাদের দাবি, ডাক্তার গোপাল মুখোপাধ্যায় তার বাড়ির একাধিক ঘর ভাড়াতে দিয়ে রেখেছেন। তিনি মাঝেমধ্যে তা দেখভাল করতে আসেন। মঙ্গলবার দুপুরে চিকিৎসক নিজেই এই ভাড়া দেওয়া ঘরটিতে যান। তখনই বিষয়টি দেখতে পান।  দেহটি এখনও শনাক্ত হয়নি।  ওই দেহটি চিকিৎসকেরই কোনও ভাড়াটিয়ার কিনা, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। আপাতত চিকিৎসকের সঙ্গে কথা বলছেন বিধাননগর থানার উচ্চ পদস্থ কর্তারা।